আসসালামু আলাইকুম,
চলে এলাম সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে৷ 🙂
বেশ কিছু বন্ধু অনেক আগেই ইনভাইট করেছিলো সোনেলাতে আসার জন্য, কিন্তু নানাবিধ কর্ম ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠেনি৷ বেশ অনেক দিন ধরেই ভিজিটর হিসেবে সবার লেখা পড়তাম৷ এখানে বেশ অনেকজন বিচক্ষণ লেখক আছেন এটি স্বীকার করতেই হবে৷ শেষ পর্যন্ত আজ একাউন্ট খুলেই ফেললাম৷
এখানে সবাই যে একই মতের মতাদর্শী হতে হবে এমন কোনো কথা নেই৷ হয়তো আপনার মতের সাথে আমার মত না-ও মিলতে পারে, তাই বলে যে আমি আপনার মতামতকে প্রাধান্য দেব না তা কিন্তু ঠিক নয়৷
যেহেতু এই ব্লগে নতুন সেহেতু লেখালিখি করার আগে সবার পরিচয় জানবো, পরিচিত হবো এটাই প্রত্যাশা করি৷ আশাকরি কমেন্টে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবো৷
সবাইকে নিয়েই এগিয়ে যাক সোনেলা দিগন্ত (y)
হ্যাপী ব্লগিং -{@
২৭টি মন্তব্য
প্রহেলিকা
স্বাগতম আপনি সোনেলা পরিবারে, এখানে সবাই আমরা একই পরিবারের সদস্য। পারস্পরিক মত-বিনিময়ের মাঝে ব্লগিং হবে প্রাণবন্ত।
শুভকামনা আপনার জন্যেও। লিখতে থাকুন অবিরাম। আমার জানামতে সোনেলার কোনো ব্লগার না পড়ে মন্তব্য করেন না, সবাই যথেষ্ট আন্তরিক।
অভিনন্দন জানুন। শুভ ব্লগিং।
নীলসালু
জাকারিয়া আপনাকে অনেক ধন্যবাদ
নীলসালু
দুঃখিত জাকারিয়া ভাইয়ের জবাবটি ভুলে আপনার এখানে হয়ে গেলো৷
আমি আগেই দেখেছি এখানকার সকল লেখক অনেক আন্তরিক৷ আর তাই তো রেজিষ্ট্রেশন করেই ফেললাম৷ 🙂
আবু জাকারিয়া
আপনাকে অনেক শুভেচ্ছা সোলেনা ব্লগে আসার জন্য। সোনেলায় আপনার ব্লগিং এর যাত্রা শুভ হোক।
নীলসালু
জাকারিয়া আপনাকে অনেক ধন্যবাদ -{@
মারজানা ফেরদৌস রুবা
হ্যাপি ব্লগিং-{@
সোনেলা’র উঠোনে সুস্বাগতম।
নামটি বেশ ভালো, ‘নীলসালু’
লালসালু ‘তে পরিচয় আছে, কিন্তু নীলসালু অভিনব।
নীলসালু
হা হা হা হা তাই নাকি??
নীলসালু অভিনব??!!! (কেউ আমারে মাইরালা) :p
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
” এখানে সবাই যে একই মতের মতাদর্শী হতে হবে এমন কোনো কথা নেই৷ হয়তো আপনার মতের সাথে আমার মত না-ও মিলতে পারে, তাই বলে যে আমি আপনার মতামতকে প্রাধান্য দেব না তা কিন্তু ঠিক নয়৷” (y)
আমি জিসান শা ইকরাম, অনুমোদিত ব্লগার।
শুভ কামনা
শুভ ব্লগিং।
নীলসালু
“অনুমোদিত ব্লগার” বলতে কি বুঝায়?????????
নীলসালু
অনুমোদিত ব্লগার বলতে কি বুঝায়???
জিসান শা ইকরাম
আপনিও অনুমোদিত ব্লগার।
নীলসালু
আমিও অনুমোদিত ব্লগার???!!!
কিন্তু কিভাবে ??? বুঝলাম না
অরণ্য
শুভ কামনা রইল।
নীলসালু
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো #অরণ্য -{@
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা দিচ্ছি।
নীলসালু
শুভেচ্ছা গৃহীত হইলো #হেলাল -{@
স্বপ্ন নীলা
স্বাগতম সোনেলায়
লিখুন দুহাত খুলে —
শুভকামনা রইল
নীলসালু
লিখার সময় সবারই দু হাত খোলা থাকে :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এমন আন্তরিকতার লোকের বড় অভাব।ভাল লাগল আপনার লেখা পড়ে…আমরা ভিন্ন ভিন্ন মতাম্বলী হলেও একমাত্র দেশের স্বার্থে সবাই এক।এখানে কারো কোন দ্বি মত নেই আশা করি আপনার ক্ষেত্রেও তাই।শুভ কামনা আপনার ব্লগিংয়ে,দেখি নতুন কিছু খোজে পাই কি না আপনার মাঝে। -{@
নীলসালু
ধন্যবাদ…..সাথেই থাকুন
স্মৃতির নদীগুলো এলোমেলো...
স্বাগতম। শুভকামনা রইলো। 🙂
নীলসালু
ধন্যবাদ
খসড়া
স্বাগতম,
সঞ্জয় কুমার
আমাদের পরিবারে আপনাকে স্বাগতম ।
আমার পরিচয়
আমি এই ব্লগের সবচাইতে অলস এবং ফাঁকিবাজ ব্লগার ।
ভালো থাকবেন ।
নীলসালু
এই কাজে ফাকি দিলে সমস্যা নেই 😉
আদিব আদ্নান
থাকুন আমাদের সাথেই।
মাহামুদ
আমাদের পরিবারে আপনাকে স্বাগতম!