এগার-বার-তের
ছন্দ নিয়ে ফের।
তের-বার-এগার
ইচ্ছে করলে পার।
দুই হাজারের তের
পাপকে তুমি মের।
ডিসেম্বর মাস বার
অসৎ সঙ্গটা ছাড়।
আজ এগার দিন
বাজা খুশির বীণ।
হৃদয়ের কষ্ট ভুলে
হাস তুই মন খুলে।
থাকবে মোর দোয়া
লাগুক সুখের ছোঁয়া।
পূরণ হোক সব ইচ্ছা
আমার হতে শুভেচ্ছা।
৬টি মন্তব্য
স্বপ্ন
ছন্দে সুন্দর মিল
শিশির কনা
শুভেচ্ছা
জিসান শা ইকরাম
বাহ! সুন্দর ।
লীলাবতী
(y)
শুন্য শুন্যালয়
মজার তো…
নীলকন্ঠ জয়
মজারু হইছে।