সময়ের পথ-পাশে কোন সরাইখানা হয়/থাকে কী না জানিনা, জানতেও পারিনি;
জানা হয়ও-নি। হলে, মন্দ হতো না; একটু জিরোতাম পানভোজনে, গল্প-আড্ডায়
স্বপ্ন-স্বপ্নে বেহিসেবির বেহিসেবটুকু টুকে নিতাম,
না-হয় এক চিমটি সবুজ লেমনেড বা সবুজের লেমনেডে ঝালিয়ে নিতাম,
চালসে জীবনের এক লহমা;
ফিরে তাকাতাম কাছ বা দূর অতীতের কোন এক আকণ্ঠ নিমজ্জনে,
দূর বা নিকট ভবিষ্যতের রূপোলী রূপের আখ্যানে।
থিতু হয়ে ঠায় দাঁড়িয়ে অগ্রন্থিত গ্রন্থগুলো
ছুঁয়ে-ছুঁয়ে দিতাম আলতো করে বুকে জড়িয়ে;
ভোকাট্টা ঘুড়ি হয়ে দূর-দিগন্তে যাব একদিন, শূন্যতায় মিলিয়ে!
বিধাতার সরল পথ কোথাও কোথাও হঠাৎ গেছে বেঁকে
বাঁকের এই পদস্খলনের দায় কে নেবে!
হে পরম পিতা,
অনুভবে তোমাকেই শুধু ছুঁই নিয়ত,
না-ছুঁইয়ে-ও।
২২টি মন্তব্য
মৌনতা রিতু
একদিন মিলাব শুন্যে।
হুম, মিলিয়ে যাব।
সুন্দর
ছাইরাছ হেলাল
মাত্র উনিশটি অক্ষরে কতই-না
সুন্দর মন্তব্য!
(উনিশটি অক্ষর গুনে নিন, প্লিজ)
মৌনতা রিতু
হুম, এই যে উনিশটি অক্ষরে াা কার োো কার কতো কার আছে। তাও কিন্তু যোগ করা চাই গুরুজী। প্রতিটি অক্ষরেই যে তর্জনী কখনও বা মধ্যমার স্পর্শ আছে।
ছাইরাছ হেলাল
খুব পাকা-পাকা হয়ে যাচ্ছেন!!
মাহমুদ আল মেহেদী
একদিন মিলিয়ে যাব সত্যি কিন্তু এই কবিতা গল্পসহ সব শিল্প মিলাবে না শূন্যে !!!!!!
ছাইরাছ হেলাল
আপনার কোথায় ফুল ফুটুক চন্দন সুবাসে!!
জিসান শা ইকরাম
একদিন অসীম শূন্যতায় যেতেই হবে আমাদের।
আর পদস্খলনের দায় কেউ নেবেনা, এটির দায় নিজেরই।
অনেক দিন পরে আসলেন। মড সিকিউরিটি, কমেন্টের ঝামেলা কি শেষ?
ছাইরাছ হেলাল
মডের ঝামেলা নেই তবে মন্তব্যের বোঝা রইয়েই গেছে।
মডের কারণেই লেখা দিতে পারছিলাম না।
কিছু দায় আমাদের আবার খামোখা-ও কিছু দায় ঘাড়ে পড়ে যায়,
যদিও সবই কালের তল গভীরে মিলাবে।
মায়াবতী
ভোকাট্টা ঘুড়ির লাগাম কেনো টেনে রাখা যায় না ? অজস্র শূন্যতা নিয়ে কেনো শূন্যে মিলিয়ে যেতে হয় ! এই শূন্য থেকে আসা আবার শূন্যতায় ফিরে যাওয়া কোথাও গিয়ে কি শেষ হবে ??? কবি আপনি এতো সুন্দর করে কিভাবে পারেন ভাবতে !!!
ছাইরাছ হেলাল
আমি উম্মি মানুষ, এত্ত কঠিন/জটিল প্রশ্নের উত্তর ক্যাম্মে দেই ম্যাম!!
অবশ্য আপনার কাছ থেকে আপনার লেখা পড়ে পড়ে ‘সুন্দর করে লেখা’ (চিঠি বাদে) শিখেই ফেলব!
মায়াবতী
উম্মি মানুষ মানে কি ? বুঝিয়ে বলুন কবি সাহেব *
ছাইরাছ হেলাল
উন-কলমকে পরীক্ষায় বসিয়ে ফেল্টুস বানানো ঠিক-না ম্যাম!
মায়াবতী
😀 😀 😀
ছাইরাছ হেলাল
এইডা আবার কী!!
মোঃ মজিবর রহমান
ভোকাট্টা ঘুড়ি হয়ে দূর-দিগন্তে যাব একদিন, শূন্যতায় মিলিয়ে!
বিধাতার সরল পথ কোথাও কোথাও হঠাৎ গেছে বেঁকে
বাঁকের এই পদস্খলনের দায় কে নেবে!
দায়! কে নেবে? নিজের বোঝা নিজেকেই বইতে হবে।
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন, নিজের বোঝা নিজেকেই নিতে হবে।
মোঃ মজিবর রহমান
(y) তাই।
-{@
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি।
নীলাঞ্জনা নীলা
বোঝা-কে বোঝা না ভাবলেই তো হয়! যখনই মানুষের মস্তিষ্ক বিরক্ত হয়ে যায়, তখন জ্বালাতন করে। আর হৃদয় যখন ভালোবাসা এবং না-ভালোবাসায় অশান্ত হয়ে যায়, তখনই ফেল করে।
কুবিরাজ ভাই এইবারে আর কিছু কইবার ভাষা নাই।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি,
ভালুবাসার বিশেষজ্ঞ, ডিগ্রি কুন বিশ্বের!
নীলাঞ্জনা নীলা
ভালুবাসা বিশ্ববিদ্যালয় থাইক্কা পিএইচডি করার পরে গিয়া মাস্টার্স করছি। \|/
ছাইরাছ হেলাল
বুঝছি, এ জন্য-ই সামান্য ফোর- নাইন অবস্থা,
ব্যাপার-না কুন!!