শীত শীতের কুসুম-রোদ

ছাইরাছ হেলাল ২৯ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:৩০:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

এ এক অনিঃশেষ ভাগ-দৌড় হাসফাসে প্রাণ ওষ্ঠাগত
থেমে যাই হঠাৎ, ভাবি, এক-ই বৃত্তে এই আমি,
প্রথম ও শেষতম;

প্রসবিত সকাল সূর্য দিগন্তে উঁকি দেয়
কুসুম-রোদ মেখে,

মেয়েলি মায়াবী গ্রামে চাঁদ শুয়ে আছে অচঞ্চল নিশ্চলতায়,
আবছা শীত ক্রমাগত ক্রমান্বয়ে জেঁকে বসে স্থাণুর মত;
সময়ের অশ্বারোহী বেঁধে ফেলে বিভ্রম চোখে আষ্টেপৃষ্ঠে কালচক্রের মত;
নিখুঁত ভাবে।

সময়-শ্যামাঙ্গীর টানা কাজলের চোখে চটক/চমক থাকে
উৎস মূলে বাধ্য মনের প্রণয় লিপ্ত অলিক-ভাব থাকে, ভালোবাসা না।
স্মৃতি-কাতর স্মৃতি জড়িত বিবসনা বাক-বাক্যহীন শীত
ক্রম উষ্ণতা ছড়িয়ে ভাবে, এই তো এমন করেই উতরোবে!!

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ