এ সময়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে ফিরে দেখি ফেলে আসা,হাতছানি দিয়ে ডেকে নেয়া সোনালী সকাল রক্তাক্ত বিকেলে।হিসেববিহীন শূন্য চোখে চোখ ফেলি নিঃসীম আকাশে মেঘের ডানায়।জেগে দেখা স্বপ্নে বিভোর হই,হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও,আলো হও পরীবানুর সজল চোখের আনন্দবানে বেজে ওঠা কাঁচের চুড়িতে।
ডান বাম-হীন ঘড়ির কাটা এক ফুঁ এ নিভিয়ে দিয়ে ভাবনার চামচে উল্টে-পাল্টে দেখি কুরুশকাঁটায় বোনা স্মৃতিঘন্ট মরিচ চোখের হাসি-কান্নার ছলে। তবুও ফিরে আসি,ফিরে ফিরে দেখি শার্সির পর্দা সরিয়ে কাচ বিরতির শেষে।
সকালশেফালীর গন্ধ শুঁকে খঞ্জনার গান শুনি,ভাবনায় চোখ ফেলে রাখি কুটুম বাড়ির পিঠে-পায়েসের আশায়।
স্বাগত হে শিশির-সকাল ২০১৫
৪৬টি মন্তব্য
শান্তনু শান্ত
ভালো কাটুক নতুন বছর। নূতন বছরের জন্য শুভকামনা রইল।। -{@
বনলতা সেন
আপনার জন্য ও নূতন বছরের শুভেচ্ছা।
অরণ্য
“হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও,আলো হও পরীবানুর সজল চোখের আনন্দবানে বেজে ওঠা কাঁচের চুড়িতে।” – খুব ভাল লাগলো।
বনলতা সেন
আপনাকে শুভেচ্ছা।
লীলাবতী
কত সুন্দর নববর্ষের শুভেচ্ছা দিলেন আপনি। আমি শুধু > শুভ নববর্ষ বনোদি -{@ 🙂
বনলতা সেন
আপনার শুভেচ্ছা এর থেকেও সুন্দর। আপনাকেও নব-বর্ষের শুভেচ্ছা।
ব্লগার সজীব
নববর্ষের শুভেচ্ছা আপনাকে প্রিয় ব্লগার -{@
বনলতা সেন
আপনাকেও নব-বর্ষের শুভেচ্ছা। ভাল থাকুন।
প্রহেলিকা
স্বাগত হে শিশির সকাল। শিশির সকালের মতোই হোক প্রতিটি সকাল। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।
বনলতা সেন
আপনাকেও শিশিরের শুভেচ্ছা এই বর্ষের শুরুতে।
শুন্য শুন্যালয়
ডান বাম হীন ঘড়ির কাঁটা এক ফুঁ এ নিভিয়ে?
কুরুশকাঁটায় বোনা স্মৃতিঘন্ট?
এই আপনি ঘুমান? নাকি জেগে জেগে শব্দ বোনেন? কি সুন্দর এক নববর্ষ শুভেচ্ছা!!! কিন্তু আমার জন্য কই? শিশির দিন পেড়িয়ে শীত পায়েস বানানোর অই উনুন থেকে উত্তাপ চলে আসে এখানে, এই আমার সকালে।
নববর্ষের অনেক শুভেচ্ছা প্রিয় বুনো দি… পরীবানুর কাঁচের চুড়ি এমনি রিনিক ঝিনিক বাজুক আমার মনেও, যেমনটি আপনার লেখায়…
শুন্য শুন্যালয়
আপনার মনেও হবে :p বছর শুরুই হলো ভুল দিয়ে, মন্দ নয় ..
বনলতা সেন
না না, ভুল হয়নি একটুও ঠিকই লিখেছেন,বরং এখানে ভুল হয়েছে।
বনলতা সেন
শব্দ আমি বানাতে পারিনা, নকল করি মাত্র। আপনার চারপাশে ও এর থেকে অনেক সুন্দর শব্দ ঘুরে
বেড়াচ্ছে। আপনি ধরছেন না ইচ্ছে করে। আপনি এর থেকেও অনেক সুন্দর শব্দ জানেন।
“সকালশেফালীর গন্ধ শুঁকে খঞ্জনার গান শুনি,ভাবনায় চোখ ফেলে রাখি কুটুম বাড়ির পিঠে-পায়েসের আশায়।”
এ পুরো লাইনটি আপনার জন্য।ত্রস্ত হুড়োহুড়ি করে হুটোপুটি খেলে এমন সুন্দর শুভেচ্ছা এড়িয়ে যাওয়ার ই কথা।
রিনিক-ঝিনিক শব্দ এখানেও পৌছে গেছে। শুভেচ্ছা তো দিয়েই ফেলেছি।
শুন্য শুন্যালয়
আপনার শুভেচ্ছা আমি এড়িয়ে যাইনি, এজন্যই বলেছি, আমার জন্য কই? আমার এখানে যে ভীষণ উত্তাপ, শিশির সকাল হাওয়া। তবে না বুঝলে বুঝিয়ে দেবার জন্যই তো আপনি, শুধু বকাঝকা করে 🙁 হুড়োহুড়ি হুটোপুটি থেমে গেলে, সেও সহ্য হবেনা, আগাম বলে রাখলাম।
শুন্য শুন্যালয়
লেখাতে বুনো’দির অপেক্ষা নজরে এলো। ফেলে আসা মুহূর্ত, সেই সে আলো। আসবেই বুনো’দি। ছেড়ে যায়নি সেই সে সময় কখনই আমাদের। ভাল থাকবেন অনেক।
বনলতা সেন
আপনি ভাল থেকে অনেক করে লিখুন আমাদের জন্য।
শুন্য শুন্যালয়
লিখবো দি। পড়ছি, দেখছি, শিখছি। পথ অনেক দূর…
রিমি রুম্মান
স্বাগত হে শিশির-সকাল ২০১৫___ লাইনটি খুব মনে ধরেছে। শুভেচ্ছা নতুন বছরের।
বনলতা সেন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা নূতন বছরের।
ছাইরাছ হেলাল
আমাদের জন্য সহজ একটি ভার্সন থাকলে মন্দ হয় না।
চোখের সামনে এমন লেখা দেখতে মন্দ লাগে না।
বনলতা সেন
এর থেকে সহজ কিছু হয় না।
শুভেচ্ছা আপনাকে।
মরুভূমির জলদস্যু
নতুন বছরের শুভেচ্ছা রইলো -{@
বনলতা সেন
আপনাকেও শুভেচ্ছা।
মিথুন
আপু আপনার বাড়িতে আমার পিঠে-পায়েসের দাওয়াত, কবে আসবো বলুন? পুরো লেখাতে শিশির সকালের শুভ্রতা, একান্তই বনলতা আপুর। নববর্ষের সকালে মিঠে রোদের রোদেলা শুভেচ্ছা আপনাকে——–
বনলতা সেন
আমি ভাই একজনের পিঠে-পায়েসের দিকে চোখ ফেলে বসে আছি যদি কিছু পাই।
আপনি সেখানে আমন্ত্রিত।
আপনাকেও শুভেচ্ছা, রোদেলা কিনা তা বুঝছি না।
নুসরাত মৌরিন
নতুন বছরে অনেক অনেক শুভকামনা… 🙂
বনলতা সেন
আপনার জন্য অনেক শুভকামনা।
থার্ড পার্সন পুরাল
এ সময়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে ফিরে দেখি ফেলে আসা,হাতছানি দিয়ে ডেকে নেয়া সোনালী সকাল
রক্তাক্ত বিকেলে।হিসেববিহীন শূন্য
চোখে চোখ ফেলি নিঃসীম আকাশে মেঘের ডানায়।জেগে দেখা স্বপ্নে বিভোর হই,হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও ।
খুব ভাল লাগলো লাইনগুলো ।।
নতুন বছরেই এমন ভাল লাগা একটা লেখা দিয়ে সত্যিই নববর্ষের শুভেচ্ছা টা অনেক ভাল লাগলো ।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল ।
বনলতা সেন
আপনার ভাল লেগেছে এতেই অনেক আনন্দ। আপনাকেও শুভেচ্ছা নববর্ষের ।
শুন্য শুন্যালয়
ঢাকঢোল পিটিয়ে নিজেদের হাফ সেঞ্চুরী পোস্ট উদযাপন করলাম, আর আমার বুনোদির অর্ধশত পোস্ট কারো নজরেই এলো না, খুব খারাপ কথা। অভিনন্দন প্রিয় বুনো’দি। আরো এমনি 50 টি পদ্ম ফুঁটিয়ে তুলুন জলহংসের সাঁতরে যাওয়া ঢেউয়ে। -{@
বনলতা সেন
আপনি আমর একমাত্র কুটুম সেটি আবার ও প্রমাণিত।ঢাক ঢোলের আমার দরকারই নেই।
সেতো আমি নিজেই পিটাতে পারি। দেরিতে বলার জন্য ও ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
নববর্ষের শুভেচ্ছা রইলো–
শুভ হোক ২০১৫..
বনলতা সেন
আপনাকেও শুভেচ্ছা এই নববর্ষের।
নীলাঞ্জনা নীলা
খুবই সুন্দর বর্ষবরন। নববর্ষের শুভেচ্ছা বনলতা সেন -{@ ৫০ তম পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভ কামনা -{@
বনলতা সেন
আপনার জন্য অনেক শুভেচ্ছা এই নববর্ষে ।অভিনন্দন আপনাকেও।
মেহেরী তাজ
স্বাগত হে শিশির-সকাল ২০১৫ বনলতা আপু। https://sonelablog.com/archives/26092/10906109_611682558936826_3684267784466221621_n (আমার তোলা শিশির ভেজা একটি ছবি দিলাম আপনাকে) হাফ সেঞ্চুরী করার জন্য অভিনন্দন আপু -{@
বনলতা সেন
ছবি দেখলাম,পেলাম অভিনন্দন। খুব ভাল লাগল।
লীলাবতী
অর্ধ শত পোষ্ট নীরবেই উদযাপিত।অদ্ভুত মানুষ আপনি।বলবেন তো আমাদের।শুভেচ্ছা ও অভিনন্দন -{@
বনলতা সেন
আপনাদের ও শুভেচ্ছা। এ এমন কিছু না ঘটা করে জানানোর।
ব্লগার সজীব
হাফ সেঞ্চুরী পোষ্ট উদযাপন করতে পারলামনা,এইডা কিছু হইল? অভিনন্দন -{@
বনলতা সেন
সমস্যা নেই ,পরে আমরা করে নেব । মনে রেখেছেন তাতেই অনেক।
স্বপ্ন
শুভ নববর্ষ বনলতা আপু।৫০ তম পোষ্টের জন্য অভিনন্দন -{@
বনলতা সেন
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
স্বাগত নববর্ষ
আপনাকে শুভেচ্ছা দিদি
বনলতা সেন
নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। অনেক দিন পর আপনাকে দেখলাম।