সফেদ সাদা,
একেবারেই কোন রেখা ঔজ্জ্বল্য ছড়ায়নি এখানে
নিঃসতরঙ্গ জলে সাদা ফেনিল ওঠেনা যদিও
তবু, যখন প্রবল ঢেউয়ের পরে
জল স্থির হতে শুরু করে
তখন নদীর সেই ঘোলা জলে
ভেসে চলে সাদা ফেনিল
ঠিক যেন, সমুদ্রে অথবা নদীতে উড়ে চলা
সাদা কোন পাখির জল-ছায়া
জানা আছে কি,
সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে!
এই যেমন, নিঃসতরঙ্গ সাদা চোখ
তাতে কেবলই মৃত্যুরই ছায়া ভাসে-
ফেনিল নয়।
তাং : ০৮.১২.১৫ ইং।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে!
এই যেমন, নিঃসতরঙ্গ সাদা চোখ
তাতে কেবলই মৃত্যুরই ছায়া ভাসে-
ফেনিল নয়।
-{@
রায়হান আহমেদ
ধন্যবাদ!! 🙂
মোঃ মজিবর রহমান
-{@
স্বপ্ন নীলা
বাহ্ সুন্দর একটি কবিতা
রায়হান আহমেদ
অশেষ ধন্যবাদ!!
ভোরের শিশির
ভাল লেগেছে।
সোনেলায় আপনার ২য় পোস্টে জানাই স্বাওগতম।
শুভেচ্ছা, সোনেলায় নিয়মিত থাকুন এবং অন্যের পোস্টেও অংশগ্রহণ করুন।
ধন্যবাদ। -{@
রায়হান আহমেদ
ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব অন্যদের লেখায় অংশগ্রহন করার জন্যে! 🙂
ভোরের শিশির
অগ্রীম শুভেচ্ছা আবারো -{@
অরুনি মায়া
ভাল লাগল |
সোনেলায় স্বাগত জানাচ্ছি আপনাকে 🙂 -{@
রায়হান আহমেদ
ধন্যবাদ!!
মরুভূমির জলদস্যু
কঠিন ভাব ;?
রায়হান আহমেদ
কিসের কি ভাব বুঝতে পারছিনা। যদি বুঝিয়ে বলেন তাহলে উপকৃত হবো।
জিসান শা ইকরাম
নীতিমালা একটু পড়ে নিবেন সময় পেলে।
একজন ব্লগার ২৪ ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত নতুন আর একটি পোষ্ট দিতে পারবেন না।
আপনি নতুন এখানে,তাই পড়ার সময় পাননি বুঝতে পেরেছি।
নীতিমালা এই লিংকে > https://sonelablog.com/tac/
রায়হান আহমেদ
আসলেই খেয়াল করা হয়েছিল না। ধন্যবাদ!
দীপংকর চন্দ
//সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে!//
বিষাদ!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
রায়হান আহমেদ
বিষাদ তো বটেই। আপনাকেও শুভকামনা জানাই ভাই!!
নীলাঞ্জনা নীলা
অসাধারণ লাইন। “সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে।” বাহ! (y)
রায়হান আহমেদ
হুম, ঠিক তাই। ধন্যবাদ!!
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম।
নিস্তরঙ্গ পানিতে কখনোই সফেদ সাফা ফেনা ওঠেনা, ঝড় জলোচ্ছ্বাস হলেই পানিতে সফেদ সাদা ফেনা ওঠে। আপনার জীবনেও ঝড় জলোচ্ছ্বাস বয়ে আনা কিছু ঘটনা ঘটুক আর আপনার জীবনকে সফেদ সাদা ফেনায় ফেনিল করে দিক।
সাদা কিন্তু জীবন – মৃত্যু ছাড়াও পবিত্রতা আর নিষ্কলুষতাও বোঝায়। ;?
রায়হান আহমেদ
হ্যাঁ, অবশ্যই। সাদা নিষ্কলুষতা ও পবিত্রতা বোঝায়। তবে, তার মধ্যে প্রাণহীনতারও একটা ব্যাপার থাকে বোধহয়।
সোনেলায় আমাকে আমন্ত্রন জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। 🙂
অনিকেত নন্দিনী
সাদায় প্রাণহীনতা দেখতে পান? আমি কিন্তু সুগন্ধি খুঁজে পাই। খেয়াল করে দেখুন অধিকাংশ সুগন্ধি ফুলের রঙই সাদা। 🙂
ব্লগে সাদা ফুল নেই বলে লাল ফুলই দিচ্ছি। -{@
রায়হান আহমেদ
দেখুন আপনার কথা পুরোপুরি ঠিক। কিন্তু, সবার ভাবনা বা দেখার চোখ বা মানসিকতা কিন্তু এক হয়না।
আপনার ফুল সাদরে গ্রহন করলাম। শুভেচ্ছা আপনার প্রতি!