সকাল শহর

পাগলা জাঈদ ১৭ নভেম্বর ২০১৩, রবিবার, ০৭:৫০:৪০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

এই সেই রাজপথ চির চেনা ভোর
টিপটিপ বৃষ্টি, আবেগের ঝড়
এই সে নগর বাঁক, ভুলে ভরা কত হাঁক
পবিত্র পিশাচের সিনথেটিক অধর,
সব টা’ই আমাদের ঢাকা’র শহর।

হাজার বন্ধ গলি, হাঁসফাঁস প্রাণ কলি
থোকা থোকা রড সিমেন্ট, পাথুরে প্রান্তর।
অথবা সে খোঁড়া শিশু, পত্রিকা হাতে যীশু
জল চোখ আকুতির টাকা আনা পাই
হারাই- হারাই। শালিকের ঘর- সব আজ পর।

মানবিক সভ্যতা কবেই নিথর !
আমি, তুমি – ডিজিটাল নীল বালুচর,
তবু সে’ই ভালবাসা- ঢাকা’র শহর।

৪৭৫জন ৪৭৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ