স্মৃতি কি মানুষকে আগাতে দেয়
নাকি স্বপ্ন তাকে আগাবার দীক্ষা দেয়!
সময় শুধালো আর সময়ই শেখাল সে যে স্বপ্ন
তবু স্বপ্ন পরাভূত হয় স্মৃতির পাদদেশে!
ভুলগুলো সব ফুল হয় ভুলকেই ভালবেসে!
নীতি কি মানুষকে নীতির তর্জমা শিখিয়ে দেয়
নাকি পুথি-পত্রের মলাটে বন্ধি সুগন্ধি শুধু শুখতে দেয়!
সময় শুধালো আর সময়ই শেখাল সেতো সবে পুথি-পত্র
তবু বাধাই পুথি-পত্রের গন্ধ-আবেশে মানুষ যায় ভেসে
হযবরল দেখে অধর খোলে বিবেক মরে হেসে হেসে!
শৃঙ্খল জীবনের শেকলে মনকে কি আর যায় বাধা
বচন আর কর্ম মিলিয়ে দেখলে পাবে আছে শুধু আধা!
আজিকার তুমি কি আর সত্যি তুমি সময়ের পালাবদলে
বদলে গেছ টের কি পেয়েছ তুমি স্বার্থের মালাবদলে!
১৩টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য, লেখা পড়ে বিমোহিত হলাম।
পার্থ সারথি পোদ্দার
তাই! আপনার ভাল লাগার এই অনুভূতি আমাকেও প্রসন্ন করল,ভাই।শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
কথাগুলো চিরন্তন। মানুষ বেঁচে থাকলে বদলায় আর মরে গেলে পচে যায়। ভালো লাগলো খুব । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
পার্থ সারথি পোদ্দার
ঠিক বলেছেন।মানুষ বেচে থাকা অব্দি এই পরিবর্তন দৃষ্টিগোচর হয় সতত।ধন্যবাদ,দিদি।
সুপায়ন বড়ুয়া
সময়ের সাথে সাথে সব বদলায়
সময়ের প্রয়োজনে বাঁচার তাগিদে।
ভাল লাগলো। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
সময়কে তাই হয়তো ডিসাইডার বলা হয়।
ধন্যবাদ দাদা,চোখ বুলানোর জন্য।
শুভ কামনা অফুরান।
বন্যা লিপি
সময়ের অভ্রান্ত নির্নয় প্রকাশ করেছেন ভিন্ন আঙগিকে। ভালো লেগেছে।
কিছু শব্দের প্রতি একটু খেয়াল রাখবেন। লেখার মান বেড়ে যাবে।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ,আপু গঠনমূলক মন্তব্যের জন্য।চেষ্টা করব আগামীতে।ভালো থাকবেন।শুভ কামনা রইল।
তৌহিদ
মানুষের বিবেক পারিপার্শ্বিকতার চাপে হারাতে বসেছে। অথচ বিবেকবোধ জাগ্রত রাখা জরুরী।
সুন্দর লিখেছেন।
পার্থ সারথি পোদ্দার
আসলেই তাই দেখতে পাচ্ছি আমরা।
ধন্যবাদ,তৌহিদ ভাই।ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
শিরোনাম সহ পুরো কবিতাটি অনেক ভালো লেগেছে দাদা।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
অসংখ্য ধন্যবাদ,বড় ভাই।শুভ কামনা নিরন্তর।
সুরাইয়া পারভীন
ভুলগুলো সব ফুল হয় ভুলকেই ভালবেসে!
দারুণ
সময় তখন সবই বদলে দেয়
তখন আজকে তুমি কি করে সে দিনের সেই তুমি থাকবে বলুন!
চমৎকার লিখেছেন