যেখানে যাবার পথে মন ভরে থাকতো অন্যরকম উচ্ছ্বাস আনন্দে,
সেখানে যাবার পথ আজ কেনো এতো দীর্ঘ আর নিরানন্দের___?
একি জীবনের দীর্ঘতম পথ পাড়ি দেওয়া আমার_________?
যেখানে কেটেছিলো শৈশব কৈশোরের প্রাণোচ্ছল শ্রেষ্ঠ সময়গুলো,
সেইস্থান আজ কেমন করে এমন অচেনা অজানা হলো____?
মনের ভেতরের চড়াই-উতরাই ডিঙ্গিয়ে পরিশেষে গন্তব্যে যখন,
প্রবল ঝাঁকুনি ব্যথাতুর ভাবে নাড়া দিয়ে গেলো আমায় তখন।
দুচোখ কেবলই হন্যে হয়ে এখানে ওখানে খুঁজেছে ফিরেছে____
কেউ ছিলোনা কোথাও চিরচেনা সেই আনাচ কানাচে।
অবশেষে খুঁজে পেয়েছি তাদের ছয় ফুট মাটির গভীরে,
ক্ষুদ্র অপরিসর চৌদিক ঘেরা গুমোট আঁধার ঘরে__
দশহাত দূরত্বে পাশাপাশি ছিলো তারা গভীর ঘুমে__।
খুঁজেফেরা দু’চোখ তখন ঝাপসা চোখের জলে,
ঝরনা যেমন স্রোতবতি হয়ে লেকের জলে যায় পাহাড় গড়িয়ে।
মনের গভীরে গভীর ক্ষত নিয়ে ফিরে আসার পথে____
চমকিত আমি দাঁড়াই ফিরে ক্ষণিকের তরে___।
সেই মায়াভরা মুখে করুন চাহনিতে আমায় যেনো বলে___
এতোদিন পরে এলি____ সেই তো এলি,
যখন পৃথিবীর পথচলা ফুরিয়ে, মহাকালের অংশ হলাম আমি__!!
(২ বছরের ব্যবধানে বাবা-মা দুইজনকেই হারিয়ে শুন্য বাড়িটিতে যাবার সময়কার অনুভুতি…)
১৮টি মন্তব্য
মিথুন
আপনার শূন্যতা মন ভারাক্রান্ত করলো আপু ।।
রিমি রুম্মান
ধন্যবাদ…
লীলাবতী
আপনার বাবা-মা কে আল্লাহ শান্তি দিক । লেখাটা অন্তর স্পর্শ করে গেলো আপু ।
রিমি রুম্মান
ধন্যবাদ অফুরান…
রকিব লিখন
কালের অনিবার্য ধ্বংসের হাতে আমরা সকলেই বন্দি।। ব্যথাতুর হৃদয় শান্ত হোক।। চলুক লেখালেখি।। আমরা যেন সোনেলায় তা দেখি।। শুভ কামনা।। -{@
রিমি রুম্মান
লেখালেখি চলবে অবিরাম সবার উৎসাহে…
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর লিখছেন
শুভকামনা সতত
রিমি রুম্মান
ধন্যবাদ একরাশ…
খসড়া
শূন্য থেকেই সব শুরু। শুভ কামনা।
রিমি রুম্মান
সবার উৎসাহে শূন্যতা-ই হবে পূর্ণতা…
প্রজন্ম ৭১
খুব সুন্দর
রিমি রুম্মান
সুন্দর থাকুন…
বনলতা সেন
আপনার অনুভুতির সাথে একাত্মতা জানাচ্ছি ।
যন্ত্রনায় অবগাহন শেষে ফিরে চলুন সময়ের ধারায় ।
রিমি রুম্মান
ভাল থাকুন ভাললাগায়…
জিসান শা ইকরাম
বাবা মার জন্য হাহাকারটি থেকেই যায়
শান্তি , নির্মল একটি আশ্রয় চলে যাওয়া কষ্টের খুব।
ভালো লিখেছেন ।
আল্লাহ আপনার বাবা মা কে বেহেস্ত নসীব করুক ।
রিমি রুম্মান
ধন্যবাদ জানবেন…
মা মাটি দেশ
জীবনে অর্থ 0
রিমি রুম্মান
তবুও জীবন থেমে নেই…