জানি, তোমাদের অনেকেই
শোকে মুহ্যমান আজ।
তবে আমি শোক করবোনা কোনও।
আজ আমার মনে শুধুই ঘৃণা আর
সর্বগ্রাসী ক্রোধের দাউ দাউ আগুন জ্বালছি
সেইসব নব্য সীমারের নির্মম ধ্বংস কামনায়।
অন্তঃসত্ত্বা ভাতৃবধুর কসম!
স্নেহময়ী মাতার ছায়ার কসম!
“তোমাদের পায়ে পড়ি!
আমাকে তোমরা মেরোনা…”
অবোধ শিশুর আকুল আকুতির কসম!
আমি আজ শোক করবোনা কোনও।
আজ আমি ঘৃণা করবো
সেইসব নপুংসকদের,
পিতৃপরিচয় ভুলে যারা
মচ্ছব করে রঙ্গীন মিথ্যের!
আজ আমি ক্রোধে উণ্মত্ত হয়ে,
অভিশাপ দেব পিতৃহন্তা, শিশুহন্তা
সেসব নরকের নোংরা কীটেদের,
যারা হত্যা করতে চেয়েছিল
একটি মানচিত্রকে, একটি পতাকাকে!
না, আজ আমি শোক করবোনা কোনও!
আজ শুধুই
আমার ঘৃণা করবার,
ক্রোধে উণ্মত্ত হবার দিন।
৩টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এদের ঘৃণা জানাবার ভাষাও যে নেই।
যারা জন্মই মানতে চায়না,তাদের পিতৃ পরিচয় কি?
শোক লেখো ঘৃনায় ও ক্রোধে।
বোকা মানুষ
ঠিক বলেছেন
জিসান শা ইকরাম
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতশে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?