উৎসর্গ : পুস্পিতা চৌধুরী কে
চোখের
সে নীলাবতী হারিয়েছে কবে
মেঘের শাবকে।
জলপাই রঙা কিছু ঘুড়িদের স্রোত,
বলাকার চোখ
সূর্যের কোল ঘেঁষে অচেনার ছকে।
ক্যানভাসে অভিমানী অবুঝের কায়া
কী ভীষণ মায়া,
কোজাগরী প্রেমে গলে হৃদয়ের কোষ
বুকের পাখ-পাখালী প্রনয় সরস,
নীলাদ্রি হিমালয় ভেঙে-
হাজার বছর বাদে ধানসিঁড়ি ছুঁয়ে আসা
তোমার রূপ ধরা স্বর্গীয় ফিঙে।
৮টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
একটা ডস খেলাম :D)
আবু জাঈদ
কেন? এখানেও তো হ্যাগার্ডের শী এর মতই হাজার বছর বাদে দেবী এলো 😉
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হাজার বছর বাদে ধানসিঁড়ি ছুঁয়ে আসা
তোমার রূপ ধরা স্বর্গীয় ফিঙে। -{@
অরণ্য
আপনার লেখাটি আমাকে একটা মেসেজ দিয়ে গেল “বৎস! বাংলা অভিধান টা এবার কিনেই ফেল”। আর কিছু বলতেই পারছিনা।
আবু জাঈদ
আমিও কিনেছি 😉
স্বপ্ন
ভালো লেগেছে ভাইয়া।
শুন্য শুন্যালয়
উপমার ছন্দে ভালো লাগা বেশ। তবে লেখার মূল কথাটা ধরতে পারিনি।
আবু জাঈদ
ঠিক ধরেছেন। ইইচ্ছাকৃত ভাবেই লেখাটা অসমাপ্ত। এখানে যে ফিঙের কথা বলেছি সে বন্ধু নাকি প্রেমিকা হয়ে এসেছে তা বুঝতে পারছি না। নিজেই যখন ধাধায় আছি অন্যকে রাখতে সমস্যা কি :p