এই সেই রাজপথ চির চেনা ভোর
টিপটিপ বৃষ্টি, আবেগের ঝড়
এই সে নগর বাঁক, ভুলে ভরা কত হাঁক
পবিত্র পিশাচের সিনথেটিক অধর,
সব টা’ই আমাদের ঢাকা’র শহর।
হাজার বন্ধ গলি, হাঁসফাঁস প্রাণ কলি
থোকা থোকা রড সিমেন্ট, পাথুরে প্রান্তর।
অথবা সে খোঁড়া শিশু, পত্রিকা হাতে যীশু
জল চোখ আকুতির টাকা আনা পাই
হারাই- হারাই। শালিকের ঘর- সব আজ পর।
মানবিক সভ্যতা কবেই নিথর !
আমি, তুমি – ডিজিটাল নীল বালুচর,
তবু সে’ই ভালবাসা- ঢাকা’র শহর।
৯টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
বাহ! কবিতায় ভালোলাগা।
আবু জাঈদ
কবিতা তো ভালবাসার প্রতিশব্দ
জিসান শা ইকরাম
ঢাকা শহরকে ভালো ভাবেই তুলে এনেছেন । (y)
আপনি ভালো বাসলেও আমি ভালো বাসিনা ঢাকাকে ।
লেখা যদি ইচ্ছে করে বোল্ড না করে থাকেন , তবে কপি পেস্ট করার পূর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করুন । এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ।
আবু জাঈদ
লেখাটা অনিচ্ছাকৃত বোল্ড হয়েছে, ধন্যবাদ
ছাইরাছ হেলাল
নিথরতায় ও ভালবাসা খুঁজে পেয়েছেন দেখে ভালই লাগল ।
অনিয়মিত হয়ে পড়লেন কেন ?
আবু জাঈদ
কি করব বলেন , প্রাণের শহর যে 🙂
খসড়া
ভাল।
নীলকন্ঠ জয়
ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। ভালো লাগলো।
মা মাটি দেশ
(y) -{@