সধবার বেশে এলে এই নীলাচলে
সবুজ-নীলের তিলক কেটে
বাহুল্য বর্জিত মেধহীন একহারা সূচী শুভ্র প্রসন্নতায়;
শ্বেত চন্দনের সুবাস ছড়িয়ে।
সদা বসন্ত সম্ভারের অলংকারে সত্তার গহীনে সোনেলা,
তোমাকেই বেসেছি ভালো তোমাতেই চিরদিন।
ধবল সাজ দেখে অন্ধকারে তাচ্ছিল্যের ফুঁয়ে
উড়ে গেছে ক্ষণিকের ছিঁচকে নির্লজ্জ চড়ুইয়ের দল,
মর,মরে ভুত হয়ে শ্মশানের এঁটোকাঁটা ঘেঁটে বেঁচে থাক্।
মরে বেঁচে থাক্ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে
ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।
প্রায় অদৃশ্য ক্ষুদে জাদুকরের জাদুর ছোঁয়ায়
যা চাই তা পাই,নিত্য নূতন কত কী! ধন্য যাদুকর,ধন্য সোনেলা।
চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে
নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।
‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !
৪৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বনলতা দিদি, সুন্দর অভিব্যাক্তি এই সোনেলায়।
সুন্দর বাক্যবাণে করেছেন ধন্য।
ভাল থাকুন।
বনলতা সেন
শুধু অনুভুতিটুকু নিজের মত করে বলার চেষ্টা করলাম ।
আপনিও ভাল থাকুন ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলা ধন্য আপনাদের মতন ব্লগার পেয়ে
বনলতা সেন
সবার ভালোবাসার জন্যই আজকের সোনেলা । কারো একার কৃতিত্বে নয় ।
শুন্য শুন্যালয়
সত্যি এ এক নতুন সোনেলা…
ভালো লেগেছে এ কথা এমন সুন্দর করে প্রকাশ করার চিন্তা আসেনি। সোনেলা র প্রতি আপনার ভালোবাসা আগেও দেখেছি, আজো আবার দেখলাম। যেমন সাজেই থাকুক সোনেলা আমার সোনেলাই।
সুযোগ পেলেই রাগ ঝাড়তে ছাড়ে না 😛
বনলতা সেন
আপনি চাইলে এর থেকেও সুন্দর করে বলতে পারবেন তা কিন্তু জানি। একক ঠিকানা। তাই ভালুবাসি। আরও অনেকেই বাসে মুখে বলে না হয়ত। বোঝা যায়। রাগ কোথায় দেখলেন ? এও ভালুবাসার বিশেষ প্রকাশ। আমি আবার চেপে-চুপে রাখতে পারিনা।
শুন্য শুন্যালয়
মরে বেঁচে থাক্ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে
ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।…… ভালোবাসার এহেম রূপে আমার বহুত ডর। 🙂
বনলতা সেন
কোন ডর নেই ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
সোনেলাকে এ কদিনেই ভালোবেসে ফেলেছি। আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হলাম।
বনলতা সেন
আপনার কথা শুনে ভাল লাগল। আসুন এক সাথেই থাকি।এক সাথেই হাসি।
খসড়া
কবিদের আমি খুব হিংসা করি । ওরা যে কিভাবে এই জিনিসটা লেখে ;(
বনলতা সেন
আমারও মনের কথাটি বলেছেঅ।আমিও কবিদের খুব হিংসে করি , ভাবি কী করে এই ছাই-পাশ লেখা।
জানেন , আমার খুব কবি হতে ইচ্ছে করে।
আমরাও দাওয়াত চাই ,দিতে হবে।
নুসরাত মৌরিন
উফ্ এত সুন্দর করে কিভাবে যে লেখেন?
সোনেলায় আমি একদমই নতুন।কিন্তু এই অল্পদিনেও সোনেলা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে।
মনে মনে ভাবছি,কখনো যদি আপনার মত এমন ভাল লিখতে পারতাম!!
সোনেলায় এসে রোজ সবার এত ভাল ভাল লেখা পড়ে আমি আর ছাইপাশ লেখার সাহস পাই না।আমার যে কি হবে!!! 🙁
বনলতা সেন
আমিও ভাবি নুসরাত মৌরিন লেখে কী করে এত্ত সুন্দর করে । আমিও তেমন সুন্দর করে লিখতে চাই।
চেষ্টা করে যাচ্ছি। দেখি পিছু নিয়ে কতটা কী করতে পারি। এ সব বলে না লিখে পার পারবেন না। দ্রুত অতি দ্রুত লেখা দিয়ে দিন ।
আমরা সবাই সোনেলায় আছি এটিই আনন্দের ।
লীলাবতী
সোনেলাকে নিয়ে এমন সুন্দর অনুভুতি ভালো লাগলো। এখন দেখতে খুব সুন্দর হয়েছে সোনেলা। সিম্পল এবং সুন্দর। সাদা পেইজ, কালো লেখা। রঙ হীন রঙ, আসল চেহারায়।
ক্ষুদে জাদুকরকে শুভেচ্ছা ও অভিনন্দন দ্রুততার সাথে সোনেলাকে পাল্টে দিয়েছেন বলে। সুযোগ সন্ধানীরা মরে ভুত হোক। আমাদের চড়ুই পাখির দরকার নেই।
বনলতা সেন
জাদুর জন্য অবশ্যই ধন্যবাদ জাদুকরকে। সুন্দর ভাবে পাল্টে দিয়েছে আমাদের মনের মত করে। সোনেলা প্রীতিতে ভুগছি ।
খুটে খাওয়া চড়ুইরা প্রেতনীর লাথি খাক্ দূরে গিয়ে ।
স্বপ্ন নীলা
অসাধারণ লিখেছো দিদি — একেবারে মনের গহীনে গেঁথে গিয়েছে — কবির জন্য শুভকামনা রইল
বনলতা সেন
আমাকে লজ্জায় ফেলে দেয়া ঠিক নয় মোটেই ।
লেখা কই ?
ব্লগার সজীব
সোনেলায় ছিলাম, আছি এবং থাকবো। না থাকলে এমন লেখা পড়বো কিভাবে ? যারা থাকেনা তারা এখানের কেউ না। তাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট শুধু শুধু ।
বনলতা সেন
আমিও আপনার মতই ভাবি। ছিলাম,আছি থাকব সবার সাথে। নাহ্ নষ্টদের নিয়ে ভাবব না কোন মতেই।
আমিও আপনাদের লেখাই পড়ি ।
জিসান শা ইকরাম
ব্লগারদের মতামতের ভিত্তিতে পাল্টে যাওয়া সোনেলাকে ভালোই লাগছে।
আপনার সোনেলার প্রতি প্রমে মুগ্ধ আমরা সবাই।
বনলতা সেন
সোনেলাকেই ভালোবাসি মনে-প্রাণে।
জিসান শা ইকরাম
তবুও অদম্য আমরা,
লিখি মনের আনন্দে, নিজের জন্য , প্রিয় মানুষদের জন্য।
আর কি চাই ? 🙂
বনলতা সেন
কিছু চাইতে আসিনি।এসেছি হাসি আনন্দে সময়ের সাথে কাটাবো সময় কিছুক্ষণ।
ছাইরাছ হেলাল
নিরবিচ্ছিন্ন সোনেলা প্রেম বিস্ময়কর।আপনি ও আপনাদের মতদের নিয়ে সোনেলা এগিয়ে যাবে দূর বহুদূর।
এত্ত এত্ত আন্তরিকতায় মুগ্ধ আমারা সবাই।আপনার লেখা নিয়ে ‘আমার বলার কিছু নেই’ সেই গানটি হেড়ে গলায় গাইতে পারি।
অবশ্যই আমরা কৃতজ্ঞ আপনার কাছে।
বনলতা সেন
আমি আমরাও কৃতজ্ঞ সবার সাথে এখানে আছি বলে।
আপনি গান ও গাইতে পারেন!
শুন্য শুন্যালয়
কতো দিন হেড়ে গলায় গান শুনিনা…শুনতে চাই, শোনাতে হবে।
রিমি রুম্মান
চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে
নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।
‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !___ এত সুন্দর করে লেখা !
বনলতা সেন
আপনারা সুন্দর করে পড়ছেন তাই এত বেশি সুন্দর মনে হচ্ছে ।
আপনি নিয়মিত হচ্ছেন দেখে ভালো লাগল ।
শুন্য শুন্যালয়
পোস্টটি স্টিকি করার জন্য মডূ বাহিনীকে এত্তোগুলো ধন্যবাদ।
বনলতা সেন
হ্যা, খুব ধন্যবাদ।আমরা তো আমরাই।
মিথুন
ভালোবাসার খুব সুন্দর প্রকাশ। আমাদের হয়ে সোনেলা কে নিয়ে এমন লিখলেন বলে বাড়তি ধন্যবাদ। :THANK-YOU:
বনলতা সেন
আমরা সবাই সোনেলার , কেউ না কেউ লিখতই। আরও ভাল করেও কেউ লিখতে পার।
ভাল থাকুন।
লীলাবতী
ষ্টিকি করার জন্য মডুদের ধন্যবাদ। মডুদের নাম কি প্রকাশ করা যায় ? 😀
বনলতা সেন
সবই তাদের মর্জি। নাম দিয়ে আমার কাজ কী, ওসব বড়দের ব্যাপার।
শুন্য শুন্যালয়
হি হি, এই যে খুকি, লেখা দিন। @বনলতা দি।
বনলতা সেন
দেব, দিচ্ছি যে ,ম্যাডাম।
শুন্য শুন্যালয়
লীলাবতী দি আছে নাকি মডুতে? 😉
বনলতা সেন
কার যেন নাম আমরাও শুনেছিলাম?
শুন্য শুন্যালয়
লীলাবতী দি, বনলতা দির নাম উপর মহলে পৌছানোর ব্যবস্থা করতে চাচ্ছি। কেউ কি বলবেন কিভাবে করবো?
বনলতা সেন
সে আপনি পারবেন।তাতে সাহায্য চাইতে হবে না। কিন্তু কাজটি কি ঠিক হবে!
ভেবে বলুন? কোথায় কখন আবার হিস্যা চেয়ে বসব? সইবে তো ?
স্বপ্ন
অনেক দিন পরে সোনেলায় এসে পরিবর্তন দেখে চিনতেই পারছি না। পরিবর্তন দেখে ভালো লাগছে খুব। আপনি খুবই চমৎকার ভাবে সোনেলার বর্তমান রুপকে নিয়ে লিখলেন। লেখা লেখির এখানে শুরু আমার, এখানেই শেষ হবে।
বনলতা সেন
তাদের আমিও ধন্যবাদ দেই। এবারের সাজ আমার খুব পছন্দ হয়েছে। আমি প্রায় আপনার মতি বলি
এখানে শুরু না হলেও এটিই শেষেও। জলদি লিখতে শুরু করুণ।