চুনাওঠা পাঁচিলের কলঙ্ক লোপ হোক।
গত হওয়া শালিকেরা ফের প্রাণ ফিরে পাক।
অশ্বত্থের নিচে হোক না একটু ঝঁঝাটপূর্ণ
ঘুঘু কিবা শাঁখচুন্নি ডাইনীদের আমন্ত্রণে।
লক্ষ্মীপেঁচা এবং আমি না হয় থাকিব ঘুমে।
মঙ্গলকাব্যের মঙ্গলকথন শুনেছি ওই ছেঁড়া পাতায়।
সেদিন তো আর নেই, মানুষ এখন পশুদের মত।
হোক না একটু পশুর মস্তক নিয়ে মঙ্গলের টানাটানি।
হয়ত কাটা দিয়ে কাটার হবে চিকিৎসা।
আমি এবং সমুদ্রপায়রা না হয় ছুটি আলেয়ার পিছু।
ছেঁড়া তারে উঠুক ধ্বণী নতুন দিনের,
হালেরখাতায় ফুডুক না মিষ্টিমালাই।
বিশালাক্ষী ভর করুক সব ঋণাদির।
স্ফুট-মৃত্যু অশ্র হয়ে যাক না ঝরে।
ঘাসফড়িঙ আর আমি থাকি ওই নীড়ে।
দাঁড়কাক টি হোক না ময়ূরপঙ্খীরূপের
সেজেছে তো নতুন ঝাঁঝে নতুনসাজে।
সেলাম জানাই কাকটি আমার লক্ষ্মীমণি।
নতুন বছর করব সাফ এই মৃতবৎসের।
আমি এবার একটুখানি আমি হব।
নতুন বছরের প্রথমলগ্নে সকল সহব্লগারদের জানাই সবরঙেরগোলাপ শুভেচ্ছা -{@
১৮টি মন্তব্য
আমির ইশতিয়াক
শুভ নববর্ষ
গাজী বুরহান
শুভনববর্ষ ভাইয়া।
ছাইরাছ হেলাল
নূতন, নূতন হয়ে বেজে উঠুক এ বৈশাখে এ কামনাই করি।
গাজী বুরহান
ধন্যবাদ ভাইয়া।
নীহারিকা
শুভ নববর্ষ
গাজী বুরহান
লেট দ্যা “শুভ নববর্ষ”।
ইঞ্জা
খুব ভালো লিখলেন বুরহান ভাই, শুভ নববর্ষ।
গাজী বুরহান
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
শুভকামনা
নীলাঞ্জনা নীলা
শুভ নববর্ষ। সুন্দর কবিতা লিখেছেন।
গাজী বুরহান
আপনার একেকটি মন্তব্য অনেকখানি এগিয়ে নিয়ে যায়। শুভ নববর্ষ।
নীলাঞ্জনা নীলা
এভাবে বলে বলে আমাকে তো বিশাল উঁচুতে তুলে দিয়েছেন। পড়ে গেলে তো ব্যথা পাবো। 🙂
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা গাজী ভাই। পশুদের প্রতি আমার অসীম শ্রদ্ধা। বিচার বিবেকহীন প্রানী আমাদের চাইতে ভালো। তাদের মস্তক নিয়ে শোভাযাত্রা আমি আনন্দ আর পুরনো প্রথা হিসাবে দেখি। মানুষ বরং পশুদের থেকে শিখুক।
শুভ নববর্ষ গাজী ভাই। ভালো থাকুন সারাটিবছর।
গাজী বুরহান
ধন্যবাদ আপু। পশুদের সম্পর্কে আমারো একই ধারণা।
পশু থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। স্রষ্টা তাদের সৃষ্টি করেছেন মনে হয় এই জন্যই।
ভালোয় কাটুক সারা বছর।
প্রহেলিকা
নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।
গাজী বুরহান
শুভেচ্ছা অফুরান, ভাইয়া।
চাটিগাঁ থেকে বাহার
শুভ হোক নতুন পথ চলা। -{@
গাজী বুরহান
ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষ।