শোক এর এই দিনে

জিসান শা ইকরাম ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ০১:৩৭:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতার মৃত্যু পরবর্তী সময়ে কেউই চিন্তা করতে পারেনি – এই বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে।

১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর পর যেসব শকুন পালিয়ে ছিল- তারা সব বেড়িয়ে আসতে লাগলো । ১৫ আগস্ট ভোরেই মৃত্যুর উল্লাস মিছিলে নেতৃত্ব করতে দেখেছি – পালিয়ে থাকা রাজাকার,শান্তি কমিটি আর মুসলিম লীগ নেতাদের। ওই কিশোর বয়সেই তখন বুঝে গিয়েছি- জাতীয় পতাকা খামচে ধরা সেই পুরান শকুনদের আবার উত্থান হচ্ছে। রাজাকাররা ৭৫ এর পনেরই আগস্ট সেই যে গর্ত থেকে উঠে এলো তাদের আর গর্তে নেয়া গেলো না। ৯৬ সন পর্যন্ত তারা বীরদর্পে বিচরন করে শিকড় মজবুত করেছে, তাদের শিকড় আর উপরে ফেলা গেলো না।

তারপরেও –
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?
কে আছেন এমন বাঁশিওয়ালা!
যিনি সমগ্র জাতিকে এক সুরে একতাবদ্ধ করতে পারবেন ?

আজ এই দিনে জাতির পিতার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা ।

১জন ১জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ