সেই মানুষটির কথা

নীলাঞ্জনা নীলা ২৭ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০১:৪৯:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

জীবনে চলার পথে কতো মুখের সাথে দেখা হয়, কথা হয়। আবার ভেংগেও যায়। সম্পর্ক কি আসলে ভাঙনের বস্তু? এসব ভাবিনা। শুধু জানি প্রিয় মুখ, প্রিয় মানুষের বদল হয়না কখনো। তবে হ্যা প্রিয় মানুষের তালিকা লম্বা হয়।
২০১০ সাল চলে গেছে, ২০১৫ সাল চলেও আসছে। এই চারটে বছরে কম কিছু বদলায়নি জীবনে। কিন্তু একজন মানুষের বদল হয়েছে। আগে ছিলো ভার্চুয়াল, এখন হয়েছে আত্মার আত্মীয়। সেই মানুষটির কথাই বলবো এখন।
নাহ কোনো কথা কাউকে বলবোনা, আমি এখন ওই মানুষটির সাথে কথা বলবো।

আমি : আইজ তো তোমার জন্মদিন।
মানুষ : হ। উইশ করলি না।
আমি : বুইড়া হইসো, আর কিয়ের উইশ করো? বয়স হইলো কতো?
মানুষ : দেখ তুই-ই পাত্তা দিলি না, অখনও কতোজন আমার ফেরেমে পড়ে!
আমি : নানীরে ডাকমু? আর তুমি বুইড়া শুনো তুমার কিন্তু খবর আমরা দুইজনে মিইল্যা করমু।
মানুষ : এইসব কিন্তু ঠিক না। কথায় কথায় আমারে তুই ডর দেখাস।
আমি : আইচ্ছা যাও বাদ দেও। মন ভালো নাই।
মানুষ : ক্যান, কি হইসে?
আমি : ল্যাপু আবার নষ্ট হইসে। সেদিন $২০০ দিয়া ঠিক করলাম, কও কেমন লাগে!
মানুষ : আমার  তো নষ্ট হয়না! হারায়। শুন আমি যেমন কই কইরা দেখ ঠিক হয় কিনা।
আমি : ঠিক আছে।
**বেশ কয়েকদিন পর মানুষটার কথানুযায়ী চেষ্টা করলাম কিন্তু কাজ হলোনা। ভেবেছিলাম মানুষটাকে তার জন্মদিনে একটা চমক দেবো। আমার লেখা পেলে এতো খুশী হয়। আমি জানিনা, সামান্য এলোমেলো লেখা কেউ এতো অসামান্য করে গিফটের তালিকার সর্বোত্তম স্থানে সাজিয়ে রাখে কিনা! আমার এই বুইড়া বয়ফেরেন্ডটা আমার অনেক অনেক প্রিয় নানা।
নানা তোমার জন্মদিনে অফুরান ভালোবাসা। তোমার ওই স্নেহময় স্থানটা আজীবন চাই।

হ্যামিল্টন,কানাডা
২৫ ডিসেম্বর, ২০১৪ ইং।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ