মাননীয় সরকার প্রধান গনের নিকট সকলের পক্ষ থেকে আমার অনুরোধ আপনারা ঢাকার ভিতর এক স্থান থেকে অন্য স্থলে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যাবহার করুন। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে অফিস ও কাজকর্মে যারা চলা ফেরা করি সবাই ঠিক ও সঠিক সময়ে গন্তব্য স্থলে পোঁছাতে পারিনা রাস্তায় অতিমাত্রায় জ্যাম থাকার কারনে।
প্রশাসনের যেসকল কর্তা ব্যাক্তিবর্গ মাননীয় প্রধানমন্ত্রী ও রাস্ত্রপতিগন ঢাকার ভিতর ও দেশের অভ্যন্তরে চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহার করানোর জন্য বিশেস ভাবে অনুরধ জানাই। কারন দেশের ঢাকা ও ঢাকার বাহিরে জনসাধারনের চলার পথটি স্বাভাবিক রাখার জন্য এই আবেদন। রাস্তায় সরকারের উক্ত ব্যক্তি বর্গ চলার সময় রাস্তা বন্ধ করে রাখার ফলে সাধারন জান চলাচল অনেক ব্যাহত হয়। যা হঠাৎ মানুসের স্বাভাবিক সময় নষ্ট ও অনেক মুল্যমান কাজের ক্ষতিগ্রস্ত হয়, সঠিক সময়ে উপস্থিত না হতে পারার জন্য। অনেক সরকারী ও ব্যাক্তি কাজের খতিগ্রস্ত হয়, যা কারো কাম্য না। রাষ্ট্রের সকল মানুষ জাতে সুন্দর ও স্বাভাবিক ভাবে কাজকর্ম ও চলাচল করতে পারে তাঁর জন্য এটা জরুরী প্রয়োজন।
আর এক্ষেত্রে প্রশাসনের করতাব্যাক্তি বর্গ যদি তাঁদের চলাচলের জন্য হেলিকপ্টারে আকাশ পথের মাধ্যমে তাঁদের চলাচলের পথ সুগম করতে পারলে হঠাৎ অফিসের ও কাজের পথ বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবেনা।
প্রশাসনের কর্তা ব্যাক্তিবর্গ এটা ভেবে দেখবেন কি? তাছাড়া তাঁদের চলাচলের জন্য যে স্পেশাল সিকিউরিটি ফরস ও অন্যান্য প্রশাসন আছে তাঁদের উপরই নিরভর করবে। এরকম ক্রলে জনসাধারন কষ্টের হাত অনেক রেহায় পাবে।
৯টি মন্তব্য
আদিব আদ্নান
বাহ্ , আমরা এগিয়ে যাচ্ছি !
মা মাটি দেশ
ডিজিটাল চিন্তা একমত তবে এর খরচ দেবে কে?কৈ বিদেশে তো মহা রাষ্ট্র নায়ক জনতার পাশ দিয়ে চলে গেলেও জনতা টের পাননা তারা পারে কি ভাবে?এখানে রাজনৈতিক মন মানসিকতার পরিবর্তন করলে এমনটি হবেনা।ইরানের সাবেক প্রেসিডেন্টের জীবন যাত্রা দেখুন বুঝতে পারবেন।ধন্যবাদ মনের কথা প্রকাশে।
খসড়া
এমনিতেই তারা উড়ে বেড়ায় আর যদি এমন উড়তে দেই তবেতো চোখেও দেখব না। হেলিপোর্টে যেতেও তো সড়ক লাগবে 🙁
নীলকন্ঠ জয়
ওনাদের জন্য আলাদা পথ করা হোক মাটির নিচ দিয়ে। ওনাদের কেউ দেখলো না আবার সমাধানও হলো।
তন্দ্রা
বিদেশ আর আমাদের মন মানসিকতা পার্থক্য যেমন করছেন। ঠিক বিদেশীদের মত মন মানসিকতা কি আমাদের আছে? সরকারের যেমন নাই আমাদেরও তেমন নাই।
আর আমি জেটার অবতারনা করেছি তাতে খরচ খুব বেশি না, তাঁরা যা খরচ করে তার চেয়ে খুব বেশি হবেনা, কিন্তু মানুসের যাতায়াত সুবিধা কেমন হবে বা চলার পথের মহাঝামলা থেকে কিভাবে লাঘব হবে সেটায় প্রধান লক্ষ্য।
আমাদের দেশে হিংস্রতক রাজনিতির মুল কারন। বিশেষ করে বোমা হামলা এগুলো।
জিসান শা ইকরাম
ভালো প্রস্তাব ।
হেলিকপ্টার দ্রুত এনারা গন্তব্যেও যেতে পারবেন , যানজট ও হবেনা 🙂
প্রিন্স মাহমুদ
😮
শুন্য শুন্যালয়
আর যানজট 🙁
তন্দ্রা
ধন্যবাদ জিসান ভাইয়া।