শুরু করলাম সোনেলা যাত্রা !!

নীলসালু ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১১:০৮:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

আসসালামু আলাইকুম,

চলে এলাম সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে৷  🙂

বেশ কিছু বন্ধু অনেক আগেই ইনভাইট করেছিলো সোনেলাতে আসার জন্য, কিন্তু নানাবিধ কর্ম ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠেনি৷ বেশ অনেক দিন ধরেই ভিজিটর হিসেবে সবার লেখা পড়তাম৷ এখানে বেশ অনেকজন বিচক্ষণ লেখক আছেন এটি স্বীকার করতেই হবে৷ শেষ পর্যন্ত আজ একাউন্ট খুলেই ফেললাম৷

এখানে সবাই যে একই মতের মতাদর্শী হতে হবে এমন কোনো কথা নেই৷ হয়তো আপনার মতের সাথে আমার মত না-ও মিলতে পারে, তাই বলে যে আমি আপনার মতামতকে প্রাধান্য দেব না তা কিন্তু ঠিক নয়৷

যেহেতু এই ব্লগে নতুন সেহেতু লেখালিখি করার আগে সবার পরিচয় জানবো, পরিচিত হবো এটাই প্রত্যাশা করি৷ আশাকরি কমেন্টে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবো৷

সবাইকে নিয়েই এগিয়ে যাক সোনেলা দিগন্ত  (y)

হ্যাপী ব্লগিং  -{@

৪০০জন ৪০০জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ