সুলেখা

জসীম উদ্দীন মুহম্মদ ১৯ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ০৯:০৬:২৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

সুলেখা
আজো আকাশে মেঘ
এখনও অন্ধকারে মুলো ঝোলায় কানা আবেগ
আমি বন্ধ চোখে, অন্ধ বুকে
মিছে কেন তমালের ঘ্রাণ খুঁজে বেড়াই  ?
রাত জাগা পাখির মত
নীল সাগরের ঢেউয়ের মত
যাযাবর সময়ের মত, জেগে আছি দু’চোখ বুজে !

কখন শুনব ঘণ্টা ধ্বনি
কখন আসবে হৃদয় রাণী
অপেক্ষার সাত প্রহরে কিনে রেখেছি
আট পউরে শাড়ি !
চার বেয়াড়ার পালকি হবে
দুলকি তালে ছন্দ হবে
হাজার তারার নাচন হবে,
বধুয়া আসবে আমার বাড়ি !

গজমোতির হার দেব
নীল কমলের পাপড়ি দেব
রঙধনুর সাত রঙ দেব,

দেব আরও আশা
আকাশ ভরা ফুল দেব
মনের বনে দোল দেব
সোহাগ ভরা আদর দেব,
দেব ভালবাসা ।

৫৬৭জন ৫৬৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ