চারকোনে আলোহীন মৃতকাঠের চার দেয়াল
সুরক্ষিত সুচারু শব্দের তীব্র আওয়াজে নিশ্চল মৃতকাষ্ঠ!
আলো খেলা করে চার দেয়ালের বাইরে, খেলা করে মৌসুমী বাতাস।
দৃষ্টি সীমিত বলয়ে আঁধারে’র কথোপকথন
নিষেধ মানে, মেনে চলে দিবানিশি।
কি দিন!
কি রাত!!
সমান্তরাল যেন রেল লাইন——–।
চারকোনা চৌকো চারদেয়ালের কাব্যে ভ্রুক্ষেপ নেই,নেই আক্ষেপ!
উড়ছে উড়ুক,ভাসছে ভাসুক!
কথার উপর শুধুই কথা।।
ধার করা শব্দের ছড়ানো খই মুড়ি জড়ো করতে,
হাড়ি বাসনের বাড় বাড়ন্তপনা, লাগে ঠোকাঠুকি।
মৃত কাঠের বাক্সে।
চারকোনা আলোহীন কাঠের চার দেয়াল
সবুজ গাত্রে লৌহ পেরেক
নিশ্চল মৃত কাষ্ঠ।।
এলোমেলো খই মুড়ি জড়ো করার ঘটি বাটির টানাপোড়েন।
ছড়িয়েই থাক তবে সুরক্ষিত, সুচারু শব্দের তীব্র আওয়াজ।।
১০টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
কী অস্বাধারন কথোপকথন আহারে
কথোপকথন যে আঁধারে’র
বন্যা লিপি
দৃষ্টি সিমানার বাইরে আঁধারের কথোপকথন। অন্য অনুভবের অনুভব টুকু বোঝার মতো সাধ্যি সাধ্যে পরিপূর্ন হোক শুচি শুভ্র চেতনা বোধ।
নিরন্তর শুভ কামনা। -{@
ছাইরাছ হেলাল
ধার যদি এমন-ই সুচারু হয়,
চলুক সে ধার সব দেয়াল জুড়ে;
বন্যা লিপি
মঙ্গলালোকে জ্বলুক শুচিতার বারতা।অসংখ্য ধন্যবাদ। -{@
সাবিনা ইয়াসমিন
আমি লেখাটি বুঝি নাই,,,,,,অজ্ঞতা প্রকাশ করছি ☹
বন্যা লিপি
সবুজকে প্রতিকী হিসেবে ধরে নিন।সংসারের নারী কুল! অজ্ঞতা কেন বলছেন? শব্দের আড়ালের দুর্বোধ্যতা অনেকের কাছেই অধরা। কথা গুলো সহজ ভাবে প্রকাশে, চিরাচরিত, গতানুগতিক কলেবরে নিজস্বতা বড় ম্যাড়ম্যাড়ে লাগবে।
শুভ কামনা থাকলো -{@ -{@ -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে,,কষ্ট করে লিখলেন, আবার বুঝিয়েও দিলেন।
শুভ কামনা অবিরত ❤❤❤❤
মোঃ মজিবর রহমান
কি শব্দের খেলা রে আপা।
বুঝতে আমার মাথায় ঠ্যাটা পরছে,
মগজে ঠুক্তেনা কিছুই। আমি আধম পড়ে গেলাম শুধুই।
চারকোনায় আলো পড়ুক। ভাল থাকুক।
বন্যা লিপি
আপনার মন্তব্য আমাকে প্রচুর হাসালো। চারকোনা দেয়াল সত্যিই আলোকিত হয়ে উঠলো। মগজটাকে বিশ্রামে রাখাই উত্তম বুদ্ধিমানের কর্ম। শুভ কামনা। -{@
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন।