• আমি আজও সেই আমি
    কেবলি শান্তি খুজেঁ ফিরি,
    কখনো এখানে কখনো সেখানে
    পাই না শান্তি খোজেঁ কোন খানে।

আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।

দার-পতিতে নেই শান্তি
শাদী-বিচ্ছেদ হরমশা”ই,
পতি-ভার্ষায় বিশ্বাসে দূর্বল
শান্তি পাবি কোথায় আর।

আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
আকাশে খুজিঁ উত্তপ্ত দুনিয়ায়
এক পসরা মেঘের জলাশয়।

বাতাসে খুজিঁ,
প্রান ভরে শ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস,
পরিবেশে খুজিঁ,
আবর্জনাহীন সবুজ নগরায়ণে
ভুমি উন্নয়ণের মানবের কাজ।

আর,
অতৃপ্ত জীবনে খুজেঁ ফিরি
জীবন জীবিকার শান্তি,
নেই কোথাও ! নেই শান্তি,
বিতৃষ্ণা’ই যেন জীবন শান্তির ঘাটতি
মন বলে,
শান্তি কি তা জানিস আগে !
বিধাতা বলেন,
প্রদেয়তে তৃপ্ত হলে পাবি সকল শান্তি,
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি।

১৩৪২জন ১১৩৩জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ