সত্যের বেলুন

পারভীন সুলতানা ১৭ আগস্ট ২০১৫, সোমবার, ০৮:১৮:১৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

একটি ছোট্ট শিশুকে দেখলাম,
আমার মন আঙ্গিনায়,
লম্বা সূতার প্রান্ত ধরা মুঠোয় ;
বহুরঙ্গা এক ত্রিকোণ গ্যাস বেলুন প্রান্ত সীমায় ।
কতই’বা বয়স হবে তার পাচ কি’বা ছয়
মিটি মিটি হাসে যখন তখন
চোখে তার অপার বিস্ময় ।
বুদ্ধ কেন ঘর ছাড়ে আলোকজ্বল পূর্ণিমায়,
চাঁদের বুড়ি কি কোন মন্ত্র শিখিয়ে দিয়েছিল তায়;
তবে কি পূর্ণিমা অসহ্য আলো বর্ষায় !
শিশুটি মুচকি হাসে
ফুলের দিকে হাত বাড়ায় ।
খাদ্যশুন্য পাথুরে পাহাড়, সেখানেও অগুনতি প্রাণ
পাথুরে ফুলে মাদকতা যদিও নিরেট জীবন
তবুও পাহাড় অহনিশ জীবনকে করে আহ্বান ।
শিশুটি আপন মনে কাঁদে
সূর্য কেন পূবে উঠে, পশ্চিমে অস্ত যায় ,
নারী কেন গর্ভ ধরে, পুরুষ কেন নয় ;
নারী যখন বারাঙ্গনা, অসতী পুরুষের নেই দায় !
শিশুটি ঘুমিয়ে পড়ে ,
হৃদয় থেকে মাথায় ভর করে
ভালোবাসা , ভালোবাসা গ্যাস বেলুনে ভরে
সত্যের পান্ডুলিপি ফাটে একমাত্র ফুঁৎকারে।
৪/০৫/১৫

১৩৯৩জন ১৩৯৩জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ