ব্লগে লেখার শখ আমার কখনোই ছিলনা। নিজেকে ব্লগার পরিচয়ে পরিচিত করতে ভীষন বাজে একটা অনুভুতি হয়। কারন, ইদানিং যে কিছুই লিখতেই পারেনা সেও নিজের নামের ব্লগার টাইটেল সংযুক্ত করতে চায়। যাইহোক, এসেই যখন পড়েছি তখন আর কি করা। সকলের দোয়াপ্রার্থী। 🙂
ব্লগার সম্পর্কে আপনার মতের সাথে একমত
তারপরেও কিছু কথা থাকে –
সবাই একই ক্লাসে পড়লেও কেউ প্রথম হয় , আবার কেউ কেউ ক্লাসে সব শেষ স্থান দখল করে বা কেউ কেউ ফেল করে। সবাই কিন্তু ছাত্র —
লিখুন এখানে চাপমুক্ত হয়ে
সোনেলা পরিবারের সবাই আপনার লেখার জন্য অপেক্ষা করছে।
এখানে লিখে ভালো লাগবে আপনার আশাকরি।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
ব্লগার সম্পর্কে আপনার মতের সাথে একমত
তারপরেও কিছু কথা থাকে –
সবাই একই ক্লাসে পড়লেও কেউ প্রথম হয় , আবার কেউ কেউ ক্লাসে সব শেষ স্থান দখল করে বা কেউ কেউ ফেল করে। সবাই কিন্তু ছাত্র —
লিখুন এখানে চাপমুক্ত হয়ে
সোনেলা পরিবারের সবাই আপনার লেখার জন্য অপেক্ষা করছে।
এখানে লিখে ভালো লাগবে আপনার আশাকরি।
শুভ কামনা ।
অদ্ভুত সেই ছেলেটি
স্বাগতম এখানে। ব্লগিং জগতে বিচরন করুন নিজস্ব সত্ত্বা কে ধরে রেখে।
শুভ কামনা -{@
লীলাবতী
আসুন আসুন ঝড়ের বেগে , আমরা অপেক্ষা করছি আপনার জন্য । কেমন আছেন আপু ? -{@ -{@
শিশির কনা
আমিও একজন ব্লগার , আর পিপীলিকাও একটি পাখি 😛 ………… এরপরেও আমি ব্লগার শিশির কনা , ফিলিং প্রাউড । স্বাগতম সোনেলা পরিবারে 🙂
শুন্য শুন্যালয়
স্বাগতম সোনেলায় আপু…এসেই যখন পরেছেন কি আর করা ব্লগার মিতু আপু 🙂
রিমি রুম্মান
এসেই যখন পড়েছেন… দোয়া এবং স্বাগতম দু’টোই রইলো… -{@
মা মাটি দেশ
দু কলম যে লিখতে যানে সেই শ্রেনী বিন্ন্যাস লেখক (y)
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
এত ভাবাভাবির কিছু নেই , শুরু করে দিন ।
সবাই থাকব আপনার সাথে ।
খসড়া
স্বাগতম।
হলুদ পরী সাদা নাকফুল
স্বাগতম 🙂
হিলিয়াম এইচ ই
এসেই যখন পড়েছেন, তো থেকেই যান!! 🙂
নীলকন্ঠ জয়
শুভ হোক পথচলা।
সোনেলায় সুস্বাগতম -{@
প্রিন্স মাহমুদ
আপনার নামটা পছন্দ হইসে ! মিতু !!