জানি হাত বাড়ালেই তোমাকে পাবো
মুঠো ফোনের ওপাশেই তুমি আছো
চাইলেই বলে ফেলা যায় কত শত গল্প তোমায়।
ম্যাসেন্জারে টুং টাং ধ্বনী , সেখানেও উজ্জ্বল তুমি
চাইলেই লিখে দেয়া যায় অব্যক্ত শব্দ যত
তবু হয় না বলা কিছুই।
এক অদৃশ্য দূরত্ব সীমারেখা টেনে দেয় জীবনে
“সরে যাও”, “ভুলে থাকো” নীতি বাক্য শোনায়
আমরাও সরে যাই
ভুলে থাকি
আমরা যে বড্ড সুশিল
আমরা যে বড্ড নৈতিক
আমরা শূন্য হাতে বসে রই, তবু সময়ের কাছে নত নই
আমরা কষ্টনদী সাঁতারে বেড়াই, তবু সত্য সন্ধানী নই
আমরা ভালোবাসার আবাদ করি, তবু প্রেমিক নই।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই অদৃশ্য দূরত্ব আমাদের থামিয়ে দেয়।
ছোট কবিতায় অনেক ভালোলাগা।
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ।
ভুল ত্রুটি উল্লেখ করবেন আশা করছি।
মোঃ মজিবর রহমান
তয় চিঠী লেখার আনন্দ , চিঠি পাওয়ার অপেক্ষার মত, মেসেঞ্জার, মেসেজ মজা আছে কি লেখক???
রোবায়দা নাসরীন
চিঠির আবেদন ছিলো অন্য রকম।
তবে সময়ের সাথে বদলে যায়!
এখন টুং টাং ই ভরসা
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
টুং টাং ভরসা তা ইচ্ছে না থাকলেও মানতে হবেই। সময়ের সাথে বদলেছে! অপেক্ষার প্রহর গুনা হচ্ছে কি??? না তাই অপেক্ষা কি জানা যাচ্ছেনা। জানাবেন !
মনির হোসেন মমি
লেখনীর কৌশল চমৎকার আপনার।খুব ভাল লাগল।
রোবায়দা নাসরীন
কৃতজ্ঞতা জানবেন।
নিতাই বাবু
আমরা শূন্য হাতে বসে রই, তবু সময়ের কাছে নত নই
আমরা কষ্টনদী সাঁতারে বেড়াই, তবু সত্য সন্ধানী নই
আমরা ভালোবাসার আবাদ করি, তবু প্রমিক নই।
সত্যি আমরা এমনই! মানুষের মত মানুষ হবার সময় আর এখন আমার হাতে নেই! তবু আপনার লেখা কবিতা পড়ে এই শেষ বয়সেও মনুষ হতে মন চাইছে।
ছাইরাছ হেলাল
না বলার, না বলতে পারার কথা ভাল ভাবেই লেখাটিতে এসেছে।
লিখুন এবং লিখুন।
ছাইরাছ হেলাল
বিবাহ টুইস্ট কৈ গেল?
সাবিনা ইয়াসমিন
আমরা ভালোবাসার আবাদ করি তবু্ও প্রেমিক নই। আবাদ করার পর যত্ন করতে হয়, না করলে প্রেম আসবেনা বা প্রেমিক হওয়া যাবেনা। আবার কিছু দূরত্ব থেকে যায়, যেখানে হাত বাড়াতে মন চাইলেও হাত চায় না।
ভালো লাগছে পড়ার পর। প্রেমিক কথাটা আরেকবার দেখো। ভালো থেকো নাসরিন। শুভ কামনা ও ভালোবাসা ❤❤
সঞ্জয় মালাকার
আমরা ভালোবাসার আবাদ করি তবু প্রেমি নয়?
অনেক ভালোলেগেছে, আর আপনার জন্য ভালোলাগা রইল- শুভ কাম।