আমি মূলত একটা মফস্বল এলাকাই থাকি। এখানকার স্থানীয় ছেলেপুলেদের মধ্যে একটা “টম এন্ড জেরি” ভাব সব সময় দেখা যায়। বেপার টা আমার বেশ লাগে। আমরা নিজেরা নিজেদের পিটায়া ফাটায়া ফেলতে পারি কিন্তু বাহিরের কেও লাগতে আসলেই তার কপালে শুনি নামে।
সবচেয়ে মজার বেপার ঘটে ঈদের সময়। আমাদের কাছে ঈদ মানে নিজেদের কোরবানি সাইজ, দাম, কার বাবা কটা কোরবানি দিচ্ছে, বা কে কত দামের,কটা জামা নিলো তা নয়। আমাদের কাছে ঈদ মানে হলো মজা,পটকা ফাটানো,এক জন অন্য জনের বাড়িতে গিয়ে নির্লজ্জের মত বলা “মামি/চাচি খাবার কি আছে খাইতে দেন”। আমাদের এখানে যদি কেও কোরবানি না দিতে পারে তবে নির্দ্বিধাই অন্য একজনের কাছে গিয়ে বলে” দোস্ত বাপের বোনাস হয় নাই বা এবার ধানের দাম নাই আমাদের কোরবানি এবার হলো না”!!! তাহলে অন্য জন বলবে “দূর ব্যটা কি কশ,গোস্ত খাওয়া নিয়া কতা আমার বাড়িত আসপু,টেনশন নেস না “। আবার একজনের কোরবানির মাংস বানানো থেকে শুরু করে সব কিছুতে অন্য একজন সাহায্য করে নির্দ্বিধাই।
আর একটা কথা না বল্লেই নয়, সেটা হচ্ছে মেহেদী লাগানো। জামা,জুতা,কোরবানি হোক না হোক পটকার সাথা,মেহেদী লাগানো চাই। আট/দশ টা হাতে মেহেদী লাগায়ে দেয়ার পর নিজে না চাইতেও যখন দেখি আমার হাতেও জাগায়,জাগায় লাল হয়ে আছে তখন মনে হয় ঈদ মানে আসলেই খুশি।
আমার এলাকার সবার মত আপনাদের সবার ঈদ ও হোক আনন্দময় ও ঝামেলা মুক্ত।
ঈদ মোবারক
৩২টি মন্তব্য
কৃষ্ণমানব
শুভাকাঙ্খী হিসেবে ঈদের শুভেচ্ছা রইল ।।
আশা করি ঈদ ভালোই কাটবে ।।
মেহেরী তাজ
আমাদের ঈদে খুব আনন্দ হয়। আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনি বা আপনারাই দেখছি এক অর্থে প্রকৃত ঈদের আনন্দ নিচ্ছেন।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
মেহেরী তাজ
ছোট বেলা থেকেই এমন চলছে আমাদের এখানে। ঈদের শুভেচ্ছা ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
ঈদের শুভেচ্ছা আপু। আপনার এলাকাটি তো অন্যরকম। এমন আন্তরিকতায় ঈদ উদযাপন ভাবাই যায় না।
মেহেরী তাজ
আসলেই অন্যরকম। আপনাকে ধন্যবাদ সহ শুভেচ্ছা আপু ।
কৃন্তনিকা
মফস্বল এলাকাগুলোতে বোধহয় সবাই এভাবেই মিলেমিশে ঈদ করে। শহর যত বড় হয়, সেখানকার জীবনধারা তত যান্ত্রিক হয় ওঠে।
খুব ভালো লাগলো লেখাটি পড়ে… আপনার ঈদ আনন্দে কাটুক। 🙂
মেহেরী তাজ
মফস্বলে কিছু স্থানে এখনো এমন আনন্দ হয়। শুভেচ্ছা আপনাকেও আপু। ধন্যবাদ আপনাকে।
হিলিয়াম এইচ ই
অনেক সুন্দর একটা চিত্র উপস্থাপন করলেন। ভাল্লাগসে!
ঈদ মোবারক
মেহেরী তাজ
ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
জিসান শা ইকরাম
এমন ঈদ আজকাল বিরল।
ঈদ সারাজীবন এমন আনন্দময় হয়ে আসুক আপনার।
ঈদ মুবারক।
মেহেরী তাজ
ঠিক এক বছর পর, ঈদ মোবারক দাদা। 🙂
বনলতা সেন
ভাগ চাই।দিতেও হবে। এই ঈদানন্দের।সব মজা একা নিচ্ছেন তা হবে না।
ঈদের শুভেচ্ছা।
মেহেরী তাজ
আমি তো ভাগ দেবো বলেই এসেছি আপু,আপনি কোথায় হারালেন??
ঈদের শুভেচ্ছা আপু।
নাটোর শূন্য কিলোমিটার
অনেক বছর মেহেদী দেয়া হয় না । সবাই বলে আমি নাকি বড় হয়ে গেছি 😛
মেহেরী তাজ
বেশি বড় হওয়া ভালো না। মেহেদী দেওয়া হয় না। 🙁
নুসরাত মৌরিন
খুব ভাল লাগলো।ছোট বেলার কথা মনে পড়ে গেল। এখনকার ঈদ গুলো আর এমন হয় না।
আপনাকে ঈদের শুভেচ্ছা।
মেহেরী তাজ
এক বছর পরে হলেও ঈদের শুভেচ্ছা আপু।
স্বপ্ন
এমন এলাকা আছে এখনো ? আপনি খুবই ভাগ্যবতী আপু। ঈদ মানে আসলেই খুশি। ঈদের শুভেছা।
মেহেরী তাজ
হ্যা ভাইয়া আছে। আমি আসোলেই ভাগ্যবতী। ঈদের শুভেচ্ছা।
মিজভী বাপ্পা
ঢাকার ঈদে সেই আগের আনন্দ নেই। এরপরেও সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা 🙂
মেহেরী তাজ
ঈদের শুভেচ্ছা ভাইয়া।
ব্লগার সজীব
কথ্য ভাষায় লেখা আপনার পোষ্টে ভালো লাগা জানালাম। আপনার উপস্থাপনা আলাদা, মনে হয় কথা বলছেন। আপনাদের মত যদি কুরবানী হতো সবার, তাহলে দেশব্যাপী আনন্দে ভরে যেতো। ঈদের শুভেচ্ছা আপনাকেও।
মেহেরী তাজ
শিষ্য এক বছর পর। ভাগ্যিস। তা না হলে তো তোমায় ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা বলেই শেষ করে দিতামদিতাম।
এবার শোন শিষ্য আগে ঈদের দাওয়াত তারপর শুভেচ্ছা। উক্কে?
প্রজন্ম ৭১
তাজ্জব হয়ে গেলাম এমন আন্তরিক পরিবেশের কথা শুনে। ঈদের শুভেচ্ছা আপু।
মেহেরী তাজ
আমিও তাজ্জব হয়ে যাই ভাইয়া। ঈদের শুভেচ্ছা।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এমন এলাকায় বসবাস করা ভাগ্যের বিষয়। ঈদের আনন্দ আসলে এমনই হওয়া উচিৎ। মিলে মিসে সবাই আনন্দ করে। ঈদ মুবারক আপু।
মেহেরী তাজ
এবারের ঈদ ও সেই একই রকম কাটছে আপু। শুধু আপনাদের কয়েক জন কে আর পাই না। মন খারাপ লাগে আপু।
ঈদ মোবারক।
ব্লগার সজীব
ঈদ মুবারক ওস্তাদ।সাম্প্রতিক পোষ্টে মন্তব্য দেখে অবাক,এটি কার পোষ্ট? এবছর তো এমন পোষ্ট নেই।এসে দেখি ওস্তাদের 🙂 -{@
মেহেরী তাজ
এই কয়েক দিন আগে নিজের পুরাতন পোষ্ট গুলো দেখছিলাম। এই পোষ্ট এত গুলো মন্তব্য আর আমি জবাব দেই নি দেখে খারাপ লাগলো। তাই ভাবলাম একে বারে ঈদের আগের দিন শুভেচ্ছা জানানো যাবে।
শুন্য শুন্যালয়
হা হা হা, তুই এক্কেবারে সময় মতো পোস্টের উত্তর দিচ্ছিস 😀 এক কাজ কর। একটা মন্তব্য রেখে দে। পরের বছর সেইটার উত্তর দিবি। 🙂
কোরবানীর শুভেচ্ছা পিচ্চি ভূত। মজা কর, ঈদ হোক, ঈদের মত। ঈদি যা পাবি, আমারে কিছু শেয়ার দিস। কেউ আমারে ঈদের সালামি দেয়না। 🙁
মেহেরী তাজ
আমার ইচ্ছে ও সেরকমই ছিলো কিন্তু শেষ মন্তব্য টা যে আপনার তাই উত্তর না দিয়ে পারলাম না। 😀
আপনাকে ঈদের বাসি শুভেচ্ছা। আচ্ছা আপনি যখন চাইছেন তখন যা পাবো সব দিয়ে দেবো। কিন্তু সমস্যা টা হলো আমি কিছুই পাইনি। :D)
আপু এক কাজ করা যেতে পারে আর সেটা হলো আমি আপনাকে সালাম করলাম আবার আমিই আপনাকে সালামী দিলাম। ;?