মানবতার বাগানে শ্বেত-ভালুুকের দাপাদাপি
আর শ্বেত-সন্ত্রাস চলবে কতকাল—
দেখবো কত আর হৃদয়ের রক্তক্ষরণ
কিংবা আহত পায়রার ব্যর্থ উড়াল
আর কতদিন প্রভূ আর কতকাল?
কাগুঁজে বাঘের মতো লক্ষ বিবেক
কতকাল বলো থাকবে বিবেকহীন
এত রক্তের আঁখরেও দেখবোনা কি
অনাগত অনাবিল সেই সুখের চিন্।
আর কতকাল প্রভূ আর কতদিন।।
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার
চৌদিকে নাচে নিঃলাজ দূরন্ত কীট
নিরেট দেয়ালেও ঠেকলো যে পিঠ
এত রক্তক্ষরণ প্রভূ আর কত আর?
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার।।
রক্তে রক্তে ভরে গেলো সিন্ধু-ফোরাত—-
ক্ষণেক্ষণে ওঠে আর ছোটে রক্তের বান
তোমায় ছাড়া কারেও ডাকেনা আর
ইরাক ফিলিস্তিন ইথিওপিয়া আফগান!
প্রভূ, মানবতা আজ পরাজিত পেরেশান।।
৬টি মন্তব্য
খসড়া
এসব ভয়াবহ ছবি আতংকিত করে শুধু, হত্যাযজ্ঞ কি বন্ধ হয়?
শাহ আলম বাদশা
এটাতো ছবি আর বাস্তবতা কতো ভয়ঙ্কর ? ওদের থামানোর কি কেউ নেই?
শুন্য শুন্যালয়
এই ভয়ংকর রূপের বিরুদ্ধে তীব্র ঘৃনা জানাই, আর কি কিছু করার আছে?
এমন ছবি না দিলেই ভালো ভাইয়া, এ ভয়ংকর রূপ আমাদের চোখের সামনে অহরহই কি হচ্ছে না?
শাহ আলম বাদশা
না না, এমন ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটছে কই-যা ২/৪টি তা এতো ভয়ঙ্কর নয়। আর এসব না দেখলে আমাদের অনেকেরই বিবেক জাগেনা
লীলাবতী
এমন হত্যার তীব্র প্রতিবাদ জানাই ।
শাহ আলম বাদশা
প্রতিবাদছাড়া আমাদের কীইবা করার আছে