অত্যন্ত আনন্দঘন পরিবেশে সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ অনুষ্ঠিত হয়ে গেলো। উপস্থিত ব্লগারদের আন্তরিক উচ্ছাস এবং প্রাণের স্পন্দন প্রমাণ করে যে সোনেলা একটি পরিবার এবং সোনেলার উঠোন সদা কলকাকলিতে মুখরিত ।
আমরা অনেককে মিলনমেলায় পেয়েছি আবার অনেকে ঐকান্তিক ইচ্ছে থাকা সত্ত্বেও মিলনমেলায় উপস্থিত হতে পারেননি।
সোনেলার ব্লগার, পাঠক, শুভাকাঙ্ক্ষী, মডারেটর, এডমিন সহ সোনেলা পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
মিলনমেলা নিয়ে ব্লগারদের পোষ্ট সমূহ:
১। ইঞ্জা – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০
২। নিতাই বাবু – সোনেলা ব্লগের মিলন মেলা- ২০২০ এবং কিছু প্রাপ্তি কিছু স্মৃতি
৩। ছাইরাছ হেলাল – মিলনের এ মেলায়
৪। সুপর্ণা ফাল্গুনী – সোনেলার মিলনমেলা -২০২০
৫। রেহানা বীথি – এ রেশ কাটবে না সহজে
৬। ত্রিস্তান – মহারাজের সান্নিধ্যে একদিন
৭। সুরাইয়া পারভীন – প্রাণেরমেলা
৮। সৈকত দে – বিজয়ী অভিনন্দন
৯। সাবিনা ইয়াসমিন -;প্রাপ্তি স্বীকার- সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ খৃঃ
১০। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ পর্ব ০১
১১। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ পর্ব ০২
১২। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ শেষ পর্ব
১৩। সুপায়ন বড়ুয়া – আমার ভাবনায় সোনেলার মিলন মেলা 2020 !
১৪। তৌহিদ – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ এবং প্রাপ্তি স্বীকার
১৫। শবনম মোস্তারী – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০, প্রাপ্তি স্বীকার ও কৃতজ্ঞতা
১৬। বন্যা লিপি – সোনেলার মিলনমেলা এবং আমার অনুভূতি//
২৬টি মন্তব্য
এস.জেড বাবু
একদিন সোনেলার দিগন্তে জলসিঁড়ির ধারে আমিও মিলিত হবো প্রাণের প্রিয় সব লিখক ব্লগারদের সাথে।
আয়োজনের পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে প্রতিজন অভিজ্ঞ ব্লগারদের পোষ্টে। ইর্শা হয়েছে সত্যি- তবে তারচে বেশি আগ্রহ হয়েছে পরের মিলনমেলায় উপস্থিত থাকার।
এমন আয়োজন নিয়মিত হউক।
শুভকামনা সকলের জন্য।
ছাইরাছ হেলাল
সবার আন্তরিক সমন্বয়ের জন্যই সফল এ মিলনমেলা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, উপস্থিত ও অনুপস্থিত-উপস্থিত।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ সবাইকে। সবার আন্তরিকতা ও ভালোবাসায় যারপরনাই খুশি। সবার জন্য শুভ কামনা রইলো
ফয়জুল মহী
বেশ ভালো লাগলো ।♥️♥️
মনির হোসেন মমি
চমৎকার আয়োজন ছিলো।কৃতজ্ঞতা জানাই ব্লগ কর্তৃপক্ষের প্রতি।আমি আসছি পোষ্ট নিয়ে।
মোঃ মজিবর রহমান
সোনেলার সকল সোনাকে স্যালুট সুন্দর একটি আনন্দ মেলা করার জন্য।
নাজমুল আহসান
যাঁরা কষ্ট করে এসেছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাঁরা আসতে পারেননি, আশা করি পরেরবার সাক্ষাৎ হবে।
মোঃ মজিবর রহমান
নিশ্চিত আহসান ভাই। দেখা হবে আবার সুন্দর আগামীর প্রত্যাশা করি।
সুপায়ন বড়ুয়া
সোনেলার মিলনেমলায় অংশ নিতে পেরে
নিজেকে ধন্য মনে করছি।
সোনেলার অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
নাসির সারওয়ার
অনেক ভালো একটা আড্ডাবাজি। আয়োজক সহ উপস্থিত সবার জন্য শুভেচ্ছা।
এবার যারা আসতে পারেননি, আশা করি পরের বারে তাদের সাথেও আড্ডা দেওয়া যাবে।
মোঃ মজিবর রহমান
আসব ক্ষন ভাইসাব। আগামী তো অনেক দেরি। মাঝে হইনা। সাক্ষাত।
মনির হোসেন মমি
হবে হয়তো সেপ্টেম্বর প্রতিষ্টা বার্ষীকিতে।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
ভালোলাগার মুহূর্ত খুব একটা বেশি নেই আমার। তবে যেটুকু আছে তার মধ্যে সোনেলা পরিবারের মিলনমেলা অন্যতম। সবার আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ আমি। এমন মুহূর্ত বারবার ফিরে আসুক আমার জীবনে। আমি বারবার পেতে চাই এমন মুগ্ধতা।
কামাল উদ্দিন
সোনেলা এভাবে এগিয়ে চলুক যুগ যুগ ধরে…….
ত্রিস্তান
আন্তরিক ভাবে ধন্যবাদ ব্লগের সম্মানিত এডমিন মহলকে। তবে একটা ব্যাপারে খুব চিন্তিত ছিলাম। এমনিতেই ব্লগের ডোমেইন হোস্টিং চার্জ সহ ব্লগ পরিচালনার সমস্ত চার্জ যাতায়াত খরচ সবকিছু কতৃপক্ষ বহন করেন। তবে এই মিলনমেলার খরচটায় অন্তত আমাদের সবাইকে সম্পৃক্ত করতে পারতেন। যাই হোক সোনেলা পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ইঞ্জা
সত্যিকার অর্থে এই প্রথম জম্পেস এক মিলনমেলা পেলাম আমরা, যার সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাত্র আপনার প্রাপ্য, ধন্যবাদ ভাইজান, ভালোবাসা সকল ব্লগারের পক্ষ থেকে।
রেহানা বীথি
আন্তরিক আয়োজনে মুগ্ধ হয়েছি। শুভকামনা সোনেলার জন্য।
সাবিনা ইয়াসমিন
চমৎকার আয়োজনে সফল-সুন্দর একটি মিলনমেলা উপহার দেয়ার জন্য ব্লগ সঞ্চালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগত সকল ব্লগারদের প্রতি শুভেচ্ছা রইলো। আশা করছি এবারের মিলনমেলায় আমরা যারা উপস্থিত হতে পারিনি, আগামীতে মিলিত হতে পারবো।
শুভ কামনা রইলো সোনেলা পরিবারের সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যে 🌹🌹
নাজমুল হুদা
সোনেলা এগিয়ে যাক প্রিয়জনদের সোনালী হাতে ধরে।
আগামীর ইতিহাস সৃষ্টিতে সোনেলা হোক স্বপ্নবাহক
আরজু মুক্তা
সোনেলা সোনালী আলোয় উদ্ভাসিত হোক।
সঞ্জয় মালাকার
আমি আশাবাদি, একদিন সোনেলার দিগন্তে জলসিঁড়ির ধারে আমিও মিলিত হবো প্রাণের প্রিয় সব লিখক ব্লগারদের সাথে।
।শুভ হোক সোনেলার সোনালী দিন গুলো।
সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা //
সিকদার সাদ রহমান
মেলায় উপস্থিত থাকতে পারিনি। খুব খারাপ লেগেছে। আশাবাদী সাম্নের মেলায় থাকবো।
আলমগীর সরকার লিটন
সত্যই সোনেলা এর সাথে যোগ হতে পেরে
খুবি ভাল লাগছে সবাই কে অনেক শুভেচ্ছা জানাই
তৌহিদ
সফলভাবে সোনেলার মিলনমেলা আয়োজন সম্পন্ন করার জন্য ব্লগ কর্তৃপক্ষ এবং উপস্থিত সকল ব্লগারদের অভিনন্দন জানাচ্ছি। পরেরবার আরো বড় পরিসরে এমন আয়োজন হবে এবং আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।
যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
সবাইকে অনেক শুভেচ্ছা।
উর্বশী
একদিন সোনেলার জলসিঁড়ির ধারে আমিও হাজির হবো। যে মিলন মেলার সোনালী আলোয় বিচ্ছুরিত হবে আমার পুরানো কোনো গীত। যা আমি ছাড়া কেউ শুনতে পারবেনা,বা দেখতেও পাবেনা। হয়তো এগিয়ে যাব সংগ্রামী আর একটি ধাপ।মিলন মেলা সফল হয়েছে জেনে ভাল লাগলো। সকলের জন্য অফুরান শুভ কামনা।