সহ্য আর কতো?

ইঞ্জা ৩ জুন ২০১৬, শুক্রবার, ০৫:১২:০৪অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
জীবনটা এখন তোমাদের নেই
সরকারেরই ধন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
মাত্র তো ৯৬ মরেছে
আরো বাকি আছে কত জন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
নির্বাচনে লিডার পেতে হলে
মরবে আরো কত জন।

সহ্য করো জনগণ
শান্ত কিরো এই মন
তোমরা যতই হও সচেতন
সরকার যে অচেতন।

সহ্য করো জনগণ
শান্ত করো এই মন
মানুষ মরিলে কি বা আসে যায়
সরকারের তো নেই কোন দায়
মরিলে মরিবে তোমারই আপন
সরকারের শুধুই জনগণ
সহ্য করো হে জনগণ
শান্ত করো এই মন।।

 

 

৭১৪জন ৭১৪জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ