একটা স্বপ্ন সাদা কালো
একটা স্বপ্ন সবুজ
তোমার চোখে চেয়ে দেখি
এখনো আমি অবুঝ ।
অবুঝ বলেই তোমায় ঘিরে
ইচ্ছে মতো আঁকা ঝোঁকা
মাঝরাতে তাই তোমায় ভেবে
ভাসাই নতুন শব্দ নৌকা ।
রাতের তারা হারিয়ে যায়
মাঝরাতে তাই বিষাদে
তোমার খোঁপায় ফুল জড়ানো
আছি উপমার অভাবে ।
যেভাবে তুমি সাজাতে পারো
এই আকাশ সাজাবে
মনের ভেতর শূন্যতা খুব
শূন্যতা হৃদয়ের গভীরে ।
গান হিসেবে এক মিউজিক ডাইরেক্টরকে এই লিরিক দিলাম । লিরিক দেয়ার পর থেকে তাহার অনুভূতি কি জানান দেয়নি । ঠাণ্ডা ব্যবহার চলছে । আমার ধারনা ছিল সাধারণ একটা রিদম দিয়ে এই গানটি ভালো ভাবেই করা যাবে । মানুষ যা আশা করে তা হয়না
১৮টি মন্তব্য
খসড়া
আসলেই যা পাই ভুল করে পাই , যা চাই তা পাই না। 🙁
প্রিন্স মাহমুদ
এতো চাই তবু কেন পাইনা ?
জিসান শা ইকরাম
গান হিসেবে খারাপ নয় , বেশ ভালোই চলে —
মন খারাপের কিছু নেই
সামনে তাকাই -{@
প্রিন্স মাহমুদ
আপনি তো আছেন , প্রণোদনা দিতেই হাহাহাহা
নীহারিকা
অপুর্ব!!
প্রিন্স মাহমুদ
আপনিও অপূর্ব ।
আদিব আদ্নান
লিরিক সম্বন্ধে ধারনা নেই , তবে পড়ে দেখলাম ।
প্রিন্স মাহমুদ
ভালো লাগলো
আফ্রি আয়েশা
সুর করা হয়ে গেছে ? তোমার পছন্দ হয়নি ?
তবে তোমার লিরিক সুন্দর হইছে 🙂
প্রিন্স মাহমুদ
সুর করা হয়নি , ডাইরেক্টর ফেলে রেখেছে আমার লিরিক
নীলাঞ্জনা নীলা
আমার কাছে কিন্তু ভালো লেগেছে …………… -{@
প্রিন্স মাহমুদ
আমি আপ্লুত ।
লীলাবতী
ভাইয়া , আপনি গেয়ে ইউটিউবে দিয়ে দিন । আমরা শুনি তা। ভালো লিখেছেন ।
প্রিন্স মাহমুদ
আমার গলা চমৎকার কিন্তু তাল নেই । দেখি কাউকে দিয়ে গাওয়াতে পারি কিনা ।
নিশিথের নিশাচর
গানের লিরিক হিসেবে অনেক ফাটাফাটি , আবার কবিতা হিসেবে ও অসাধারন।
প্রিন্স মাহমুদ
শুভেচ্ছা ভাই ।
আমার স্বপ্ন ও মনের কথা
এটা কি গান?
কোথায় পাওয়া যাবে?
শুনতে ইচ্ছা করছে।
প্রিন্স মাহমুদ
এটা গান । রিলিজ হলে পাঠিয়ে দেবো ।