আজ ১৫ আগষ্ট। ১৯৭৫ এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ঘাতকের বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধু শিশু পুত্র রাসেল, অন্তসত্বা পুত্র বধু । স্বাধিনতার পরে স্বাধীনতার বিরোধী পক্ষ আবার মাথাচারা দিয়ে উঠেছিল এই নির্মম হত্যাকাণ্ডের পরপরই। ১৫ আগষ্টের সেই কালরাতে হত্যা করা হয় আব: রব সেরনিয়াবাদ, শেখ মনি সহ আরো অনেককে। এরই ধারাবাহিকতায় জেলখানায় হত্যা করা জাতিয় চার নেতাকে। ঘাতকদের পুরস্কৃত করে বিভিন্ন দেশে চাকরীর ব্যবস্থা করা হয়েছিল। ইন্ডেমিনিটি অধ্যাদেশ জারী করে এই হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করে দেয়া হয়েছিল। ৭৫ এর ডিসেম্বর মাসে সমস্ত বিচারাধীন যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্য অধ্যাদেশ জারী করা হয়, মুক্ত হয়ে যায় সাতশতের বেশী সাজাপ্রাপ্ত সহ প্রায় ১২ হাজার যুদ্ধাপরাধী, নষ্ট করে ফেলা দেয়া হয় চলমান মামলার সমস্ত কাগজ পত্র, দলিলাদি। সব কিছুর পিছনেই ছিল একটি মুখ যার হাতে ২ হাজারের বেশী মুক্তিযোদ্ধা সামরিক অফিসার খুন হয়েছেন, যার নির্দেশে, কোন প্রকার চার্জ বাদেই ফাসি দেয়া হয় কর্নেল তাহেরকে । আজ এই দিনে ঘৃনা জানাই সেইসব কুচক্রির প্রতি, যারা ১৫ আগষ্ট হত্যাকান্ডের হোতা , যাদের কারনে দেশে আবার স্বাধীনতা বিরোধী চক্র প্রতিষ্টিত হতে পেরেছে।
১৫ আগষ্ট বঙ্গবন্ধুর বাড়ির , কাছাকাছি থাকা কিছু মানুষের ঐ সময়ের অভিজ্ঞতা আছে ভিডিওগুলোতে। আছে টুংগিপাড়ায় বঙ্গবন্ধুকে দাফন করা মানুষের বর্নিত অভিজ্ঞতা ।
সেই অন্ধকার – ২ : ১৪ আগষ্ট সন্ধ্যার পরের স্মৃতি, বঙ্গবন্ধু দুপুর থেকেই বেশ বিমর্ষ ছিলেন ।
সেই অন্ধকার – ৪ : বঙ্গবন্ধুর প্রতিবেশীর বর্ননা
সেই অন্ধকার – ৬ : প্রতিবেশী নাসরিন সুলতানার স্মৃতি। বঙ্গবন্ধুর কফিন বানানো নিয়ে বলেছেন।
সেই অন্ধকার -৯ : টুংগিপাড়ায় কফিন বহনকারীর স্মৃতি
আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর পরিবার সহ অন্যন্যদের রুহের মাগফেরাত কামনা করি।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভিডিও গুলো দেখলাম। খারাপ লাগছে খুব। যার কারনে আজ দেশটি স্বাধীন, তাঁকে এভাবে হত্যা করা হলো।
প্রজন্ম ৭১
খুনিরা কত নিষ্ঠুর ছিলো, তা এসবে ফুটে উঠেছে ।
বন্দনা কবীর
ধারনা পেলাম, খুনীরা কত নিষ্ঠুরতার সাথে সংগঠিত করেছে সমস্ত হত্যাকাণ্ড । ধন্যবাদ আপনাকে ।
প্রজন্ম ৭১
খুনিরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলো আপু।
ছাইরাছ হেলাল
আগে দেখিনি , লোমহর্ষক নিষ্ঠুর হত্যাকাণ্ড , পিতাকে ।
আপনার জন্যই দেখা হলো ।
প্রজন্ম ৭১
অনুভব করতে পেরেছি আমরা ।
শুন্য শুন্যালয়
দেখে ফেলবো সব। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
দেখার মতো সহ্যশক্তি আছে কিনা সেটাও ভাবছি।
পিশাচগুলোর বর্বরতার কথা শুনলে ক্রোধ জাগে।
ব্লগের ডানদিকের কলামে ই -বুক, ডাউনলোডের কিছু অপশন আছে, সেখানে ভিডিওগুলো রাখা যায় কিনা ব্লগ সঞ্চালকের কাছে অনুরোধ জানাচ্ছি।
প্রজন্ম ৭১
পিশাচগুলোর বর্বরতার কথা শুনলে ক্রোধ জাগে। (y) ব্লগের মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি ।
ওয়ালিনা চৌধুরী অভি
দেখবো সব। এমন ভিডিও শেয়ারের জন্য ধন্যবাদ ।
প্রজন্ম ৭১
দেখুন আপু ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
‘ ঘৃনা জানাই সেইসব কুচক্রির প্রতি, যারা ১৫ আগষ্ট হত্যাকান্ডের হোতা , যাদের কারনে দেশে আবার স্বাধীনতা বিরোধী চক্র প্রতিষ্টিত হতে পেরেছে। ‘ (y) ভিডিও গুলো দেখতেই হবে। এসবের প্রচার অত্যন্ত জরুরী ।
প্রজন্ম ৭১
এসবের প্রচার অত্যন্ত জরুরী (y)
লীলাবতী
ভিডিও গুলো শেয়ারের জন্য ধন্যবাদ (y)
প্রজন্ম ৭১
দেখুন এবং সবাইকে বলুন ।
স্বপ্ন
শেয়ারের জন্য ধন্যবাদ ।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ।
মিথুন
কএকটি দেখলাম। বাকিগুলো দেখে নেব, সংগ্রহে রাখলাম। শেয়ারের জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ মিথুন ।
শাদমান সাকিব
ধিক্ এ বর্বরতাকে ।
কেমন আছেন ? আবার এলাম ।
প্রজন্ম ৭১
ভালো আছি সাকিব ভাই। আপনি ভালো আছেন তো ?
মিথুন
আপনার মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে পোষ্টের অপেক্ষায় আছি।
প্রজন্ম ৭১
পোষ্ট দেবো আপু। আজ দেবো এক বেইমানকে নিয়ে পোষ্ট।