সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, নেতাজী সুভাষ বসুকে নিয়ে আমার রিসার্চ ওয়ার্কটি কি এখানে ধারাবাহিকভাবে পোস্ট করতে পারবো, বা পোস্ট করলে সেটা কি আপনাদের পাঠের জন্য উপযুক্ত হবে? যদিও রিসার্চ ওয়ার্কটি সম্পূর্ণরূপে কাঠখোট্টা টাইপের এবং রসহীন, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। পুরো রিসার্চ ওয়ার্কটি পোস্ট করতে হয়তো আমার বছর খানেক অথবা তারও বেশি সময় লাগবে, এ ফোর সাইজের পেপারে গবেষণাপত্রটির আকার সুতন্বী এমজি’র ১২ ফন্টে ৩১০ পেইজ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন। সোনেলা আমার ভালো লাগলো বলেই আপনাদের সাথে আছি, এবং থাকবো।
৮টি মন্তব্য
অলিভার
রিসার্চ ওয়ার্কের কোন ক্ষতি না হলে অবশ্যই লিখতে পারেন। আপনার দৃষ্টিতেই একজন ব্যক্তিকে না হয় আমরাও জানলাম।
মেহেরী তাজ
নেতাজী সুভাষ সম্পর্কে তেমন কিছুই জানিনা।জানার ইচ্ছে আছে।রিসার্চ ওয়ার্ক এর লেখা বুঝতে পারবো তো? সহজে বুঝতে পারবো এমন হলে ভালো হয় স্যার।
রিমি রুম্মান
অপেক্ষায় থাকলাম…
জিসান শা ইকরাম
লিখুন, তবে বেশী কঠিন হলে অনেকেই হয়ত পড়বেন না।
চেষ্টা করবো শত ব্যস্ততার মাঝেও আপনার এই লেখা পড়ার।
শুভ কামনা।
সাতকাহন
আমি কঠিন শব্দ ব্যবহার করি না।
জিসান শা ইকরাম
পোষ্ট দিন 🙂
অপেক্ষা করছি ।
শুন্য শুন্যালয়
নিশ্চয়ই পড়বো ভাইয়া। অপেক্ষায় থাকলাম আপনার লেখার।
মোঃ মজিবর রহমান
আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম।