বৃষ্টির ছোঁয়ায় নাইট কুইনের পরাগরেণু জুবুথুবু,
আধখানা মৃগাঙ্ক বিনাতারে আলোকিত করেছে মনন-দ্বার।
সেইপথে সঙ্গী হয়েছে প্লাজমা দশাস্থিত উজ্জ্বলতর, সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড।
রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে-
শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী।
শেষপ্রহরের আলো-আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে;
প্রভঞ্জনে তরঙ্গায়িত আশার দ্বিধার দোলাচল-
কৃষ্ণকালো সরোবরে বিম্বের সন্তরণ আশাবরী-মূর্ছনায়।
পঙ্কিলতায় ডুবে গেছে কাঁচ-চোখের আঙ্গিনা,
শিড়দাঁড়া বেয়ে শীতল অনুভূতির সর্পিল চলাচল।
আঁধারের বনলতারা হারিয়ে যায় মিশরের সুপ্রাচীন নীল-নদের অববাহিকায়;
রাতের তিনপ্রহরে ভেসে আসে করুণ আর্তনাদের নিরাকার প্রহেলিকা –
দীর্ঘশ্বাসের বিটপী শ্রাবণধারায় লকলকিয়ে বেড়ে ওঠে ওষ্ঠের প্রাচীর চুমে।
দ্বিভূজের কোণে স্বরদায়িণী বীণায় আছড়ে পড়ে নীহারিকা-কণা।
মৃগনাভিতে আত্নার ক্রন্দন উপহাসের সুগন্ধি ছড়ায়।
৩৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে-
শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী।”
নাইট কুইন ফুলেল সৌরভে মোহিত করে তোলে
নাইট কুইনের সার্থক রূপায়ন দিদি।
ভাল থাকবেন। দিদি শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা। প্রথম হলেন অনেক দিন পর এজন্য অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন দিদি
স্বপ্ন নিয়ে ঈদের ছুটিতে
অলস বসে আছি।
তাইতো এবার সুযোগ পেয়ে
১ম হয়ে নাচি।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা দাদা! তাহলে নাচুন বেশি করে। শুভ কামনা রইলো
ইসিয়াক
ওয়াও! কি চমৎকার কবিতা। দারুণ শব্দ চয়ণ কবিতাটিকে অন্য মাত্রায় পৌছে দিয়েছে। শুভকামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে চেষ্টা করি ভাল লেখার। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
তিন প্রহর কিন্তু সুন্দর বলেছেন, এই ফুলটির ক্ষণস্থায়িত্ব মেনে নিতে মন সায় দেয় না.
আমার পছন্দের ফুল নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এর সৌন্দর্য উপভোগ করার আগেই নেতিয়ে পড়ে। তখন এতো কষ্ট লাগে, একটা ফুলেই বারান্দা ভরে যায় এমনই তার রুপ, গন্ধ, আকার। যতবার ফুটে ততোবারই মুগ্ধ হয়ে যাই। এবার একসাথে পাঁচটা কলি এসেছিল এখন চারটা সুস্থ আছে, দুএকদিনের মধ্যেই ফুটবে। আরো নতুন কুড়ি বের হচ্ছে। আপনার প্রিয় জেনে খুব ভাল লাগলো। ঈদের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা
সুরাইয়া পারভীন
নাইট কুইন আমারও পছন্দের ফুল
এতোটায় পছন্দের যে নিজেকে ই নাইট কুইন ফুল ভেবে ভুল করে বসি। কতশত বার যে এই ফুলের প্রেমে পড়েছি
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার না শিউলি ই শুধু ভালো লাগে? তবে এর সৌন্দর্য উপেক্ষা করার ক্ষমতা আশা করি কারোরই নেই
সুরাইয়া পারভীন
শিউলি প্রিয় ফুল
তবে তা হতে ইচ্ছে করেনি
কিন্তু কতশত বার যে নাইট কুইন হতে ইচ্ছে করছে বলে শেষ করা যাবে না
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
প্রতিটি শব্দ মনে হচ্ছে প্রকৃতির দান!
সত্যিই দিদি
বেশ ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। সতত শুভ কামনা
নিতাই বাবু
রাতের তিনপ্রহরে ভেসে আসে করুণ আর্তনাদের নিরাকার প্রহেলিকা –
দীর্ঘশ্বাসের বিটপী শ্রাবণধারায় লকলকিয়ে বেড়ে ওঠে ওষ্ঠের প্রাচীর চুমে।
আপনার কবিতার আত্ম চিৎকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকা কেউ যাতে শুনতে পায়!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর, চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
রিয়েল আবদুল্লাহ
অনেক সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সৌবর্ণ বাঁধন
খুব সুন্দর হয়েছে কবিতাটা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অহর্নিশি
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লেগেছে।
শুভেচ্ছারইল। ঈদ মুবারক!
সুপর্ণা ফাল্গুনী
খুব খুব খুশি হলাম ভাইয়া। নিরাপদে থাকুন সুস্থ থাকুন।সতত শুভ কামনা
সুরাইয়া পারভীন
ক্ষণকালের তরে ফুটে
তার পরিপূর্ণ সৌন্দর্যে আকৃষ্ট ও মুগ্ধ করতে না পারার যন্ত্রণার করুণ আর্তনাদ
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর মন্তব্য সবসময় ই ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা রইলো
সাদিয়া শারমীন
আপনার শব্দ চয়ন এত সমৃদ্ধ যে আমি মুগ্ধ! ধন্য হে কবি। ভালোবাসা রইলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। মুগ্ধ করতে পেরেছি জেনে খুব খুশি লাগছে। ভালোবাসা অবিরাম। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
জীবনটা নাইটকুইনের মতই সীমিত আসলে। সীমিত সময়ে কত জানা অজানা ঘটন অঘটন ঘটে যাচ্ছে কেউ দেখেও দেখছেনা আর কেউ দেখতে পেলেও চোখ বুজে আছে। এ যেন এক নির্মম পরিহাস!
আবারো অতি চমৎকার শব্দচয়নে আপনার এই লেখাটি মন ছুঁয়ে গেল আপু। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার অসাধারণ মন্তব্যে আবার ও মুগ্ধ হলাম ভাইয়া। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
আঁধারের বনলতারা হারিয়ে যায় মিশরের সুপ্রাচীন নীল-নদের অববাহিকায়;
চমৎকার কবি দিদি——–
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা রইলো। ভালো আছি। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন। অহর্নিশি শুভকামনা
উর্বশী
মন ছোঁয়া লেখনি আপু। এত সুন্দর শব্দের বিন্যাস ঘটিয়েছেন প্রতিটি লাইনে, দ্বিতীয়বার পড়ার ইচ্ছে শক্তিটা রয়ে যায়। শেষপ্রহরের আলো– আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে। অপূর্ব লেখা। প্রতিটি লাইন এক একটি স্তবক হতে পারে। অনেক শুভ কামনা রইলো আপু। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু লেখাটি এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য। খুব ভালো লাগলো আপনার এই আন্তরিকতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত