একটি ছোট্ট শিশুকে দেখলাম,
আমার মন আঙ্গিনায়,
লম্বা সূতার প্রান্ত ধরা মুঠোয় ;
বহুরঙ্গা এক ত্রিকোণ গ্যাস বেলুন প্রান্ত সীমায় ।
কতই’বা বয়স হবে তার পাচ কি’বা ছয়
মিটি মিটি হাসে যখন তখন
চোখে তার অপার বিস্ময় ।
বুদ্ধ কেন ঘর ছাড়ে আলোকজ্বল পূর্ণিমায়,
চাঁদের বুড়ি কি কোন মন্ত্র শিখিয়ে দিয়েছিল তায়;
তবে কি পূর্ণিমা অসহ্য আলো বর্ষায় !
শিশুটি মুচকি হাসে
ফুলের দিকে হাত বাড়ায় ।
খাদ্যশুন্য পাথুরে পাহাড়, সেখানেও অগুনতি প্রাণ
পাথুরে ফুলে মাদকতা যদিও নিরেট জীবন
তবুও পাহাড় অহনিশ জীবনকে করে আহ্বান ।
শিশুটি আপন মনে কাঁদে
সূর্য কেন পূবে উঠে, পশ্চিমে অস্ত যায় ,
নারী কেন গর্ভ ধরে, পুরুষ কেন নয় ;
নারী যখন বারাঙ্গনা, অসতী পুরুষের নেই দায় !
শিশুটি ঘুমিয়ে পড়ে ,
হৃদয় থেকে মাথায় ভর করে
ভালোবাসা , ভালোবাসা গ্যাস বেলুনে ভরে
সত্যের পান্ডুলিপি ফাটে একমাত্র ফুঁৎকারে।
৪/০৫/১৫
২০টি মন্তব্য
ব্লগার সজীব
ভালো লেগেছে আপু,সত্য উচ্চারণ।
পারভীন সুলতানা
ধন্যবাদ অনেক
তানজির খান
খুব ভাল লেগেছে। আপনার লেখা পড়লেই শিখতে পাড়ি। ধন্যবাদ এমন সুন্দর লেখা আমাদের উপহার দেবার জন্য।
পারভীন সুলতানা
আপনাকেও গুচ্ছ গুচ্ছ ধন্যবাদ।
অরণ্য
(y) ভাল লাগলো লেখাটি।
“সত্যের পান্ডুলিপি ফাটে একমাত্র ফুঁৎকারে” – অসাধারণ। 🙂
পারভীন সুলতানা
অনেক ভালবাসা আর ধন্যবাদ ছাড়া কিছুই যে দেবার নেই আমার ।
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন আপু। 🙂
পারভীন সুলতানা
খুশি হলাম অনেক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বরাবরের মত এবার কবিতাটি তাৎপর্যপূর্ন। -{@
পারভীন সুলতানা
আপনাদের ভাল লাগ্লে উৎরে যাই আমি ।
মেহেরী তাজ
বেশ ভালো লিখেছেন আপু।
আপু কি খুব ব্যস্ত নাকি?
ব্লগে খুব কম দেখি। 🙁
পারভীন সুলতানা
হ্যা ইদানিং একটু সাংসারিক ঝামেলায় আছি ।
জিসান শা ইকরাম
কঠিন কিছু সত্য প্রকাশ পেয়েছে কবিতায়।ভাল লেগেছে।
পারভীন সুলতানা
আমি সম্মানিত বোধ করছি
অনিকেত নন্দিনী
ভালোবাসা গ্যাস বেলুনই বটে! উড়তে উড়তে সাত আকাশের উপরে নিয়ে আচমকা ফেটে গিয়ে অস্ত্বিত্বকে কোথায় ছিটকে ফেলে দেয় তার হদিশ থাকেনা।
কাব্যে কাব্যে সত্যপ্রকাশ।
পারভীন সুলতানা
কাব্যত সত্যই , কেননা এত আপনার আমার উপলব্ধি ।
শুন্য শুন্যালয়
অসাধারন একটি কবিতা পড়লাম আপু। শেষ লাইনটা বহুদিন মনে রাখার মত। চমৎকার।
পারভীন সুলতানা
এত সম্মান রাখি কই , আমি যে এর উপযুক্ত নই ।
সাবরিনা
বাহ্ বহু দিন পর একটি অন্য ধাঁচের কবিতা পড়লাম। শব্দের আড়ালে ভাবের প্রকাশ চমৎকার।
পারভীন সুলতানা
আমি অনুপ্রানিত । ধন্যবাদ ।