আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।
দার-পতিতে নেই শান্তি
শাদী-বিচ্ছেদ হরমশা”ই,
পতি-ভার্ষায় বিশ্বাসে দূর্বল
শান্তি পাবি কোথায় আর।
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
আকাশে খুজিঁ উত্তপ্ত দুনিয়ায়
এক পসরা মেঘের জলাশয়।
বাতাসে খুজিঁ,
প্রান ভরে শ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস,
পরিবেশে খুজিঁ,
আবর্জনাহীন সবুজ নগরায়ণে
ভুমি উন্নয়ণের মানবের কাজ।
আর,
অতৃপ্ত জীবনে খুজেঁ ফিরি
জীবন জীবিকার শান্তি,
নেই কোথাও ! নেই শান্তি,
বিতৃষ্ণা’ই যেন জীবন শান্তির ঘাটতি
মন বলে,
শান্তি কি তা জানিস আগে !
বিধাতা বলেন,
প্রদেয়তে তৃপ্ত হলে পাবি সকল শান্তি,
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি।
৩৯টি মন্তব্য
তৌহিদ
ভাই মেডেল দেন, আমি ফার্স্ট ☺
মনির হোসেন মমি
তৈরী হচ্ছে।ইনশাল্লাহ পাবেন।
তৌহিদ
ভাইরে শান্তি কোথাও নেই, তবুও যদি খুঁজে পান আমাকেও জানায়েন। আমিও একটু শান্তি চাই।
তৌহিদ
সন্ধান হবে না কি শব্দটি?
মনির হোসেন মমি
হুম ধন্যবাদ।চেঞ্জ করেছি।
ইঞ্জা
অনুপম লিখণ, কথা গুলো হৃদয়ে বিধলো ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
নীরা সাদীয়া
আসলে সকলেই শান্তি খুঁজে ফেরে আপনার মত। অবশেষে তার অতৃপ্ত আত্না জানান দেয় শান্তি প্রসবকারী মা গত হয়েছেন। এটাই চিরায়ত।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
বন্যা লিপি
আমি আজো সেই আমি
খুঁজে ফিরি কেবলই শান্তি।।
আমরা সকলেই খুঁজে ফিরি চিরাচরিত অধরা শান্তির পায়রা।অসামান্য অনুভবের প্রকাশ!!
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
শামীম চৌধুরী
কবিতার চয়নে ছন্দের মিলটা ভালো খুঁজে পেলাম। কবিতার সাথে যুক্ত আরেকটি প্রেক্ষাপটের মিলও দারুন। খুব ভালো লাগলো্
তবে শেষ কথা-“শান্তির মা’ মরে গেছে সেই কবে”। হা হা হা…।
শুভ কামনা রইলো
মনির হোসেন মমি
ধন্যবাদ দাদা।
আরজু মুক্তা
শান্তির মা মরে গেছে না আমরাই নষ্ট করছি।
নিজেদের শান্তি নিজেকেই বজায় রাখতে হয়
মনির হোসেন মমি
এ কথাটি শেষ দিকে আছে।ধন্যবাদ।
রেজওয়ান
শান্তি যে আসলে কি জিনিস বুঝা বড় দায়! কারো শান্তি ত্যাগে কারো ভোগে…
মনির হোসেন মমি
ধন্যবাদ।লেখা কই?
স্বপ্নবিহীন মামুন
মুগ্ধতা খুব ভালো লাগছে
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
মাহমুদ আল মেহেদী
শান্তি যে ছোট্ট একটা শব্দের ভিতর নিহিত “আলহামদুলিল্লাহ”। চমৎকার লেখা ভাই।
যা খুঁজি নিত্য
তা যে আমার মাঝেই সত্য।
মনির হোসেন মমি
হুম।ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
শান্তি আমরা সবাই খুঁজি।
পেলে না পেলেও।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
শান্তি খুঁজে পাওয়া যাবেনা জেনেও খুঁজি আমরা।
শুভ কামনা।
মনির হোসেন মমি
ঠিক তাই।ধন্যবাদ ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।,,,,,,
শান্তির মা বাবাকে খুঁজতে খুঁজতেই মেরে ফেলা হয়। অথচ খোঁজা বন্ধ রাখলেই তারা বেঁচে থাকতো। আমরা যা চাই তা পাওয়ার প্রত্যাশা যদি কম করি তাহলে শান্তি না পেলেও অশান্তি কমবে।
ভালো থাকুন মমি ভাই, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
আপনিও ভাল থাকুন।শান্তি বয়ে যাক আপনার প্রতিটি পদক্ষেপে।শুভ কামনা রইল বোন।
লীলাবতী
শান্তির মা মারা গিয়েছে ভাইয়া 🙁
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
আবু খায়ের আনিছ
ভাইয়া আপনার কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এই লেখায় নতুন আপনাকে খুঁজে পেলাম। অসাধারণ লিখেছেন।
মনির হোসেন মমি
আহা কি শান্তি!
প্রায় প্রতিক্ষণ মনে পড়ে আপনাকে।খুজিঁ,খুজছিলাম অবশেষে পেলাম।আর যেন আমাগো ছেড়ে না যান।ধন্যবাদ প্রিয় ভাইটি।
আবু খায়ের আনিছ
যাব কি না সে কথা বলতে পারছি না তবে উদাও হয়ে যাবো না, মাঝ মাঝে আসব এই কথা দিতে পারি। লক্ষ্যটা পূরণ হোক, আবার নিয়মিত হব ইনশাআল্লা।
মনির হোসেন মমি
অবশ্যই আগে লক্ষ্য পূরণ অতপর যা কিছু করা….আপনার লক্ষ্য পূরণে অফুন্ত শুভ কামনা ও দোয়া রইল।
রাফি আরাফাত
লেখা পড়ে ভালো লাগছে বললে ভুল হবে, লেখাটা মনে থাকবে ভাই।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রাফি আরাফাত
ছন্দ, শব্দের মিলবন্ধন, ভাবের গভীরতা, শব্দের শক্তি, সব মিলে অসম্ভব সুন্দর লাগছে।
মনির হোসেন মমি
ধন্যবাদ ও শুভ কামনা।
সঞ্জয় মালাকার
আমি আজো সেই আমি
খুঁজে ফিরি কেবলই শান্তি।
অনেক ভালো লেগেছে পড়ে –
শুভ কামনা 🌷🌷