সব মানুষ যখন এক নয়–!!

সকাল স্বপ্ন ৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১১:৪৫:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

গিয়েছিলাম এখানকার সপ্তাহিক বাজারে যাকে মালয়েশিয়া ভাষায় বলে পাসার!!!
কথা হচ্ছিল বালিস এর দাম নিয়ে তবে
দোকান দার ছিল কয়েক জন তরুন যুবক, তবে তারা আমাকে কিছু কমন কালার এর বেশি দেখাতে পারলো না আবার এই দিকে বৃস্টি পরছে সেই ভাবে অলরেডি কাক ভিজা হয়ে গেছি,
দোকানদার একটা পলিথিন দিয়ে ভাই এখান কার
উজান -(বৃস্টি -)-ভাল না পরে অসুখ হয়ে যাবে,
আর অসুখ হলে ত অফিস করতে পারবেন না
আমি তাকে ধন্যবাদ দিয়ে একটা বালিশ কিনলাম ,
এভার সে বলল আপনি কি বাংলাদেশি?
আমি বললাম হুম্মম!
কন শহর এ?
চিটাগাং এ,
ওয়াও অখানার মেয়েরা ত অনেক সুন্দর?
জি আগুনের মত তাপ ঠিক ই দেয় কিন্তু পোড়াতে আলসেমি করে না,
ভাই ঠিক বলেছেন আপনি!
কিভাবে বুজলেন ঠিক?
এই যে আমার বন্ধু ## বহুত কষ্টে পিরিত করতে পেরেছে,
কি বলেন এটা কিভাবে সম্বব?
ভাই কেন সম্বব না?
কারন আপনারা আমরা আলাদা জাতি এছাড়া আমার জানা মতে বাংগালিদের আপনারা তেমন নিজেদের মত নেন না,
ভাই আপনি ও মুসলিম আমিও মুসলিম
কিছু মানুসের দোষের কারন আর কিছু মানুসের
অতিমাত্রার ভুল বুজার কারন এ আমি ত ভুল করতে পারি না?

অনেক ভাল লাগলো আপনার কথা শুনে
এমন যদি সবাই হতো?
তা আপনি কোথায় পড়ছেন?
তারপর সে কন এক ভার্সিটি কথা বললো,
এরপর আরও অল্প কিছু সময় কথা হলো এবং আমি
বিদায় নিয়ে মনে একরাশ শান্তি নিয়ে হাসি মাখা মুখে মাথার উপর বালিশ দিয়ে হাটতে লাগলাম ঝুম ভরা বৃস্টির মাঝে।

——-
ভাল থাকুক শিক্ষিত ভাল মনের মানুষ রা
টিকে থাকুক মানবতা,

লিখায়- সকাল সপ্ন!
মালয়েশিয়া

৭২৯জন ৬৩০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ