সাময়িক পোস্ট : সবার দৃষ্টি আকর্ষণ করছি

সাতকাহন ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ১১:৪৩:৫৫অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, নেতাজী সুভাষ বসুকে নিয়ে আমার রিসার্চ ওয়ার্কটি কি এখানে ধারাবাহিকভাবে পোস্ট করতে পারবো, বা পোস্ট করলে সেটা কি আপনাদের পাঠের জন্য উপযুক্ত হবে? যদিও রিসার্চ ওয়ার্কটি সম্পূর্ণরূপে কাঠখোট্টা টাইপের এবং রসহীন, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। পুরো রিসার্চ ওয়ার্কটি পোস্ট করতে হয়তো আমার বছর খানেক অথবা তারও বেশি সময় লাগবে, এ ফোর সাইজের পেপারে গবেষণাপত্রটির আকার সুতন্বী এমজি’র ১২ ফন্টে ৩১০ পেইজ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন। সোনেলা আমার ভালো লাগলো বলেই আপনাদের সাথে আছি, এবং থাকবো।

৫৩২জন ৫৩২জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ