পাখিরা উড়ে গেছে, ঝরে গেছে পাতা
লক্ষ যুগ ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছি
আমি গাছ এক পাতা ঝরা,
নেই কারো সারা।
আমার ফুল ও ফল এখন নেই সম্বল
মানুষ নারী তার গূঢ় প্রয়োজনে
ছিলে নিয়ে গেছে আমার দেহের বাকল।
আমি উদোম রাত্রির অন্ধকার চিরে
মেলে আছি আমার শুষ্ক রুক্ষ্ম ডানা,
করাল কালবৈশাখী ক্ষণে ক্ষণে
আমার শরীর জুরে দিয়ে যায় হানা।
এখন আমার একেবারে
ভেঙে যাওয়ার
নেই কোনো মানা।
১৫টি মন্তব্য
প্রহেলিকা
****এখন আমার একেবারে
ভেঙে যাওয়ার
নেই কোনো মানা।****
ভাঙ্গতে পারেন তাতেও কোন সমস্যা হবে না আশা করি, আবার নূতন করে গড়বেন সব কিছু। সুন্দর লেখায় মুগ্ধতা রেখে গেলাম।
সোনেলাতে আপনাকে সুস্বাগতম। লিখুন নিয়মিত। -{@
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক ধন্যবাদ প্রহেলিকা।ভালো থাকুন, পাশে রাখুন।ধন্যবাদ। :THANK-YOU:
পুষ্পবতী
প্রথমে সোনেলাতে আসার জন্য স্বাগতম জানাই।
কবিতা ভালো লাগলো। লিখে যান অবিরত। ভালো থাকুন সবসময়। শুভ কামনা রইলো।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ, অশেষ ধন্যবাদ পুষ্পবতী।আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদা।নিরন্তর শুভেচ্ছা আপনাকেও। -{@
মা মাটি দেশ
এখন আমার একেবারে
ভেঙে যাওয়ার
নেই কোনো মানা।
ভেঙ্গে নয় পুরোপুরি সোনেলায় স্বাগতম। -{@
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকুন সর্বদা। :THANK-YOU:
স্বপ্ন নীলা
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবি। ভাল লেগেছে — আরো লিখুন নিয়মিত।
শূভকামনা রইল
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্বপ্ন নীলা।ভালো থাকুন, ভালো লাগায় থাকুন সারাক্ষণ।শুভ কামনা আপনার জন্যও। -{@
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে । সুন্দর ছন্দে ভালই লাগল ।
লিখুন নিয়মিত ও অন্যদের লেখাও পড়ুন ।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ ভাই ছাইরাছ হেলাল, অজস্র ধন্যবাদ।ভালো থাকুন,পাশে রাখুন। -{@
অলিভার
ভেঙ্গে যাক। হয়তো তা থেকেই নতুন করে গড়ে উঠবে যা হবে শুধুই কল্যাণের…..
কবিতার জন্যে ভালোলাগা -{@
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ ভাই অলিভার, আপনার ভালো লাগা অটুট থাকুক। ধন্যবাদ।
জসীম উদ্দীন মুহম্মদ
এমন কবিতায় কিছু বলার থাকে না কবি ——- স্বাগতম ! -{@ -{@ -{@ -{@ -{@
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক ধন্যবাদ ভাই জসীম উদ্দীন মুহম্মদ। শুভ কামনা আপনার জন্য। -{@ (3 -{@
রণবীর
দাদা কেমন আছেন ?
সোনেলাতে স্বাগতম ।