সেই আমি এই আমি

ইকরাম মাহমুদ ৩১ জুলাই ২০১৬, রবিবার, ১২:২৯:০৭পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

shisir
আমি সেই একফোঁটা শিশির
ছিলাম মেঘেদের সাথে ।
শুভ্র আকাশে উড়ে বেড়িয়েছি
অনেক।
নিকষ কাল মেঘদলে ভেলা ভাসিয়েছি কত
শত!
এই আমি-
দলবেঁধে কখনো চাঁদ,
কখনো সূর্যকে করেছি আড়াল।
কখনো টুপটাপ শব্দে কবিমন করেছি
মাতাল।
এই আমি-
অরন্যকে দিয়েছি সবুজের ঘ্রাণ,
দিয়েছি নতুন প্রাণের সন্ধান।
ফুল,পাখি আমায় ছুঁয়ে করেছে স্নান।
সেই আমি আজ দলছুট;
দূর্বা ঘাসের ছোট্ট পাতায় করেছি ভর,
চাঁদের জোছনায় ভিজেছি সারাটি রাত।
খানিকবাদে ফুটবে আলো
সূর্যের তাপানলে শুকিয়ে যাবো আমি,
ফুরিয়ে যাবে আমার সিক্ত যৌবন।
হারিয়ে যাবো আমি।
কেউ জানবেনা,কেউ খুঁজবেনা,
এই আমাকে।
ছিলাম আমি সেই
একফোঁটা শিশির।

৯৮৯জন ৯৯২জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ