সব অসম্ভব কে সম্ভব করার আমাদের এই বাংলাদেশ –

* মেয়াদ বিহীন অবৈধ ঔষধ রাখার দায়ে যখন ঔষধ দোকানদারদের জরিমানা করা হয় , দোকানে সিল গালা করে দেওয়া হয় , তখন সেই দোকান মালিকরাই তাদের অবৈধ ঔষধ এর পক্ষে আন্দোলন করে সরকারে বিপক্ষে – উধাহরন মিট ফোর্ড এর ঔষধ দোকানিরা
* ফল এ ফরমালিন দেওয়ায় তার বিরুদ্ধে যখন অভিযান চালানো হয় তখন তারা ফল বিক্রি দেয় বন্ধ করে , মানুষ কে করে রাখে জিম্মি ।
* কোন পরিবহনের অবৈধ কর্মকাণ্ড এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরিবহন মালিক রা করে দেয় তাদের পরিবহন বন্ধ – যার ফলে আজ সড়ক দুর্ঘটনার নামে হাজার হজ মানুষ নিরবে হত্যার শিকার হচ্ছে , তার বাস্তব উধাহরন অনেক , তারেক মাসুদ , মিশুক মনির ,
* মেয়াদ উত্তীর্ণ লঞ্চ, বাস , ইত্যাদির বিরুদ্ধে নেওয়া যায় না কোন ব্যাবস্থা
* ইচ্ছাকৃত ভাবে ভুল সংবাদ পরিবেশন ও করে পরে সমালোচনার মুখে ভুল স্বীকার করে , ছোট্ট করে বিজ্ঞপ্তি প্রকাশ করে
* কোন দাগী আসামি বা করাপ্টেড পারসন কে গ্রেপ্তার করলে তার পক্ষে দাঁড়িয়ে যায় দেশ সেরা আইনজীবীরা , যদি ও তারাও যানে এই ব্যাক্তি অপরাধী
* কোন রাজনীতিবিদ গ্রেপ্তার হলে তো কোন কথা ই নাই তার পক্ষে মিছিল মিটিং করে একাকার যদি ও তিনি হাজার কোটি টাকার সম্পদের মালিক অবৈধ পথে

এমন অসংখ্য উধাহরন রয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে , তবে সবচেয়ে মজাদার হচ্ছে এক অপরাধী বা নামধারী সাধু আরেক অন্য শ্রেণীর নিজ গোত্রীয় নয় , অন্য টাইপের অপরাধীর কঠিন ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে তার জন্য মানব বন্ধন , মিছিল মিটিং , কলাম লেখা , রাষ্ট্র ব্যবস্থার মাথা মুণ্ডন সব কিছুই সুনিপুণ ভাবে করতে পারে , তাই বলতে হয় —

হায় রে আমার সোনার বাংলাদেশ
কবে হবে এমন সব আজগুবি
কর্মকাণ্ডের শেষ ???
শাহ আজিজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

৪৯৮জন ৪৯৮জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ