যারা সারাবছর ঘাপটি মেরে বসে থেকে ঠিক রেজাল্টের দিন এসে কষ্ট করে খোঁজ নেন আর দুচারটা নীতি বাক্য শুনান তাদের🧐 , যারা নিজের মেয়েকে এ যুগের মেয়ে বলেন আর বার বার সবার মা’কে মনে করিয়ে দেন “আল্লাহ্‌ , ভাবি আপনার মেয়ে কতো বড় হয়ে গেছে বিয়ে দিবেন না ?’ তাদের😱 ,
যারা নিজের বৌ এর কেলানি খেয়ে অন্যকে বলেন ” বৌকে এতো লায় দিস না মাথায় উঠবে” তাদের🤔 ,
অফিসের রাগ বৌ এর উপর ঝাড়েন তাদের🤓
আর যারা সারাক্ষণ নিজের মুখখানা খরচ করে সারাজীবন কষ্ট করে শ্রম দিয়ে পরনিন্দা নামক কারখানাটা চালু রাখছেন তাদের🤪 সবাইকে আমার মনের গভীর থেকে
🙄” শ্রমিক দিবসের শুভেচ্ছা ” 🙃

-গালিবা ইয়াসমিন
(০১/০৫/২০১৮)
১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ