শৈশব

রিমি রুম্মান ২৬ এপ্রিল ২০১৫, রবিবার, ১০:৪৫:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

আমার শহরে বাবা’র একটি আইসক্রিম ফ্যাক্টরি ছিল। সেখানে কুষ্টিয়ার একজন ম্যানেজার ছিল, যিনি আমাদের ভালোবাসতেন, খোকী বলে ডাকতেন অনেকটা রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা স্টাইলে। আর সেই ভালোবাসা থেকেই আমাদের তিন ভাইবোনের জন্যে স্পেশাল মজার আইসক্রিম বানাতেন নিজস্ব রেসিপি দিয়ে। কিন্তু ততদিনে উপরিভাগের অংশটুকু যে আসলে নারকেল নয়, পাউরুটি__ সেটা আমরা জেনে গেছি। আমাদের আর আইসক্রিম ভালো লাগে না। যখন নিজস্ব ফ্যাক্টরি ছিল না, তখন পাশের দোকান থেকে লুকিয়ে কেনা আইসক্রিম অমৃত মনে হত। আসলে, কোন কিছু যতক্ষণ দূরের থাকে, ততক্ষণই  আকর্ষণ থাকে। কাছের এবং হাতের মুঠোয় পাবার পর আকর্ষণ কমে যেতে থাকে…

খুব ভোরে হকাররা আইস্ক্রিম ভর্তি বাক্স কাঁধে চাপিয়ে গ্রাম-গঞ্জের উদ্দেশ্যে শহর ছেড়ে যেতো। গ্রামের মেঠো পথ, ক্ষেতের আইল ধরে হেঁটে হেঁটে প্রচণ্ড গরমে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সেগুলো বিক্রি করতো। কিছু হকার আইস্ক্রিম ভর্তি গাড়ি নিয়ে শহরময় আনাচে কানাচে ঘুরে বেড়াতো। বেচাকেনা শেষে সারাদিনের বিরামহীন হেঁটে চলা পা’গুলো, ঘেমে-নেয়ে একাকার ক্লান্ত শরীরগুলো সন্ধ্যায় আঁধার ঘনাবার সময়টাতে ফিরে আসতো। দেনা-পাওনা হিসেব-নিকেশ মিটাবার মুহূর্তে ক্লান্তি ভুলে হাসি-গল্পে মেতে উঠতো। অতঃপর স্ত্রী-সন্তানদের কাছে নীড়ে ফিরে যেতো। তাঁদের সন্তানরা, যারা জন্ম থেকেই আর্থিক সংকট চলমান দেখতে দেখতে বেড়ে উঠেছে, তাদের কাছে দু’বেলা অন্নের সংস্থান আগে। যেন বাবাকে কাছে না পাওয়াতে তাদের কোন অতৃপ্তি নেই। বাবা’কে কাছে পাওয়াই বরং তাদের জন্যে একরকম বিলাসিতা ! তবুও তাঁরা হাসি-খুশি ঘুরে বেড়ায়, ডাংগুলি খেলে, কট্‌কটি কিনে খায়। এটি তাঁদের শৈশব…

ছেলেকে নিয়ে এক জন্মদিনের অনুষ্ঠানে যাই। ওর বাবার কাজ থাকাতে যেতে পারেনি। সব বাচ্চারা অনেক হৈ, হুল্লোড়, আনন্দ করে। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছি। পিছনের সীটে বসা ছেলে প্রশ্ন করলো___পার্টিতে সবার বাবা ছিল, আমার আব্বুজি কেন ছিল না ? বাবাকে ছাড়া সে পার্টি এন্‌জয় করেনি, সেটিও জানিয়ে দিলো। এটি জানার পর তাঁর বাবা খুশিতে আত্মহারা। ছেলে তাঁকে মিস করে__ বিশাল ব্যাপার ! সেই থেকে যেদিন পার্টি থাকে, সেদিন সব কাজ ফেলে বাবা তাঁর ছেলেদের সাথেই থাকেন। ছেলেরাও হাসি, আনন্দে মেতে থাকে পুরোটা সময়। এটি ওদের শৈশব …

একই আকাশের নিচে শিশুদের দুই রকম শৈশব ! কি অদ্ভুত__ তাই না ?

 

৬১২জন ৬১২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ