সঙ্গতা প্রেম নয়

সাদিক মোহাম্মদ ২৪ আগস্ট ২০১৪, রবিবার, ১২:১০:৫৭পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

জানি সঙ্গতা প্রেম নয়
আকাঙ্ক্ষার জৌবিক প্রার্থনা
বিযুক্ত অস্তিত্বের পুলক

মোহ কেটে গেলে
বাতুল চোখের স্বপ্ন নিভে যায়
বুকের শাশ্বত শূন্যতা
খুঁজে ফেরে ভিন্ন পাড়ের প্রাচুর্য
অধরা সুখ
স্বস্তির নতুন ঠিকানা

আকুতি ফুরোলে শেষে
সাতনরী-প্রণয়
ধীরে ধীরে গলার ফাঁস হয়ে ওঠে

৪৭২জন ৪৭২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ