সময়
রোহিঙ্গার মুখে আঁকা পৃথিবীর মানচিত্র
টরেন্টোর বেগম পড়ার,
বড় বেগমের ছেলে
মদে ঠাণ্ডা মিসিয়ে কয় –
“এলকোহল ইজ গুড ফর হেল্থ “।
পাঠ্যবইয়ে আমার কবিতা পড়ায়
বলে গ্লাসে মদ ঢেলে নেয় সরকার পক্ষী কবি,
আবৃতি আর ধোয়া গিলে খায়
জানালার বিপরীতের রোদ।
পৃথিবী কেমন আছে কবি???
” আমার দাদীর মুখে সব লেখা আছে ”
চিরকুট লিখে কবির আত্মহনন।
দেবালয়ের ইচ্ছামৃত্যু উৎসবে
হাজির দৈবনির্ভর মানব শিশু।
পৃথিবীকে দুই বার পেঁচিয়ে
বাকি বিতৃষ্ণার ফিতায় চরে
যমদূতের ভোজন সভায় কৌতুক পরিবেশন।
৬টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।
সৌবর্ণ বাঁধন
চমৎকার লিখা।
শামীম চৌধুরী
মুগ্ধতা।
আলমগীর সরকার লিটন
অনবদ্য প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপন ভাইয়া। উপমা গুলো যথার্থ হয়েছে। শুভ কামনা রইলো অহর্নিশি