ও তাই!
হাহাহাহা
কেন এত হাসাও আমায়?
নাকি আমায় নিয়ে উপহাস করো?
প্রতি পদে পদে যেভাবে আমায় নিয়ে তোমরা ঠাট্টা করো,
যদি তুমি বলতে তুমি একটা অপদার্থ!
তাহলে বুঝে নিতাম তুমি ভালই বলেছ,
সরি, তোমার কথায় আমি আজ কান দিচ্ছি না।
কি? এত চিন্তা কর কেন, আমায় নিয়ে?
আমার ভরসায় কেন এত রাত্রি জাগো?
কিছু একটা করে দেখাবো, এই ভেবে বসে থাকো?
রাতের পর রাত কাটিয়ে দাও না খেয়ে,
যখন শূণ্য হৃদয়ে, ক্লান্ত শরীরে নীড়ে ফিরি
তখন ও তোমার উৎসুক চোখের চাহনি আমায় বিরক্ত করে,
সরি, তোমাদের দেবার মত আমার আর কিছুই নেই।
নাহ! কেউ বুঝবে না হয়তো আমার কষ্ট
করবে না কেউ আপোস
হয়তো সবাই চাইবে অনেক অনেক সাফল্য,
কিন্তু, হয়তো অজানাই থেকে যাবে এর পিছনে থাকা একেকটা মুহুর্তের কথা
হয়তো অজানাই থেকে যাবে একেকটা দীর্ঘশ্বাসের অজানা কাব্য
জীবন যুদ্ধে হয়তো পরাজিত সৈনিক আমি,
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বিদায় বললেই বিদায় হয় নাকি ?
ছয় মাস পার করে !
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
কেমন আছেন হেলাল ভাই? দিনকাল কেমন যাচ্ছে ?
ছাইরাছ হেলাল
আমি ভালো আছি কিন্তু আপনি ?
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
আলহামদুলিল্লাহ, ভাল
মা মাটি দেশ
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।
এতটা জীবনের প্রতি অনিহা কোন পুরুষের লক্ষন নয়।ভাঙ্গা-ঘাত প্রতিঘাতই জীবন এর সহজ সমাধান মৃত্যু।সুন্দর কবিতা।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন
পুষ্পবতী
সুন্দর কবিতা। -{@
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ
লীলাবতী
স্যরি আমরা বিদায় দিতে পারছি না। ভালো লেগেছে।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ 🙂
শুন্য শুন্যালয়
এতো তারাতারি হেরে গেলে চলবে কেনো?
বিদায় দিতে পারলাম না, শ্বাসের সাথে দীর্ঘশ্বাস থাকবেই, এটাই জীবন।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ঠিক বলেছেন।
ধন্যবাদ
স্বপ্ন নীলা
উহু —– কোন বিদায় নয় ——বিদায় বললেই বিদায় পাওয়া যায় না ——
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
🙂
জিসান শা ইকরাম
সৈনিকরা এত সহজে হেরে যায়না ।
বিদায় দিচ্ছিনা আমরা —
শুভ কামনা ।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ ভাই 🙂