জীবনে চলার পথে কতো মুখের সাথে দেখা হয়, কথা হয়। আবার ভেংগেও যায়। সম্পর্ক কি আসলে ভাঙনের বস্তু? এসব ভাবিনা। শুধু জানি প্রিয় মুখ, প্রিয় মানুষের বদল হয়না কখনো। তবে হ্যা প্রিয় মানুষের তালিকা লম্বা হয়।
২০১০ সাল চলে গেছে, ২০১৫ সাল চলেও আসছে। এই চারটে বছরে কম কিছু বদলায়নি জীবনে। কিন্তু একজন মানুষের বদল হয়েছে। আগে ছিলো ভার্চুয়াল, এখন হয়েছে আত্মার আত্মীয়। সেই মানুষটির কথাই বলবো এখন।
নাহ কোনো কথা কাউকে বলবোনা, আমি এখন ওই মানুষটির সাথে কথা বলবো।
আমি : আইজ তো তোমার জন্মদিন।
মানুষ : হ। উইশ করলি না।
আমি : বুইড়া হইসো, আর কিয়ের উইশ করো? বয়স হইলো কতো?
মানুষ : দেখ তুই-ই পাত্তা দিলি না, অখনও কতোজন আমার ফেরেমে পড়ে!
আমি : নানীরে ডাকমু? আর তুমি বুইড়া শুনো তুমার কিন্তু খবর আমরা দুইজনে মিইল্যা করমু।
মানুষ : এইসব কিন্তু ঠিক না। কথায় কথায় আমারে তুই ডর দেখাস।
আমি : আইচ্ছা যাও বাদ দেও। মন ভালো নাই।
মানুষ : ক্যান, কি হইসে?
আমি : ল্যাপু আবার নষ্ট হইসে। সেদিন $২০০ দিয়া ঠিক করলাম, কও কেমন লাগে!
মানুষ : আমার তো নষ্ট হয়না! হারায়। শুন আমি যেমন কই কইরা দেখ ঠিক হয় কিনা।
আমি : ঠিক আছে।
**বেশ কয়েকদিন পর মানুষটার কথানুযায়ী চেষ্টা করলাম কিন্তু কাজ হলোনা। ভেবেছিলাম মানুষটাকে তার জন্মদিনে একটা চমক দেবো। আমার লেখা পেলে এতো খুশী হয়। আমি জানিনা, সামান্য এলোমেলো লেখা কেউ এতো অসামান্য করে গিফটের তালিকার সর্বোত্তম স্থানে সাজিয়ে রাখে কিনা! আমার এই বুইড়া বয়ফেরেন্ডটা আমার অনেক অনেক প্রিয় নানা।
নানা তোমার জন্মদিনে অফুরান ভালোবাসা। তোমার ওই স্নেহময় স্থানটা আজীবন চাই।
হ্যামিল্টন,কানাডা
২৫ ডিসেম্বর, ২০১৪ ইং।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নানা নাতি কেয়ামত পর্যন্ত বেঁচে-বর্তে থাকুক সুখ-দুঃখে
শুভেচ্ছা দিলাম দুজনকেই।
নীলাঞ্জনা নীলা
আপনাকেও শুভেচ্ছা,আপনিও ভালো থাকুন এবং কেয়ামত পর্যন্ত টিকে থাকুক আপনাদের বন্ধুত্ব -{@
অরণ্য
“প্রিয় মুখ, প্রিয় মানুষের বদল হয়না কখনো। তবে হ্যা প্রিয় মানুষের তালিকা লম্বা হয়।” – একটু ভাবালো। শুভেচ্ছা “আমি” এবং “মানুষ” টিকে।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে অরণ্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আজ শুধু তাদের দিন। -{@
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মনির হোসেন -{@
স্বপ্ন
দুজনের কথায় অত্যন্ত আন্তরিকতার প্রকাশ পাওয়া যাচ্ছে। আপনার নানাকে জন্মদিনের শুভেচ্ছা।আমার এমন একজন নানা থাকলে ধন্য হতাম 🙂
নীলাঞ্জনা নীলা
এমন নানা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাই দা ওয়ে, আমার নানাকে অন্য কেউ নানা ডাকলে আমার সহ্য হয়না।আমি হিংসুটে :p
শুন্য শুন্যালয়
এমন আন্তরিক সম্পর্ক দেখলেও মন ভালো হয়। ভালো থাকুন দুজনই। চিরস্থায়ী হোক আপনাদের নানা নাত্নীর বন্ধুত্ব। নানাকে জন্মদিনের শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ শুন্য শুন্যালয়।আপনাকেও শুভেচ্ছা -{@
জিসান শা ইকরাম
তুই সবার সামনে আমারে বুইড়া ডাকলি? আগামী ৭ দিন কথা বন্ধ।
লেখা লিখবি আনন্দের জন্য,এমন লেখা লেখো কেন যা আমাকে কাঁদায়?
সারাক্ষন ভালো থাকিস।
স্নেহ আজীবন থাকবে নাতনী।
নীলাঞ্জনা নীলা
আচ্ছা কথা বন্ধ 🙂 আমি এই লেখা লিখে আনন্দ পেয়েছি অনেক। তুমিও ভালো থেকো নানা।
জিসান শা ইকরাম
তোর আমার ফটোটা মডুরা বাদ দিয়ে দিছে 🙁
সোনেলার মডুরা খুব খ্রাফ 😀
নীলাঞ্জনা নীলা
মডুরা কেন এতো খারাপ হয়? 🙁
ব্লগার সজীব
আপনার প্রিয় মানুষটি আমাদেরও প্রিয়। শুভেচ্ছা আপনার প্রিয় মানুষটিকে এবং আপনাকেও। শ্নেহ ভালোবাসার সম্পর্ক টিকে থাক যুগ যুগ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ সজীব -{@
নওশিন মিশু
শুভ কামনা রইলো আপনাদের বন্ধুত্বের প্রতি। ভাল থাকবেন দুজনেই ….. 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মিশু 🙂
নুসরাত মৌরিন
😀
মজা পেলাম লেখাটায়।
খুব সুন্দর একটা ছবিও তো দেখেছিলাম সেটা গেল কই?
শুভকামনা রইলো। আপনাদের নানা-নাতনীর বন্ধুত্ব এমনই অটুট এবং অমলিন থাকুক সবসময়। 🙂
নীলাঞ্জনা নীলা
এই ব্লগের মডুরা খুবই খারাপ,ছবি খেয়ে ফেলে।ছবি খাদক আছে মনে হয় সোনেলায় 🙂 ধন্যবাদ মৌরিন।
মারজানা ফেরদৌস রুবা
দুনিয়ার সবচেয়ে সুন্দরতম সম্পর্কটাই হচ্ছে ’বন্ধুত্ব’
বন্ধুত্ব ঠিকে থাকুক আজীবন…………
নীলাঞ্জনা নীলা
টিকে থাকবে আশাকরি।ধন্যবাদ মারজানা।
প্রজন্ম ৭১
আপনার নানাকে জন্মদিনের শুভেচ্ছা। শ্নেহ মমতা ভালোবাসার সম্পর্ক বজায় থাকুক।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ প্রজন্ম ৭১।