সাধ থেকে যায় অসাধ্যে

ছাইরাছ হেলাল ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৬:১১:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

এত্তেলা পাঠালেন, জরুরী-ই মনে করি,
ভয় পাব-কী পাব –না, ভেবেই মরি!!
পালিয়ে থাকাই উচিৎ-কাজ, তাও ভাবি,
সে-যে, অকস্মাৎ এক-কালে ভেসে যাওয়া সোনারতরী!

না, কোন গুহাযুগের-গুহাবাসীর গল্প-সল্প নয়
নয় কোন এস্কিমো আবাসে জেগে ওঠার কম্প-কল্প!
নয় কোন অযুত-নিযুতের পরণ-কথা;

এই- তো সেদিন, গতকাল বা পরশু,
বা একটু আগে, এক্ষুণি-তো
আকাশীজ্যোৎস্নায় চাঁদ-হাসা
তেপান্তরের মাঠে-মাঠে-মাঠ পেরিয়ে
বালখিল্যের শিশুহাসি হেসে, কাশবনের লুকোচুরি,
এই তো এখনও ঘর্মাক্ত দেহভারে কালের হারিয়ে যাওয়া,
অজস্র ফুলরেনু, হিমশিশিরে ভেজা পেঁজা-পেঁজা শিউলি;

নিরবিচ্ছিন্ন নিরবদমিত-চোখে, রাগবাহুল্যের ঘূর্ণি এড়িয়ে
চোখেচোখে চোখ-রেখে মেপে নেব কতটা অচেনা থেকে
চেনায় এলে বা চুড়ান্ত অচেনায় ফেলে দিলে!!
এই মেলার এ-বিকেলের ভীড়ে!!

কাঁচবাড়ির আঙিনায় অবিরত অনবরত খুঁজি
হারানো জননী-কোল, তাও
বালির-কাফন-ঠেলে-ফেলে-উঠে-এসে বলি
সালাম আম্মাজান, কেমন আছেন;
মেলার এই আগুন-ফাগুনে?
(ভয়ে ভয়েই বলি, সানুনয়েই বলি, অনুমতি দিন, সামান্য একটু ছড়িয়ে বসি!!)

৪৭৫জন ৪৭৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ