জীবন ঘড়ীটা টিকটিক করে ঘুরছে
কমছে বয়সসীমার গন্তব্য ।
আমি কি কমলি লতার ডগার মত
ডাগর হচ্ছি?
বাইশ বছর বয়সে গুরু বলেছিলেন,
মেয়েমানুষের দিকে তাকাবিনা।
সব আগুনে পুড়বে।
সেই গুরু আজ মেয়ে–মানুষ নিয়ে
সুখি হওয়ার প্রার্থনা করে।
একাকি ভাবি,তখন বড় হয়নি,এখন
পঁয়ত্রিশে বিয়ে করিয়ে কেন
আমায় মারবি?
মেয়েরা আমায় নপুংশক বলে।
বিশোর্ধ বয়স থেকে পঁয়ত্রিশ বছরের
অবদমিত যৌনতার ভার বইতে হয়েছে আমাকে।
গুরু!একি শৃঙ্খলার মাঝে অনিয়ম নয়?
১৬টি মন্তব্য
বনলতা সেন
গুরু কেনো এমন অন্যায় করতে হুকুম দেন ?
এ অন্যায় এর প্রতিবাদ এর ভাষা নেই । ভালো লিখেছেন ।
"বাইরনিক শুভ্র"
গুরুরা এরকমই করে । পড়ার জন্য ধন্যবাদ ।
আদিব আদ্নান
কিছু অনিয়মই নিয়ম এখন ।
"বাইরনিক শুভ্র"
হুম । কিন্তু আমাদের প্রতিবাদ করার সময়ও এখন ।
জিসান শা ইকরাম
৩৫ কি এমন বয়স , আমি তো বিয়ে করলাম ৩০ এ 🙂
গুরুরা এমন কিছু উল্টা পাল্টা বলে। শিস্যরা তা পালন করে ভুগতে থাকে ।
এটাই যেন নিয়ম এখন ।
অনেক অনেক ভালো লাগা শুভ্র ।
"বাইরনিক শুভ্র"
বিয়ের জন্য ৩৫ ও এমন কোন বয়স না । আসলে সমাজ বলেন ধর্ম বলেন আর শিক্ষা ব্যাবস্থা বলেন সবকিছুই আমাদের অবদমন করতে শেখায় । শুধু তাইনা , যারা অবদমন করতে বলে তারাই আবার নিয়মের বাইরে যায় বেশি । আর অবদমনের ফল কখনও ভালো হয় না । এটাই বুঝাতে চেয়েছি ।
শিশির কনা
একটু ভিন্ন রকম , কিছুটা হতাশ , কিছুটা বিদ্রোহ। সব নিয়ে কবিতায় ভালো লাগা।
"বাইরনিক শুভ্র"
পড়ার জন্য ধন্যবাদ ।
যাযাবর
লেখায় ভালো লাগা ।
"বাইরনিক শুভ্র"
পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
পয়ত্রিশ এ ভয় পেলে হবে না ।
"বাইরনিক শুভ্র"
ঠিক বলেছেন । (আমার ৩৫ হতে আরও ১০ বছর লাগবে) ।
সোনিয়া হক
কিছুদিন আগে কবিতা পড়ে নেই , এরপর কবিতা সম্পর্কে মন্তব্য করবো। কবিতা আমি বুঝিই না।
"বাইরনিক শুভ্র"
অপেক্ষায় থাকলাম ।
লীলাবতী
অনিয়ম সব স্থানেই আজকাল। কবিতায় ভালো লাগা ।
"বাইরনিক শুভ্র"
হুম। ঠিক ।