সর্বহারা

কালের কঙ্কাল ৯ আগস্ট ২০১৪, শনিবার, ০১:৫০:৪১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

পাখিরা উড়ে গেছে, ঝরে গেছে পাতা
লক্ষ যুগ ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছি
আমি গাছ এক পাতা ঝরা,
                                      নেই কারো সারা।

আমার ফুল ও ফল এখন নেই সম্বল
মানুষ নারী তার গূঢ় প্রয়োজনে
ছিলে নিয়ে গেছে আমার দেহের বাকল।

আমি উদোম রাত্রির অন্ধকার চিরে
মেলে আছি আমার শুষ্ক রুক্ষ্ম ডানা,
করাল কালবৈশাখী ক্ষণে ক্ষণে
আমার শরীর জুরে দিয়ে যায় হানা।

এখন আমার একেবারে
                        ভেঙে যাওয়ার
                                    নেই কোনো মানা।

১৫২২জন ১৫২২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ