এসো তবে পুঞ্জত বিরাম চিহ্ন এঁকে বসাই সভ্যতার দীর্ঘশ্বাসে, তোমাদের বিয়োগাত্মক ভাগফলে শূন্যের সমাহার কর্পূর মগজে অবাস্তবের ফোড়ন কেটে যায়। কোনো ক্ষুদ্র রাতের বিনিময়ে অচ্ছুত ডায়েরীর চেনা পাতায় ঘুমিয়ে আছে একমুঠো জোনাকির আলো, সেখানেও কি অস্তিত্ব বহমান? যেখানে জেগে থাকে শবেরা, অনির্বাচ্য শব্দহীনতা শুকনো নদীর অববাহিকায় স্রোতস্বিনী সাজে, এর নাম বোধহয় প্রণয়িনী ছল। গোপন অভিসার নিয়ে পৃথিবীর হৃৎপিণ্ডে খুঁজেছি শামুকের খোল, পাইনি বলেই নীল নীলাভে সমাধি ইতিহাসের স্মারক পত্রের শেষটুকুতে ইতিবৃত্ত লেখা ছিলোনা।
প্রহরী রোদের কিরণে “জাতিশ্মর” শকুন ডানা মেলে,
তন্তু ছড়ানো তন্ত্র আভায় উজ্জ্বল তোমাদের দেয়াল। কোনো কোনোদিন সকাল হয়না, এখানে তোমাদের পৃথিবীতে শুধু মাঝরাতের গীতিকা গেয়ে বেড়ায় গায়েন, নিস্তব্ধ হবার দিন পার করেও অরব সবুজে নতজানু আমার ক্ষণজন্মা প্রার্থনারা,
শুধু আকাঙ্ক্ষার পরিবারে অপ্রতুল এই বিস্তৃত চারণভূমি।
সময়ের হাতে ছেড়ে দেয়া কৈশোর দিনলিপি’তে বার্ধক্য লেখনী অনেক দিনের অপয়া অপবাদ মুছে ফেলেছে স্মৃতি থেকে, তুমিও কি জানোনি, মুখোশ ত্রিমাত্রিক ছত্রছায়ায় মানুষগুলো অচেনা হয় অনেক অসময়ে?
আজ তবে জেনে নাও, ধোঁয়াটে অবয়ব শ্বাপদ চিহ্ন রেখে যায় তোমাদের মাড়িয়ে যাওয়া পথগুলোর শিরোনামহীন অসাড়তায়……//
#Ovin
14-03-19
১০টি মন্তব্য
নীরা সাদীয়া
প্রাকৃতিক উপাদানের খোলসে আবৃত নিগূঢ় বাস্তবতা।
ইফতি হাবিব (অভিন)
ধন্যবাদ, লেখাটা পড়েছেন বলে। ☺
জিসান শা ইকরাম
আপনার প্রফাইল পিকচার আপডেট করুন, এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছিলো, আপনি কি তা পড়েছেন?
ইফতি হাবিব (অভিন)
জি আপডেট করেছি ভাইয়া
তৌহিদ
বাব্বাহ, অনেক কঠিন লেখা।প্রার্থনারা বেঁচে থাকুক আপন মহিমায়।
ইফতি হাবিব (অভিন)
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
প্রফাইল পিকটা সুন্দর হয়েছে অভিন। লেখা শুরু থেকেই ভালো, তবে এইলেখা পড়ার পর শব্দগুলো বেশ কঠিন লেগেছে আমার কাছে। দেখি আরো কয়েকবার পড়ে অর্থ বুঝে কিছু বলতে পারি কি না।
শুভ কামনা নিরন্তর রইলো।
ইফতি হাবিব (অভিন)
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন দিদিভাই।☺
বন্যা লিপি
অসাধারন অভিন,জীবনের খোলেসে এখন কেবলই অসারতা বিরাজমান।প্রহরী রোদের কিরনে “জাতিশ্মর” শকুনেরা কেবলই ডানা মেলে। শুভ কামনা তোমার জন্য।
ইফতি হাবিব (অভিন)
ঠিক তাই দিদিভাই,,
এখানে এখন কেবল অসাড়তা বিরাজমান।
শ্রদ্ধা জানবেন সবসময়।