পশুপাখি যেমন করে আত্তাকে পর করে
তেমনি ,
বয়সিদ্ধ হলেই মা সন্তানকে দূর দূর করে
আগত
নতুন অতিথীর আগমনে
মায়ের আদর কমে
তবুও
সম্পর্কের টান ছিন্ন না করে।
শিশুকালে তোমার লাল গোলাপী গালে
হাজারো চুমো পড়ত
মুখের উপর পয়জন ফেললেও কেহ,
রাগ নাহি হতো,
একটু যখন বাড়ল বয়স
আদর অনেক কমলো
একটু ভূলেই ধমক শুনতে হয়
“আহা!ছেলেটা,
কি যে আহম্মক হইল”।
বয়স যতই বাড়তে থাকে
বিবেক বুদ্ধির দোয়ার
ততই খুলতে থাকে
সুন্দর পৃথিবীর পার্থিব মায়ার জালে
নিজেকে
প্রাপ্ত বয়ষ্ক ভাবতে থাকে,
জন্ম দাতা বুঝতে চায় না
সন্তান কালের আবর্তে
ছোট থাকে না।
অর্থের যোগ্যতায় যে জন সেরা
সংসারে,
সেই একমাত্র আদরের পেয়ারা
হয় যদি সে সবার ছোট
মা বাবাও যেনো পোয়াবারো,
বড়রা সব খেটে মরে
কলুর বলদ বলে তাই,
অবশেষে সেই ঠকে।
ছেলে যদি হয় সংসারি
মা বোনের কাছে সে পর বাসি
বোনেরা ভাবে হায়!এই বুঝি ভাই,
গেলো! গেলো!
কষ্টের কামাইয়ের টাকায়
শশুড়ের ভিটা পাকা করলো।
মা বুঝে না ছেলের ব্যাথা
বোন শুনেন তার স্বামীর কথা
রক্তের বন্ধন যায় না খন্ডন
স্বা্র্থকৃর্তির আলামতে
হয় তার মরন।
নস্বর পৃথিবী ধ্বংস অনিবার্য
স্বার্থ বাদীরা তবুও নয় নত
জানে,সে সবই মানে
হাদিস-কোরান রামায়ণ-গীতা
সবই পড়ে ফাতা ফাতা,
মৃত্যু যাত্রীর শিয়োরের পাশে
চোখের জল ঝর্নার ন্যায় ঝরে
দৃষ্টি থাকে তার
সম্পদ ভাগ বাটোয়ার মাঝে
প্রমান মিলে তার
মৃত্যু যাত্রী পৃথিবী বিয়োগে
তিনটি দিনের পরে।
১৫টি মন্তব্য
তানজির খান
ভাল লাগলো ভাইয়া
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ খান ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু আসলে তাই।
মেহেরী তাজ
একদম সত্যি কথা গুলো বলেছেন ভাইয়া। ভালো লেগেছে।
জিসান শা ইকরাম
মা বুঝে না ছেলের ব্যাথা
বোন শুনেনা তার স্বামীর কথা
রক্তের বন্ধন যায় না খন্ডন
স্বা্র্থকৃর্তির আলামতে
হয় তার মরন।———–
খেয়ালী মেয়ে
ভালোই লিখেছেন…
মাসুদ আলম
চিন্তাশীল লেখা। ভাল হয়েছে।
আশা জাগানিয়া
ইতি কথন ভালো লেগেছে
ব্লগার সজীব
সুন্দর বিশ্লেষন।
মোঃ মজিবর রহমান
সুন্দর বলেছেন মনির ভাই।
শুভেচ্ছা অবিরত
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে।
অনিকেত নন্দিনী
নশ্বর পৃথিবী ধ্বংস অনিবার্য
স্বার্থবাদীরা তবুও নয় নত।
_এইটা সবাই বুঝলে কি আর এত যুদ্ধ- বিগ্রহ হতো?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ঠিক তাই সহমত।
শুন্য শুন্যালয়
সংসার আর সম্পর্ক বড়ই অদ্ভুত। কেউ নিজের টা ছাড়া অন্যের টা বোঝে না। ভালো লেখা ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু এই বিচিত্রতার মাঝে জীবনের ইতি।