গিয়েছিলাম এখানকার সপ্তাহিক বাজারে যাকে মালয়েশিয়া ভাষায় বলে পাসার!!!
কথা হচ্ছিল বালিস এর দাম নিয়ে তবে
দোকান দার ছিল কয়েক জন তরুন যুবক, তবে তারা আমাকে কিছু কমন কালার এর বেশি দেখাতে পারলো না আবার এই দিকে বৃস্টি পরছে সেই ভাবে অলরেডি কাক ভিজা হয়ে গেছি,
দোকানদার একটা পলিথিন দিয়ে ভাই এখান কার
উজান -(বৃস্টি -)-ভাল না পরে অসুখ হয়ে যাবে,
আর অসুখ হলে ত অফিস করতে পারবেন না
আমি তাকে ধন্যবাদ দিয়ে একটা বালিশ কিনলাম ,
এভার সে বলল আপনি কি বাংলাদেশি?
আমি বললাম হুম্মম!
কন শহর এ?
চিটাগাং এ,
ওয়াও অখানার মেয়েরা ত অনেক সুন্দর?
জি আগুনের মত তাপ ঠিক ই দেয় কিন্তু পোড়াতে আলসেমি করে না,
ভাই ঠিক বলেছেন আপনি!
কিভাবে বুজলেন ঠিক?
এই যে আমার বন্ধু ## বহুত কষ্টে পিরিত করতে পেরেছে,
কি বলেন এটা কিভাবে সম্বব?
ভাই কেন সম্বব না?
কারন আপনারা আমরা আলাদা জাতি এছাড়া আমার জানা মতে বাংগালিদের আপনারা তেমন নিজেদের মত নেন না,
ভাই আপনি ও মুসলিম আমিও মুসলিম
কিছু মানুসের দোষের কারন আর কিছু মানুসের
অতিমাত্রার ভুল বুজার কারন এ আমি ত ভুল করতে পারি না?
অনেক ভাল লাগলো আপনার কথা শুনে
এমন যদি সবাই হতো?
তা আপনি কোথায় পড়ছেন?
তারপর সে কন এক ভার্সিটি কথা বললো,
এরপর আরও অল্প কিছু সময় কথা হলো এবং আমি
বিদায় নিয়ে মনে একরাশ শান্তি নিয়ে হাসি মাখা মুখে মাথার উপর বালিশ দিয়ে হাটতে লাগলাম ঝুম ভরা বৃস্টির মাঝে।
——-
ভাল থাকুক শিক্ষিত ভাল মনের মানুষ রা
টিকে থাকুক মানবতা,
লিখায়- সকাল সপ্ন!
মালয়েশিয়া
১৪টি মন্তব্য
তৌহিদ
এবার মেডেল আমার!
তৌহিদ
প্রথম মন্তব্যকারী 😃😃
তৌহিদ
ভাল থাকুক শিক্ষিত ভাল মনের মানুষ রা
টিকে থাকুক মানবতা…
এর পরে আর কিছু বলার নেই।
সকাল স্বপ্ন
শুভেচ্ছা অফুরন্ত।
🎖প্রহেলিকা🎖
পড়লাম লিখাটি তবে সুক্ষ্ম কোনো অর্থ পেলাম না। মূল কথাটি কি বলতে চেয়েছে লেখক সেটা বুঝতেই পারিনি।
যাইহোক, প্রচুর বানান ভুল। বিরক্ত লেগেছে কারণ এমন অনেক বানান ভুল যেগুলো দৃষ্টিকটুতো বটেই লজ্জারও!
আশা করছি একটু সচেতন হবেন।
শুভকামনা।
মেহেরী তাজ
লেখাতো পড়লাম। কিন্তুউউউ…
মানে আপনি বুঝিয়েছেন কিছু মানুষ এই মালায় মানুষের মত ভালো হয়?
ভাইয়া কীপ্যাডের সমস্যাও হতে পারে অবশ্য তবে বানানের দিকে আরো গুরুত্ব দিতে হবে।
সকাল স্বপ্ন
জাতি হিসাবে এই মালাইও রা বাংগালি দেখতে তেমন পারে না,কিংবা পছন্দ করে না।
আমি বলতে বলতে চেয়েছি সে তাদের থেকে
আলাদা!
লিখার ভুল গুল শুধরান ও চেষ্টা থাকবে,
শুভেচ্ছা রইল।
শুন্য শুন্যালয়
ওনাকে প্রকৃত শিক্ষিত মানুষ মনেহয় নি। হলে আপনিও মুসলিম, আমিও মুসলিম বলতো না, মানুষ বলতো। যাইহোক।
আপনাকে অনেক অনেক পড়তে হবে অন্যদের লেখা সকাল স্বপ্ন ভাই। লিখতে হলে পড়ার বিকল্প নেই। আর বানান, অসংখ্য ভুল। লেখার আগে এদিকটায় মন দিন প্লিজ। বাংলা অনেক সুন্দর একটি ভাষা, তা যদি আমরা শুদ্ধ ভাবে না লিখতে পারি, সেটা দুঃখজনক।
সকাল স্বপ্ন
আমি দুঃখিতা এমন টা হবার জন্য,
তার কাছ থেকে যততুকু সমবেদনা পেয়েছি
সেখান থেকে ভাল ই মনে হয়েছে,
শুভেচ্ছা রইল অফুরন্ত
ছাইরাছ হেলাল
আর একটু মন দিন, আমরা সাথেই থাকব।
সকাল স্বপ্ন
শুভেচ্ছা রইল অফুরন্ত, সচেতন হবার চেষ্টা থাকবে
মনির হোসেন মমি
জয় হোক মানবতার।কিছু বানান ঠিক করে নিন যদিও আমারও ভুল হয় অজস্র ।ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
মনোযোগ প্রয়োজন।
আশা করি সামনের পোস্টে কোনো ভুল পাবো না।
সকাল স্বপ্ন
শুভেচ্ছা অফুরন্ত
চেষ্টা থাকবে সচেতনতা