কতটা দূরে আমায় নিয়ে যাবে ?
যতটা দূরে যেতে চাই আমি
সমস্ত অলিগলি ছুঁয়ে ?
গভীর থেকে গভীরতম ভালবাসার
অতল ছুঁয়ে ,
উন্মত্ত হয়ে নিঃশেষ হতে চাই ছায়াপথে ।
বাঁধা পড়েই বাঁধতে চাই
নিরন্তর নিজেকেই ;
বিনি-সুতোয় ।
উৎসর্গ সবচেয়ে প্রিয় বন্ধু ছাইরাছ হেলাল কে , যে আমাকে বুঝে, যাকে আমি বুঝি ।
সোনেলায় অকবিতা নামে কোন বিভাগ নেই , তাই বাধ্য হয়ে কবিতা বিভাগে প্রকাশ করা হলো ।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
গভীর থেকে গভীরতম ভালবাসার
অতল ছুঁয়ে ,
উন্মত্ত হয়ে নিঃশেষ হতে চাই ছায়াপথে ।
সুন্দরতম শব্দমালা ভাই।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই -{@
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি কবিতার সাড়ে-সর্বনাশ করে ফেলেছেন ।
এত্ত সহজ না ।
তবে স্বীকার করেছেন দেখে ভালই লাগল ।
অবশ্যই এই সব লেখার জন্য অকবিতা বিভাগ অবশ্যই খোলা দরকার ।
আর , উৎসর্গ ! আমরা আমরাই তো ।
জিসান শা ইকরাম
হ্যা , আমরা আমরাই তো -{@
এই মেঘ এই রোদ্দুর
অসম্ভব সুন্দর হইছে ।
ধুর আপনি এতদিন ধরে লিখেন না কেন । এখন থেকে নিয়মিত আপনার কবিতা চাই
এটা কিন্তু মোটেই আমার মত অকবিতা না । পুরাপুরি ১০২ বার কবিতা হইছে
শুভ কামনা অনেক অনেক -{@ -{@ -{@ -{@ -{@ :T :T :T :T
জিসান শা ইকরাম
এত বলিয়া লজ্জা দিবেন না -{@
মা মাটি দেশ
বাঁধা পড়েই বাঁধতে চাই
নিরন্তর নিজেকেই ;
বিনি-সুতোয় । (y)
আমি তুমি আমরা একটি বিনি সূতায় বুনণের পৃথিবী -{@
জিসান শা ইকরাম
আমি তুমি আমরা একটি বিনি সূতায় বুনণের পৃথিবী – বাহ ! সুন্দর লিখেছেন তো 🙂
নীলকন্ঠ জয়
আমিও একটি অকবিতা প্রকাশ করেছি আজ। অকবিতার যোগ্য ওটি। কিন্তু এটাতো রীতিমতো কবিতা। অকবিতা বলা ঘোরতর অন্যায় হয়েছে। জরিমানা করলাম। :p
উৎসর্গ ভালো লেগেছে। হেলাল ভাইয়ের প্রাপ্তি স্বীকারও দেখলাম।
শুভেচ্ছা দুইজনকেই। -{@
জিসান শা ইকরাম
তুমি তো কবি ।
কবিরা অকবিতা লিখতে পারেনা 🙂
নিশিথের নিশাচর
অসাধারন দাদা ……………… (y)
জিসান শা ইকরাম
-{@ (3
লীলাবতী
জিসান ভাইয়া কবিতা লিখেছেন ? এতো স্বপ্ন । অকবিতা নয় এটি – খুব সুন্দর কবিতা । লিখুন নিয়মিত –
জিসান শা ইকরাম
লিখেছিলাম 🙂
আমার মন
ধরলাম সুতো, ছাড়বো না।
:c :c
জিসান শা ইকরাম
আচ্ছা ঠিকাছে 🙂
শুন্য শুন্যালয়
আপনি এতো বিশ্রী কবিতা লেখেন? এমন বিশ্রী কবিতা প্রতিদিন পড়তে চাই, আর বলতে চাই, আমি জিসান ভাইএর চেয়ে ভালো লিখি 😀
কবিতা টা কিন্তু জটিল হয়েছে বস্…
জিসান শা ইকরাম
আপনি অনেক ভালো লিখেন শুন্য -{@ -{@
বন্দনা কবীর
আসলেই বনতো দাদাভাই কবিতাটা কে লিখে দিয়েছে :p
তবে… তবে… আপনার প্রথম কবিতা প্রসব নাকি প্রকাশ?! যাই-ই হোক তার জন্য উল্লাশ \|/
ভোরের শিশির নীতেশ
‘অকবিতা’ কি???
প্রিন্স মাহমুদ
ডাক বইয়ে আপনার এই লেখাটা পড়েছি সম্ভবত । সবসময় দারুণ লিখেন আপনি ।
ভাই
চলে আসলাম 🙂