আজ ১৫ আগষ্ট। ১৯৭৫ এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ঘাতকের বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধু শিশু পুত্র রাসেল, অন্তসত্বা পুত্র বধু । স্বাধিনতার পরে স্বাধীনতার বিরোধী পক্ষ আবার মাথাচারা দিয়ে উঠেছিল এই নির্মম হত্যাকাণ্ডের পরপরই। ১৫ আগষ্টের সেই কালরাতে হত্যা করা হয় আব: রব সেরনিয়াবাদ, শেখ মনি সহ আরো অনেককে। এরই ধারাবাহিকতায় জেলখানায় হত্যা করা জাতিয় চার নেতাকে।  ঘাতকদের পুরস্কৃত করে বিভিন্ন দেশে চাকরীর ব্যবস্থা করা হয়েছিল। ইন্ডেমিনিটি অধ্যাদেশ জারী করে এই হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করে দেয়া হয়েছিল। ৭৫ এর ডিসেম্বর মাসে সমস্ত বিচারাধীন যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্য অধ্যাদেশ জারী করা হয়, মুক্ত হয়ে যায় সাতশতের বেশী সাজাপ্রাপ্ত সহ প্রায় ১২ হাজার যুদ্ধাপরাধী, নষ্ট করে ফেলা দেয়া হয় চলমান মামলার সমস্ত কাগজ পত্র, দলিলাদি। সব কিছুর পিছনেই ছিল একটি মুখ যার হাতে ২ হাজারের বেশী মুক্তিযোদ্ধা সামরিক অফিসার খুন হয়েছেন, যার নির্দেশে, কোন প্রকার চার্জ বাদেই ফাসি দেয়া হয় কর্নেল তাহেরকে । আজ এই দিনে ঘৃনা জানাই সেইসব কুচক্রির প্রতি, যারা ১৫ আগষ্ট হত্যাকান্ডের হোতা ,  যাদের কারনে দেশে আবার স্বাধীনতা বিরোধী চক্র প্রতিষ্টিত হতে পেরেছে।

১৫ আগষ্ট বঙ্গবন্ধুর বাড়ির , কাছাকাছি থাকা কিছু মানুষের ঐ সময়ের অভিজ্ঞতা আছে ভিডিওগুলোতে। আছে টুংগিপাড়ায় বঙ্গবন্ধুকে দাফন করা মানুষের বর্নিত অভিজ্ঞতা ।

সেই অন্ধকার – ১ : এই ভিডিওতে ১৪ আগষ্ট বিকেলে বঙ্গবন্ধুর কিছু মুহুর্ত। আলাপচারিতায় উনি জানতে চেয়েছেন রাজশাহীর জোহা হলে ৭১ এর পাক সেনাদের নির্যাতনের কথা। 

সেই অন্ধকার – ২ : ১৪ আগষ্ট সন্ধ্যার পরের স্মৃতি, বঙ্গবন্ধু দুপুর থেকেই বেশ বিমর্ষ ছিলেন ।

সেই অন্ধকার- ৩ : বঙ্গবন্ধুর পিএর অভিজ্ঞতা। যিনি বঙ্গবন্ধুর সাথে কথা বলেছিলেন রাত ১ টার পর, ঘাতকদের ছোরা গুলিতে শেখ কামালকে ব্রাস ফায়ারের হত্যা করতে দেখেছেন উনি। শেখ  নাসেরকে হত্যা করতে দেখেছেন, শেখ রাসেলকে হত্যার কথা বলেছেন……………

সেই অন্ধকার – ৪ : বঙ্গবন্ধুর প্রতিবেশীর বর্ননা

সেই অন্ধকার – ৫ : বিটিভির চিত্র গ্রাহকের স্মৃতি কথা । যাকে আনা হয়েছিলো সবার মৃত দেহের ছবি তোলার জন্য। বাড়ির কোথায় কার মৃতদেহ পরেছিল তা বলেছেন উনি। বলতে বলতে কেঁদে ফেলেছেন।

সেই অন্ধকার – ৬ : প্রতিবেশী নাসরিন সুলতানার স্মৃতি। বঙ্গবন্ধুর কফিন বানানো নিয়ে বলেছেন।

সেই অন্ধকার – ৭ :  গোপালগঞ্জের তৎকালীন এসডিপিওর স্মৃতি। হেলিকপ্টার নিয়ে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে আসা, গোসল করানো , জানাজা , দাফন নিয়ে বলেছেন।

সেই অন্ধকার – ৮ : টুংগিপাড়ার সাধারন জনতার স্মৃতি। স্থানীয়দের কাছে আসতে দেয়া হয়নি, এত ভয় ছিলো খুনিদের ।

সেই অন্ধকার -৯ : টুংগিপাড়ায় কফিন বহনকারীর স্মৃতি

সেই অন্ধকার – ১০ : টুংগিপাড়ায় বঙ্গবন্ধুর জন্য মিলাদ এবং অত্যাচার, বনানী গোরস্থানে দাফনকৃত ১৫ আগষ্টে নিহত সবার কবরের বর্ননা।

 

আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর পরিবার সহ অন্যন্যদের রুহের মাগফেরাত কামনা করি।

৫৭৮জন ৫৭৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ