জানি সঙ্গতা প্রেম নয়
আকাঙ্ক্ষার জৌবিক প্রার্থনা
বিযুক্ত অস্তিত্বের পুলক
মোহ কেটে গেলে
বাতুল চোখের স্বপ্ন নিভে যায়
বুকের শাশ্বত শূন্যতা
খুঁজে ফেরে ভিন্ন পাড়ের প্রাচুর্য
অধরা সুখ
স্বস্তির নতুন ঠিকানা
আকুতি ফুরোলে শেষে
সাতনরী-প্রণয়
ধীরে ধীরে গলার ফাঁস হয়ে ওঠে
৬টি মন্তব্য
সাবালক
খুব কঠিন সুন্দর করে কবিতা লিখেন আপনি। অনেক শব্দের অর্থ বুঝতে পারিনি।
সাদিক মোহাম্মদ
যা বুঝতে পারেন নি তার জন্য দুঃখিত… @ সাবালক
শুন্য শুন্যালয়
সত্যিটাই বলেছেন। সুন্দর…
সাদিক মোহাম্মদ
অফুরান ধন্যবাদ… @ শুন্য শুন্যালয়
পাগলা ঘন্টা
সত্যের দুর্দান্ত ব্যাবহার । চমৎকার
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা @ পাগলা ঘণ্টা