সময়ের অজানা পথে

ছাইরাছ হেলাল ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ০৭:৫২:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

সময়ের পথ-পাশে কোন সরাইখানা হয়/থাকে কী না জানিনা, জানতেও পারিনি;
জানা হয়ও-নি। হলে, মন্দ হতো না; একটু জিরোতাম পানভোজনে, গল্প-আড্ডায়
স্বপ্ন-স্বপ্নে বেহিসেবির বেহিসেবটুকু টুকে নিতাম,
না-হয় এক চিমটি সবুজ লেমনেড বা সবুজের লেমনেডে ঝালিয়ে নিতাম,
চালসে জীবনের এক লহমা;

ফিরে তাকাতাম কাছ বা দূর অতীতের কোন এক আকণ্ঠ নিমজ্জনে,
দূর বা নিকট ভবিষ্যতের রূপোলী রূপের আখ্যানে।
থিতু হয়ে ঠায় দাঁড়িয়ে অগ্রন্থিত গ্রন্থগুলো
ছুঁয়ে-ছুঁয়ে দিতাম আলতো করে বুকে জড়িয়ে;

ভোকাট্টা ঘুড়ি হয়ে দূর-দিগন্তে যাব একদিন, শূন্যতায় মিলিয়ে!

বিধাতার সরল পথ কোথাও কোথাও হঠাৎ গেছে বেঁকে
বাঁকের এই পদস্খলনের দায় কে নেবে!

হে পরম পিতা,
অনুভবে তোমাকেই শুধু ছুঁই নিয়ত,
না-ছুঁইয়ে-ও।

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ