সফেদ সাদা ফেনিল

রায়হান আহমেদ ৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:৩৯:১২পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

সফেদ সাদা,
একেবারেই কোন রেখা ঔজ্জ্বল্য ছড়ায়নি এখানে
নিঃসতরঙ্গ জলে সাদা ফেনিল ওঠেনা যদিও
তবু, যখন প্রবল ঢেউয়ের পরে
জল স্থির হতে শুরু করে
তখন নদীর সেই ঘোলা জলে
ভেসে চলে সাদা ফেনিল
ঠিক যেন, সমুদ্রে অথবা নদীতে উড়ে চলা
সাদা কোন পাখির জল-ছায়া
জানা আছে কি,
সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে!
এই যেমন, নিঃসতরঙ্গ সাদা চোখ
তাতে কেবলই মৃত্যুরই ছায়া ভাসে-
ফেনিল নয়।

তাং : ০৮.১২.১৫ ইং।

৮৩৯জন ৮৩৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ