
কে রাখে কার খোঁজ, স্বার্থ ফুরালে অতি আপনা-ও নিখোঁজ!
এটা একটি প্রচলিত প্রবাদ। সাধারণত হতাশা, মানষিক ক্ষোভ/ ক্ষুব্ধতা থেকে এমন উক্তি অনেকের মুখ থেকে বেরিয়ে আসে। ধারণা করা হয়, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বিচিত্র প্রাণী আমরা, মানে মানুষেরা। মানুষ দুই রকমের হয়, স্বার্থপর এবং নিঃস্বার্থ। স্বার্থপরের নির্দিষ্ট কোনো আপন পর নেই। তারা তাদের স্বার্থের খাতিরে মানুষের জীবনে আসে, থাকে। যখন বুঝতে পারে স্বার্থ ফুরিয়ে এসেছে তখনই সে ভুলে যায় কে তার আপন-পর। অবশ্য অনেকেই নিজেকে নিঃস্বার্থ দাবী করে মনে-মনে মনকলা খায়, আর অন্যদেরও খাওয়ায়। নিঃস্বার্থরা বিলুপ্ত প্রজাতি। তাদেরকে বেশিরভাগ পাওয়া যাবে গল্প-উপন্যাসের পাতায়। বাস্তবে এরা নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে।
আমাদের (মানুষের) কাজকর্ম, ধারণ-ধর্ম- এবং মানষিকতা অন্য কোন প্রাণীর সাথে মিলবে না।
যেমন – এক ধরনের মানুষ হয় যারা যেকোনো পরিস্থিতিতে অসুস্থতা, ব্যস্ততা, আর্থিক অথবা হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়েও কাউকে কিছু বুঝতে না দিয়ে নিরবে নিভৃতে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যায়। এমন নয় যে তাদের কেউ-ই নেই। কিন্তু তার পরেও তারা নিজেদের মনোভাব বা মানষিক অবস্থা কাউকে বলতে/বুঝতে দিতে চায় না। আবার এমনও হতে পারে তাদের আসলেই প্রকাশ করার মতো বিশ্বস্ত কেউ নেই..প্রকাশ করার স্থানটুকু তাদের জন্য অপ্রতুল। তাই এসব ক্ষেত্রে বহু মানুষের ভিড়ে থেকেও নিজেদেরকে অপ্রকাশিত রেখে দেয়।
কিছু মানুষ হয় অন্যরকম..তারা যা খুশি যখন তখন যে-কাউকে, যেকোনো স্থানে প্রকাশ করে দিতে পারে। তাদের উপলব্ধ ব্যথা/ব্যখ্যা যাইহোক সবই উজাড় করে দেয় চেনা-অচেনা সবখানে, সবার সাথে। এমন মানুষেরা যেখানে যায়, চায় সবাই তাদের ঘিরে থাকুক। এরা মুলত একাকিত্মকে ভয় পায়। খুব সহজে মানুষের সাথে মিশে যায়, মানুষকে বিশ্বাস করে। নিজেকে অপ্রকাশিত রাখার কৌশল তাদের আয়ত্তে থাকে না।নিজের অনুভূতি শেয়ার করে হালকা হয়।
আবার কেউ অন্যের অনুভূতি নাড়াচাড়া করে নিজের অতৃপ্তি পূর্ণ করে। নিজের গুরুত্ব বুঝাতে অন্যদের আস্থায় ফাঁটল ধরিয়ে দিতে দ্বিধা করে না। অগুণতি বিশ্বাস ভঙ্গের অভিযোগ বয়ে-ফিরে দিন শেষে এরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে।
আর কেউ সবারটা দেখে, শোনে, আর জমা রাখে একেকজনের সকল আমানত।
সোনেলা ব্লগ –আমার কাছে এই আঙ্গিনা শুধুমাত্র একটি লেখার প্লাটফর্ম নয় একজন আমানতদার। যার বুকের জমিনে আমি জমা রেখেছি আমার প্রকাশিত অনুভব/একান্ত অনুভূতি। আমার সুখ দুঃখ আনন্দ প্রেম বিচ্ছেদ — সব, সব কিছুর স্বাক্ষী আমি তাকেই মেনেছি।
আজ সোনেলার জন্মদিন! দশ বছরের পূর্ণাঙ্গতা নিয়ে পদার্পণ করলো এগারোতম বছরের পথে…
ভালোবাসার বিচরণ ভূমি সোনেলা.. অজস্র শুভেচ্ছা আর অভিনন্দন তোমাকে। প্রানঢালা শুভ কামনা নিয়ে তুমি এগিয়ে চলো দিগন্তে জলসিঁড়ির ধারে.. শুভ জন্মদিন 🌹🌹🌹🌹🌹
২৩টি মন্তব্য
বন্যা লিপি
আহ্….. আজ এত্তদিন পড়ে সোজা সাপ্টা বাংলা ভাষায় একান্ত অনুভূতি( 😊😊😊) পাঠে চিত্ত আমার উথলিয়া উঠিছে নবধারা বরিষণে।
এই আট কুঠুরি নয় দরজা ( মানে * সোনেলা*) তোরণতলে যে কতজনে মিলেছি সেই সময় সন্ধিকালে!! তাহারেই যেন মেলিয়া দিলে নিপূন কালির অক্ষরে! জয়তু সোনেলা।
❤️❤️❤️❤️❤️❤️
সাবিনা ইয়াসমিন
সোনেলা- আমাদের হাজারো নদীর মোহনা। এখানে আসা না হলে হয়তো আমার/ আমাদের অনেক কিছুই অপূর্ণ থেকে যেতো।
সোনেলার জন্মদিন এর শুভেচ্ছা 🌹🌹
বন্যা লিপি
অনেকদিন…. না…. কয়েক মাস আগে একটা লেখা লিখে রেখেছিলাম, ওটা বোধহয় আজ এডিট করে এখানে এনে টপকে দেয়া যেতে পারে,,,,বুঝতেছিনা কি করব!!!
সাবিনা ইয়াসমিন
বেশি ভাবনায় লেখায় ভজঘট লেগে যায়। তাই লেখা দিয়ে দেয়াই ভালো।
শুভ কামনা অবিরাম 🌹🌹
শাহরিন
শুভ জন্মদিন সোনেলা।
সাবিনা ইয়াসমিন
আপনি সোনেলার সন্ধান না দিলে এখানে আমার কখনও আসা হতো না 🙂
সোনেলার জন্মদিনে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে ❤️❤️
নার্গিস রশিদ
সোনেলা ব্লগ আমার একটা প্রিয় জায়গা । যেখানে আমার ইচ্ছা গুল পুরন করতে পারছি। যা আমাকে আনন্দ দায়, আমার মন কে ভালো রাখে।
অনেক দিন বেঁচে থাকুক সোনেলা। শুভ জন্ম দিন সোনেলা।
সাবিনা ইয়াসমিন
সোনেলাকে নিয়ে আপনার মনোভাব জেনে আনন্দিত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকেও।
সোনেলা সুন্দর থাকুক, এটাই চাওয়া 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
ভীষন মন খারাপের সময়গুলোতে সোনেলা বারবার আমাকে সামলে নিয়েছে। পেয়েছি নিজেকে চেনার স্থান। থাকতে চাই তার বুকে যেমন করে আছি।
আমাদের সাথে থাকুক, জীবনভর। শুভজন্মদিন সোনেলা 🥰🥰
সাবিনা ইয়াসমিন
আসলেই!
শেকড়ের কাছাকাছি থাকার মাঝে মন তৃপ্ত হয়।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
বুবুরে সোনেলা হৃদয়ের মধ্যিখানে অবস্থান করে। মেগ্যাজিন কবে প্রকাশ করবেন। একটি অনুষ্ঠান করুন। প্রাণ ভরে একটু সবাই সবার প্রতি মুখ চাওয়া চাওয়া করি আর হাসি আনন্দ করি।
সাবিনা ইয়াসমিন
অস্থির সময় আমাদের সকল পরিকল্পিত পরিকল্পনায় ভজঘট পাকিয়ে দিয়েছে। দেখা যাক কি হয়।
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
বেঁচে থাকুক সোনেলা। সুস্থ সাহিত্যের সৃজনী বাহন।
সাবিনা ইয়াসমিন
ভালো থাকুন মহী ভাই। শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
সোনেলার সোনালী উঠোনে বেড়ে উঠছি হাঁটি হাঁটি পা পা করে,লেখক কিংবা কবি হওয়া সাধনার বিষয়। কিন্তু এ আঙিনায় আমার ছোট্ট ছোট্ট অনুভূতিরা অক্ষরে অক্ষরে কখনো বর্ণিল কখনো ধূসরতা মেখে, রঙধনু কিংবা মেঘের আখরে সাজে বহুরুপী। এর চেয়ে প্রিয় স্থান এখন আমার আর নেই। এই মধ্যবয়সে সোনেলাকে পেয়েছি আশৈশব বেড়ে উঠা আপন ভিটেমাটির মত। তাই আজ তাঁর জন্মদিনে জানাই কৃতজ্ঞতা অপরিসীম, ভালোবাসা অফুরন্ত! আর এর সাথে জড়িত সকল কলাকুশলিদের জানাই বিনম্র শ্রদ্ধা।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা জেনো, ভালো থেকো।
শুভ কামনা 🌹🌹
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আপনার হাত ধরেই সোনেলার ভুবনে আমার প্রবেশ। আস্তে আস্তে সোনেলার মায়াজালে আটকে যাই। লিখি, পড়ি, দেখি, এভাবেই নিয়মিত কিছুটা সময় হলেও সোনেলার সাথেই কেটে যায়।আপনার এবং সোনেলার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
শুভ জন্মদিন প্রিয় সোনেলা
সুরাইয়া নার্গিস
শুভ জন্মদিন সোনেলা,তোমার থেকেই আমার নতুন পরিচয় পেয়েছি কথা সাহিতিক, লেখিকা সুরাইয়া নার্গিস।
কৃতজ্ঞতা সোনেলার সকল ব্লগারদের প্রতি
আলমগীর সরকার লিটন
অনেক অনেক হাজার ফুলের শুভেচ্ছা জানাই এভাবে চল চলুক
যুগ যুগান্ত!
সঞ্জয় মালাকার
শুভ জন্মদিন প্রিয় সোনেলা,
প্রিয় সোনেলা ভালো থাকুক সবসময়,
দিদি আপনার জন্য শুভ কামনা //
বোরহানুল ইসলাম লিটন
জমায়েত মানেই এলোপাথারি দম,
জমায়েত মানেই মিলেমিশে চলা
বহুরূপী হরদম!
পবিত্রতার ছায়ায় জেগে উঠুক সোনেলার আঙিনা, কামনা অনন্ত!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
শুভ হোক আগামীর দিনগুলো।
রেজওয়ানা কবির
সোনেলা এমন একটা জায়গা যার আঙ্গিনায় মনের শান্তি খুঁজে ফিরি। সকল কিছু হারানোর ব্যথাও ভুলে থাকা যায় সোনেলায় আসলে। সবচেয়ে বড় কথা অনেক ধরনের লেখা পড়া যায়,শেখা যায়। শুভ জন্মদিন ভালো লাগার জায়গা।
তোমাকে ভোলা যায় না ❤️।।।