সালঙ্কারা সোনেলা

বনলতা সেন ১৩ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০৯:৫৬:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

সধবার বেশে এলে এই নীলাচলে
সবুজ-নীলের তিলক কেটে
বাহুল্য বর্জিত মেধহীন একহারা সূচী শুভ্র প্রসন্নতায়;
শ্বেত চন্দনের সুবাস ছড়িয়ে।
সদা বসন্ত সম্ভারের অলংকারে সত্তার গহীনে সোনেলা,
তোমাকেই বেসেছি ভালো তোমাতেই চিরদিন।

ধবল সাজ দেখে অন্ধকারে তাচ্ছিল্যের ফুঁয়ে
উড়ে গেছে ক্ষণিকের ছিঁচকে নির্লজ্জ চড়ুইয়ের দল,
মর,মরে ভুত হয়ে শ্মশানের এঁটোকাঁটা ঘেঁটে বেঁচে থাক্‌।
মরে বেঁচে থাক্‌ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে
ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।

প্রায় অদৃশ্য ক্ষুদে জাদুকরের জাদুর ছোঁয়ায়
যা চাই তা পাই,নিত্য নূতন কত কী! ধন্য যাদুকর,ধন্য সোনেলা।

চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে
নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।
‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !

১জন ১জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ