সব অপবাদে অপবাদগ্রস্ত নারী তুমি

শাহীন চৌধুরী ডলি ১৩ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ০৬:২৫:৩৭অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

” সব অপবাদে অপবাদগ্রস্ত নারী তুমি ”
———————————————————————
★আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীর কোন সম্মান ও নিরাপত্তা ছিল না। তখনকার সময়ে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত বা মৃত মাটির নিচে পুঁতে ফেলা হতো । নারী ছিলো কেবল ভোগের পণ্য । ইসলাম ধর্মই প্রথম নারীকে তার প্রাপ্য সম্মান দেয় । সেই যুগ এখন আর নেই ।যুগে যুগে নারীরা অনেক উন্নতি সাধন করেছে । তারা শিক্ষিত হয়েছে । জীবনের সব ক্ষেত্রে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যেয়ে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে । তবু কি সমাজের সব ক্ষেত্রে নারী তার প্রাপ্য সম্মান টুকু পাচ্ছে?★
না পাচ্ছে না ।আমি পুরো বিশ্বের কথা বাদ দিয়ে কেবল নিজের দেশের প্রতিও যদি দৃষ্টিপাত করি তাহলে দেখবো প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী নির্যাতন চলছেই । যৎসামান্য খবর মিডিয়ায় আসে, সংখ্যা গরিষ্ঠ খবর অগোচরেই রয়ে যায় ।★
একটা মেয়ে যখন অন্তঃ সত্বা হয় তখন তার গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে তার দায় যেমন তার নিজের থাকে না তেমনি তার স্বামীরও থাকে না । যদিও ক্রোমোজোম মিলনের প্রক্রিয়ার দায় পুরুষের । কিন্তু একজন পুরুষ ইচ্ছে করলেই তা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা সৃষ্টিকর্তার ইচ্ছে তিনি মেয়ে নাকি ছেলে জন্ম দেবেন এক মায়ের গর্ভে । তবু মেয়ে সন্তান হলে এখনো অনেক পরিবার তার দায় মা’কেই দেয় । মা’কে নানা কটু কথা শোনায় । কোন কোন পরিবার নির্যাতক হয়, এমনকি কন্যাসন্তান জন্মদানের অপরাধে অপরাধী করে তাকে তালাক পর্যন্ত দেওয়া হয় ।★
এবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামে ৬ মাসের অন্তঃসত্বা ইয়াছমিন আক্তারের জীবনে যা ঘটলো তা শুনলে শিউরে উঠতে হয় । একই উপজেলার জিন্নতপুর গ্রামের কবির হোসেনের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়েছিল সিংগাপুর প্রবাসী মোস্তফা কামালের সংগে । মোস্তফা দীর্ঘদিন দেশে থাকায় তার ভিসা বাতিল হয়ে যায়। ২৬ বছরের স্ত্রী ইয়াসমিন প্রথমবারের মতন গর্ভে সন্তান ধারণ করেন । হয়তো প্রযুক্তির কল্যাণে জানতে পারেন ইয়াসমিনের গর্ভে ৬ মাসের কন্যাসন্তান আসছে। এই খবর জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ইয়াছমিনকে অবজ্ঞা করতে থাকেন এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ।তার খুনি স্বামীকে পুলিশ আটক করেছে ।
আমরা মা জাতিকে খুনের অপরাধে নরাধম মোস্তফার ফাঁসী চাই । ★
যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠা হলো না সে মেয়ে হওয়ার অপবাদে তারই জন্মদাতার হাতে মা সহ নিহত হলো ।
একবিংশ শতাব্দীতে এসেও আমরা কতোটা মানুষ হয়ে উঠতে পেরেছি? এই ঘটনাতো আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানায় ।তারা জন্ম পর্যন্ত অপেক্ষা করে মেয়ে সন্তান পুঁতে ফেলতো আর মা বেঁচে যেতো। আধুনিক এই যুগে
গর্ভে থাকতেই মেয়ে ও তার মাকে জীবন দিতে হয় 🙁 ।
★মেয়েরা তো কোন কোন পুরুষের চোখে মানুষই নয়,
মেয়েসন্তান যদি এতোই অনাকাঙ্ক্ষিত তাহলে কার গর্ভে ভবিষ্যৎ পুরুষ জন্ম নেবে এই জিজ্ঞাসা করতেই পারি না?

শাহীন চৌধুরী ডলি
১৩ জুলাই ২০১৭
ঢাকা ।

৪৪৭জন ৪৪৭জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ