সহকর্মীর দৃষ্টিতে জিয়াঃ

হোমায়রা জাহান হিমু ৮ জুলাই ২০১৪, মঙ্গলবার, ০৩:৫২:৩৬পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

“জিয়া ছিলেন ৮ শতাধিক সেনা সদস্যের
মৃত্যুদণ্ডের জন্য দায়ী এবং শত শত অফিসার
ও সিপাইকে কাজ
থেকে অব্যাহতি দিয়েছেন।(এন্থনি মাসকারেনহাসের মতে সংখ্যাটা ১১৪৩। এছাড়া জিয়ার আমলে নামমাত্র বিচারে শত শত সৈন্যকে দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করা হয়।)
যাকে হুমকি বলে মনে করেছেন,
তাকে তিনি কখনও রেহাই দেননি। তার ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু এবং তার
প্রাণরক্ষাকারী ও ক্ষমতায় অধিষ্ঠিত
করার মূল উদ্যোক্তা মুক্তিযোদ্ধা কর্নেল
আবু তাহেরকে মৃত্যুদণ্ড
প্রদানে তিনি বিন্দুমাত্র
দ্বিধা করেননি। রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিপক্ষকে অপসারণ
করতে গিয়ে তিনি অত্যন্ত লঘু
কারণে দণ্ডিত করেছেন।”

:: ব্যারিস্টার মওদুদ আহমেদ
গ্রন্থ:: গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ,
প্রেক্ষাপট : বাংলাদেশের
রাজনীতি এবং সামরিক শাসন।

৫১২জন ৫১২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ