শীত

আবু জাকারিয়া ৩১ জানুয়ারি ২০১৫, শনিবার, ১১:০১:০৬পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

রং পাখির কলরব
সন্ধ্যে সকাল শীতের রসে টগবগ করে চাল
খেতে ভারী লাগে গরম পায়েস।
হাড়ি নামে গেছোদের শীর চরে
বাস্প সকল ওরে, কুয়াসার ভেস ধরে।
গৃহিরা চুলা সাজায়
ছোকড়ার দল আগুনে মাতে।
পায়েস গলে কাঁসার থালে
মুখে লাগে অমৃতের স্বাধ।
একটু দুপুর,
উড়ে পাখালি গাছে
রস টানে ঠোঁটে।
উড়ে বেড়ায় কুয়াশার তাবু ছিরে।
গায় গান,
গেছোরা শোনে।

২.
অন্ত্রে বিষ লুকি রাখি
যে গায় ধর্মের বানী
স্রষ্টা গড়ে নড়ক
করে জাহান্নাম বাসিনী

গুনগান গাও তবে
মনে জ্বেলে পবিত্র,
হিংসে বিদ্বেষ যত
মুছে লও সব সূত্র।

সুন্দর হও স্বচ্ছ হও
ধুয়ে লও যত পাপ,
ধ্বংস হবে জগৎ তরী
ঘটে যদি অভিষাপ।

অভিষাপতো এমন জিনিষ
পোক্ত পাথর পঁচে,
পাপিষ্ঠ সব মরে
কলংক না ঘোচে।।

৫৩৮জন ৫৩৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ