
শিথিল নিদ্রার অভেদ্য রাত্রিতে
লিখিত প্রাণ খোঁজে আদি সরোবর,
আধ-জ্বলা অন্তহীন দীপ প্রাণের কোণে কোণে,
গুছিয়ে নেয়া মেঘের মত দূর ছোঁয়ায় রহস্য চঞ্চল
নিশি পাহারার মত, অবসাদ।
ভালোবাসা-বাসির নির্ঘণ্টে মিলছে না হিশেব কিছুতেই
দুষ্প্রাপ্য যখন ফুল ও ফল।
নিরামিষ গাছের মত তবুও ঠায় জেগে থাকা
বিঁধে থাকা, এফোঁড় ওফোঁড় হয়ে,
আড়াল-হীন মহাকালের গহ্বরে;
এখন শুধুই নিকষ অন্ধকারের হাতছানি
আপনা আপনি।
ছবি নেটের।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
জীবন এক জটিল সমীকরণ। হিসেবের খাতা কখনো মিলানো সম্ভব নয়। তবুও সময়ের অপেক্ষায় থাকি, যদি কখনো মিলে যায়। জানি না কি বুঝলাম, আর কি লিখলাম। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তারপরও লিলুয়া বাতাসে খুঁজে ফিরা শান্তির ছোঁয়া!
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সাবিনা ইয়াসমিন
অবসাদের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পরুক জোৎস্না ফুটুক আনন্দ সরোবরে। অতল হওয়ার আগমুহূর্ত পর্যন্ত ফুল ফলের জটিল হিসেব কষে যেতে হয়/হবে। নিস্তার নেই মহারাজ।
হিসেবে হিশেব দেখতে চোখে লাগে 🙁
আলমগীর সরকার লিটন
সুন্দর মনভাবের ছোঁয়া কবি দা
খাদিজাতুল কুবরা
ভাইয়া কবিতাটা চোখে জল এনে দিল। মহাকালের মহাশূন্যতা আক্রান্ত করবেই আঙ্গুলের কড়া যখন উর্ধ্বমুখী, গণনায় নামতা যখন গুণ হতে থাকে ক্রমশঃ
সংক্ষিপ্ত প্রাপ্তি অপ্রাপ্তি ও ঝুলি খুলে বসে, মেলে ধরে স্মৃতি বিস্মৃতির আখর!
রিমি রুম্মান
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।