সত্যিই অবাক লাগে
আমরা একই পৃথিবীতে আছি!
অথচ আমাদের কথা নেই,
দেখা নেই….
একে অপরকে জানা নেই ।
পোস্ট অফিস তোমাকে খুঁজে পায় না,
ফোন নম্বর টাও জানা নেই।
হরি রাম পুর গ্রামে একবার লোক পাঠিয়েছি
পদ্মার ভাংগনে সে গ্রাম ও নেই।
চারপাশ জড়িয়ে থাকে হাজার মানুষ
তবুও কেনো লাগে আমার কিছু নেই?
অবশেষে বুঝলাম,
আমার সবই আছে,
“শুধু তুমি নেই”
ফুল গাছটায় ফুল আছে,
চাম্বল গাছটায় পাখি ও আছে,
নারকেল গাছে নারকেল আছে
জাম গাছে জাম,
আম গাছে আম ও আছে
“শুধু তুমি নেই”
গ্রিস্মে ভরা রৌদ্দুর আছে
আষাঢ় শ্রাবন, বর্ষা আছে,
মেঘ আছে, বাতাস আছে,
শীত ও আছে, বসন্ত আছে
“শুধু তুমি নেই”
সত্যিই অবাক লাগে,
একই বাতাস…
তোমাকে ছুঁয়ে আমার কাছে আসে!
একই সূর্য আমাদের রৌদ্র দেয়,
একই চাঁদের নীচে আমাদের বাস!
অথচ আমাদের দেখা নেই,
কে কোথায় আছে জানা নেই!
এই আমাদের সব কিছু আছে
“শুধু তুমি নেই”
#সিকদার_সাদেকুর_রহমান(সাদ)
১৮-০৬-২০১৯
১৯টি মন্তব্য
বন্যা লিপি
একই বাতাস তোমাকে ছুঁয়ে
আমার কাছে আসে…
একই সূর্য আমাদের রৌদ্র দেয়
একই চাঁদের নিচে আমাদের বাস….
এই আমাদের সবকিছু আছে
“শুধু তুমি নেই”
আকুল হৃদয়ের ব্যাকুল আকুতি। সহজ সরল চমৎকার অনুভব। ভালো লাগলো সাদ। শুভকামনা সবসময় 🌺🌺
সিকদার সাদ রহমান
শুভকামনা প্রিয় বোন।
মনির হোসেন মমি
“শুধু তুমি নেই”
এমনি মনে হয়
ভালবাসার মানুষ যখন দূরে থাকে কিংবা না ফেরা হয় তখন মনে হয়
আমার সবিই আবার যেন কিছুই নেই।
শাহরিন
অনেক সুন্দর করে না থাকার যাতনা প্রকাশ করেছেন, লেখায় না পাওয়ায় ব্যাকুলতা খুব ভালো ভাবেই ফুটে উঠেছে।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ শাহরীন।
সিকদার সাদ রহমান
জ্বি ভাই। তার অনুপস্থিতি বড়ই বেদনা দায়ক।
শাহরিন
দোয়া করি সে উপস্থিতি দিয়ে আপনার জীবন রঙধনুর মত রংগীন করে দিক।
মাসুদ চয়ন
সব কিছুই আপেক্ষিক।এই আছে এই নেই।তবুও জীবন চলছে তার মতো করে।
সিকদার সাদ রহমান
কারো অনুপস্থিতি কাওকে থামিয়ে রাখে না তবে সময় কে বিষাদময় করতে পারে।
শিরিন হক
মনের মানুষ দুরে আছে তার আকুলতা লেখনিতে সুন্দর ভাবে প্রকাশিত হয়েছে।
শুভকামনা রইলো
সিকদার সাদ রহমান
অনেক অনেক শুভ কামনা, মিষ্টি হাসির একছত্র সম্রাজ্ঞী। এভাবেই সাথে থাকুন!
জিসান শা ইকরাম
সুধু একজন না থাকায় ভুবন হয়ে যায় বর্নহীন৷ পাখির গান, ভোরের আকাশ, কোন কিছুই আর ছুয়ে দিতে পারে না অন্তরকে।
কত সহজ করে প্রকাশ করলেন তুমি শূন্যতাকে! ভালো লেগেছে খুব।
শুভ কামনা৷
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ ইকরাম ভাই। আসলে প্রকৃত ভালবাসার মানুষ এর জীবনে অনুপস্থিতি ব্যক্তির জীবনকে খুবই বিষাদময় করে দেয়।
ছাইরাছ হেলাল
শুধু একজন নেই হওয়াতেই কবিতা উঠে এসেছে।
এমন নেই সব সময় জারি থাকুক।
সুন্দর লাগল পড়তে।
সিকদার সাদ রহমান
ভাই, তাহলে আরো অনেক জন কি নাই হতে বলছেন? হা হা!
আরজু মুক্তা
তুমি বিহীন কিছু ভালো লাগেনা।।
বানানের প্রতি যত্নশীল হবেন আশা করছি।।
সিকদার সাদ রহমান
স্পেসিফিক বানানের কথা বললে ভালো হয়। ধন্যবাদ!
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো পড়ে। তবে কবির ‘ তুমি’র যদি ভালো লেগে যায়, তাহলে সমস্যা হতে পারে। বলা যায়না, এমন লেখা পাওয়ার জন্যে সে হয়তো অধরা-অদেখা হয়েই থাকবে।
নিয়মিত হোন। শুভ কামনা 🌹🌹
সিকদার সাদ রহমান
হা হ হা! এটা যদি তার ভাল লেগে যায় তাহলে আর অধরা থাকবে না!